দ্বাদশ শ্রেণী

দ্বাদশ শ্রেণী বাংলা পাঠ্যসূচি || HS Bengali Syllabus

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন এই পাঠ্যসূচি চালু হয়েছিল ২০১৩ সালে এবং এই সিলেবাস অনুযায়ী প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালে। পড়া শুরু করার আগে পাঠ্যসূচি বা সিলেবাস সম্পর্কে সম্যক ধারনা থাকা দরকার। প্রতিটি পাঠের পাশে আলোচনা এবং প্রশ্নোত্তর এই দুটি কলাম আছে। আলোচনা অংশে ক্লিক করলে আলোচনা পৃষ্ঠায় যাওয়া যাবে। প্রতিটি পাঠের অর্থাৎ কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক, ভাষার ইতিহাস এবং সংস্কৃতির ইতিহাসের বিস্তারিত আলোচনা করা আছে এবং একইসঙ্গে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে। এই সাইটটি নিয়মিত অনুসরণ করলে আশা করি বাংলা সহায়িকা বইয়ের দরকার হবে না।

পাঠ্য আলোচনা প্রশ্নোত্তর
কে বাঁচায় কে বাঁচেআলোচনা প্রশ্নোত্তর
ভাত আলোচনাপ্রশ্নোত্তর
ভারতবর্ষআলোচনা প্রশ্নোত্তর
রূপনারানের কুলে আলোচনা প্রশ্নোত্তর
শিকার আলোচনা প্রশ্নোত্তর
মহুয়ার দেশ আলোচনা প্রশ্নোত্তর
আমি দেখি আলোচনা প্রশ্নোত্তর
ক্রন্দনরতা জননীর পাশে আলোচনাপ্রশ্নোত্তর
বিভাব আলোচনাপ্রশ্নোত্তর
নানা রঙের দিন আলোচনা প্রশ্নোত্তর
পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন আলোচনা প্রশ্নোত্তর
অলৌকিক আলোচনাপ্রশ্নোত্তর
আমার বাংলা আলোচনাপ্রশ্নোত্তর
ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখা আলোচনা প্রশ্নোত্তর
ধ্বনিতত্ত্বআলোচনা প্রশ্নোত্তর
রূপতত্ত্বআলোচনা প্রশ্নোত্তর
বাক্যতত্ত্বআলোচনা প্রশ্নোত্তর
শব্দার্থতত্ত্ব আলোচনা প্রশ্নোত্তর
বাংলা গানের ইতিহাস আলোচনা প্রশ্নোত্তর
বাঙালির চিত্রকলা আলোচনাপ্রশ্নোত্তর
বাংলা চলচ্চিত্রআলোচনা প্রশ্নোত্তর
বাঙালির বিজ্ঞানচর্চা আলোচনা প্রশ্নোত্তর
বাঙালির ক্রীড়াসংস্কৃতিআলোচনা প্রশ্নোত্তর
বিগত বছরের প্রশ্নMCQ Testসাজেশন
  

নাম্বার বিভাজন

এখন পড়াশোনা হল পরীক্ষা-কেন্দ্রিক। পরীক্ষায় ভালো নাম্বার পেতে হলে বিজ্ঞানসম্মতভাবে পড়তে হবে। পড়া শুরু করার আগে জেনে নেওয়া দরকার কোন পাঠ থেকে কত নাম্বারের প্রশ্ন আসে এবং সেগুলি কী ধরণের প্রশ্ন, মান কত ইত্যাদি।ছাত্রছাত্রীদের কথা ভেবে দ্বাদশ শ্রেণির বাংলার নাম্বার বিভাজন নীচে দেওয়া হল।

বিষয় বড় প্রশ্ন (মান-৫) এম.সি.কিউ (মান-১) অতিসংক্ষিপ্ত প্রশ্ন (মান-১)
গল্প ১ টি ৫ টি ২ টি
কবিতা ১ টি ৪ টি ৪ টি
আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্প ১ টি ১ টি ১ টি
নাটক ১ টি ৩ টি ২ টি
আমার বাংলা ১ টি -- --
সংস্কৃতির ইতিহাস ২ টি ৩ টি --
ভাষাবিজ্ঞান ১ টি ২ টি ৩ টি
প্রবন্ধ ১ টি ( মান- ১০) ----
মোট নাম্বার (৮০) ৫০ নাম্বার ১৮ নাম্বার ১২ নাম্বার

Higher Secondary Other Subject || উচ্চমাধ্যমিকের অন্যান্য বিষয়সমূহ

উচ্চমাধ্যমিক বাংলা HS English (ইংরেজি) উচ্চমাধ্যমিক সংস্কৃত উঃমাঃ পুষ্টিবিজ্ঞান

বিগত বছরের প্রশ্ন

দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা অর্থাৎ উচ্চমাধ্যমিকের আয়োজন করে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা হয় নিকটবর্তী পরীক্ষাকেন্দ্রে। যাইহোক, নীচে বিগত বছরগুলির উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হল। প্রশ্নগুলি পড়লে পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে একটা ধারনা পাওয়া যাবে; উপরন্তু, মেধাবী ছাত্রছাত্রীরা নিজেদের সাজেশন নিজেরাই করে নিতে পারবে।

এমসিকিউ মক টেস্ট

একাদশ এবং দ্বাদশ শ্রেণির বাংলা পরীক্ষায় ৩০ নাম্বারের অতিসংক্ষিপ্ত (SAQ) এবং বহুবিকল্পধর্মী প্রশ্ন (MCQ) থাকে। এমসিকিউ এবং শর্ট প্রশ্নে যদি Full Marks পেতে চাও তবে নিয়মিত চর্চা করতে হবে। সেই উদ্দেশ্যে এই মক টেস্টের আয়োজন করা হয়েছে। দ্বাদশ শ্রেণির সমস্ত পাঠ থেকে MCQ Test এর লিংক দেওয়া হল।

MCQ Mock Test

যোগাযোগ

একাদশ শ্রেণির বাংলা সম্পর্কে কোনো ছাত্রছাত্রী, অভিভাবক অথবা শিক্ষক-শিক্ষিকার কোনো প্রশ্ন, পরামর্শ বা অভিযোগ থাকলে নীচে দেওয়া কন্টাক্ট ফর্ম থেকে যোগাযোগ করা যেতে পারে।

error: Content is protected !!