ক্রন্দনরতা জননীর পাশে

কবি পরিচিতি

‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতাটি লিখেছেন আধুনিক যুগের অন্যতম কবি মৃদুল দাশগুপ্ত (১৯৫৫-)। কবির উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে ‘জলপাই কাঠের এসরাজ’, ‘এভাবে কাঁদেনা’, ‘গোপনে হিংসার কথা বলি’, ‘ধানখেত থেকে’ প্রভৃতি। কবির রচনায় সমাজ এবং সমকালের নানা প্রসঙ্গ উঠে এসেছে।

উৎস

এই কবিতাটি কবির ‘ধানখেত থেকে’ কাব্য সংকলন থেকে নেওয়া হয়েছে।

বিষয় সংক্ষেপ

‘ধানক্ষেত থেকে’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতাটি আধুনিক কালপর্বে রচিত একটি উল্লেখযোগ্য কবিতা। দেশ চালায় সরকার আর সমাজের কাণ্ডারি হল বুদ্ধিজীবীরা। শাসকের অত্যাচারে যদি জন্মভূমি তথা জন্মদাত্রী জননী বিপন্ন হয়ে পড়ে তখন দেশের শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের এগিয়ে আসা উচিত। একজন বুদ্ধিজীবী হিসেবে তথা একজন শিল্পী হিসেবে কবি চোখের সামনে অন্যায় হচ্ছে দেখে চুপ থাকতে পারেন না। কবির প্রতিবাদের ভাষা হল বারুদের মতো বিস্ফোরক আর প্রতিবাদের বাণী হল কবিতা। কবিতাটি ভালোভাবে বোঝার জন্য নীচের ভিডিওটি দেখা যেতে পারে। এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এই কবিতা থেকে যেকোনো ছোটো প্রশ্ন, বড় প্রশ্ন এবং এমসিকিউ-এর উত্তর দেওয়া যাবে।

শব্দার্থ

ক্রন্দনরতা- কাঁদছে এমন; জননী- মা; লেখা- রচনা বা লেখালেখির লাজ; আঁকাআঁকি- ছবি আঁকা; নিহত- মৃত, প্রয়াত; শবদেহ- মৃতদেহ; ক্রোধ- রাগ; নিখোঁজ- নিরুদ্দেশ; ছিন্নভিন্ন- এলোমেলো; বিধি- বিধাতা, ঈশ্বর; বিবেক- বিচারবোধ; বারুদ- বিস্ফোরক চুর্ণ। 

বড় প্রশ্ন

এমসিকিউ টেস্ট

কবিতাটি ভালোভাবে পড়া হয়ে গেলে এই লিংক থেকে MCQ Mock Test দিতে পারো। এই মক টেস্টটি বিগত বছরগুলিতে যে ধরণের প্রশ্ন এসেছে তেমনি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে। তাহলে নিজেই নিজের পড়া যাচাই করে  নাও।

আমি দেখি   বিভাব

error: Content is protected !!