সাম্যবাদী || Samyabadi by Kazi Nazrul Islam

একাদশ শ্রেণির নতুন পাঠ্যসূচিতে প্রথম সেমিস্টারে যেদুটি বাংলা কবিতা রয়েছে, তার মধ্যে একটি হলো কাজী নজরুল ইসলামের লেখা ‘সাম্যবাদী’ কবিতাটি।

পাঠ্য কবিতা: সাম্যবাদী
রচয়িতা:  কাজী নজরুল ইসলাম
মূল গ্রন্থ: সাম্যবাদী কাব্যগ্রন্থ
প্রকাশকাল:  ১৯২৫

সাম্যবাদী || Samyabadi by Kazi Nazrul Islam

কাজী নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি হিসেবেই চিনি। তবে, একইসঙ্গে তিনি ছিলেন মানবতার পূজারী। তাঁর অনেক রচনাই মানবিক আবেদনে সমৃদ্ধ। সাম্যবাদী কবিতাতেও মানবপ্রীতির সুরটি ধ্বনিত হয়েছে।

সাম্যবাদী
সাম্যবাদী

সাম্যবাদী: সারসংক্ষেপ

সাম্যবাদী কবিতাটি বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের লেখা সাম্যবাদী (১৯২৫) কাব্যগ্রন্থের অন্তর্গত। সাম্য কথার অর্থ হলো সমতা। আর, সাম্যবাদ হল এমন এক মতবাদ যা জাতি-ধর্ম-বর্ণ, স্ত্রী-পুরুষ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার স্বীকার করে।

জন্মসূত্রে আমরা সকলেই মানুষ। মানুষই আবার ধর্মীয় বেড়াজাল তৈরি করে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে। পুথিপড়া ধর্মজ্ঞান নিয়ে মানুষ নিজেদের ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে কেবল হানাহানি করে। তাই ধর্মগ্রন্থ পাঠ করার আগে কবি মানুষকে হৃদয়বান হতে বলেছেন। মানবহৃদয়েই সকল ধর্মগ্রন্থের সারমর্ম সংকলিত রয়েছে। মানুষের হৃদয় হলো পবিত্র তীর্থভূমি, তাই তীর্থক্ষেত্রে যাওয়ার প্রয়োজন নেই। কবির মতে, মানবিকতাই হলো শ্রেষ্ঠ ধর্ম। মানুষের মধ্যে রয়েছে সকল ধর্মের সকল যুগাবতার। এইভাবে, আলোচ্য কবিতায় কবি ধর্মীয় ভেদাভেদ ভুলে আদর্শ, সাম্যবাদী সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন।

সাম্যবাদী: বহু বিকল্পভিত্তিক (MCQ) প্রশ্নোত্তর

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন পাঠ্যসূচি (২০২৪) অনুযায়ী একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে কেবল বহু বিকল্পধর্মী প্রশ্ন (বা এমসিকিউ) থাকবে। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে, ‘সাম্যবাদী’ কবিতা থেকে শীঘ্রই এমসিকিউ মক টেস্ট দেওয়া হবে।

error: Content is protected !!