দেশভ্রমণের উপযোগিতা- অনুচ্ছেদ রচনা

দেশভ্রমণের উপযোগিতা|| Desh Bhramaner Upojogita

পঞ্চম থেকে অষ্টম শ্রেণির অনুচ্ছেদ রচনা- দেশভ্রমণের উপযোগিতা (Paragraph Writing in Bengali for class v to viii- Desh Bhramaner Upojogita)। অনধিক দু’শো শব্দের মধ্যে অনুচ্ছেদ রচনা। খুবই সহজ সরল ভাষায় লেখা হয়েছে তবে ছাত্রছাত্রীরা রচনা মুখস্ত না করে যদি নিজে থেকে বানিয়ে লেখে, তাতে বেশি নাম্বার পাওয়া যায়।

বাংলা অনুচ্ছেদ রচনা
বাংলা অনুচ্ছেদ রচনা

অনুচ্ছেদ রচনা- দেশভ্রমণের উপযোগিতা 

আদিম মানুষ ছিল যাযাবর প্রাণী। আধুনিক মানুষ ঘরবাড়ি বানিয়ে বসবাস করতে শিখেছে ঠিকই, কিন্তু ঘুরে বেড়ানোটা তার রক্তে মিশে রয়েছে। আর তাই সময় এবং সুযোগ পেলে মানুষ বেরিয়ে পড়ে নতুন যাত্রাপথে।

দেশভ্রমণের উপযোগিতা:- সারাবছর গৃহবন্দী থেকে মানুষ ক্লান্ত হয়ে পড়ে। তাই একঘেয়েমি জীবন থেকে মুক্তির উদ্দেশ্যেই মানুষ দেশভ্রমণ করে। ভ্রমণের মাধ্যমে মানুষ মুক্তির স্বাদ পায়। নতুন জায়গায় বেড়াতে গেলে যে আনন্দ পাওয়া যায় তার কোনো তুলনা হয় না।

অজানাকে জানা:- কথায় বলে, জানার শেষ নেই। কিন্তু বাড়ির বাইরে পা না রাখলে নতুন জিনিসকে জানবো কী করে? আমাদের চেনা গন্ডীর বাইরে অনেক জায়গা রয়েছে, সেখানে কতরকমের মানুষ রয়েছে, তাদের জীবনযাত্রা, পোশাক-পরিচ্ছদ – দেশ ভ্রমণের মাধ্যমেই এসব জানা সম্ভব হয়। এখানেই রয়েছে ভ্রমণের আসল উপযোগিতা।

প্রাকৃতিক সৌন্দর্য:- প্রতিটি দর্শনীয় স্থানের নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্য্য থাকে। কোথাও পাহাড়-পর্বত, কোথাও সমুদ্র। আবার, ঐতিহাসিক স্থানে ভ্রমণ করলে প্রাচীন স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করা যায়।

শিক্ষার অঙ্গ:- দেশ ভ্রমণের মাধ্যমে আমরা এমন অনেককিছু জানতে পারি যা বই পড়ে সম্ভব নয়। সমুদ্রের ঢেউ কেমন দেখতে হয়, অথবা পার্বত্য এলাকার আবহাওয়া কেমন হয়, সেসব বই পড়ে জানা সম্ভব নয়।

উপসংহার:- দেশ ভ্রমণে অনাবিল আনন্দ পাওয়া যায়। আবার, দেশভ্রমণ হল শিক্ষার অঙ্গ। তাই ছাত্রজীবনে ভ্রমণের বিশেষ গুরুত্ব রয়েছে। দেশ ভ্রমণের মাধ্যমেই পাঠ্যবইয়ের সঙ্গে বাস্তব জগতের যোগসূত্র গড়ে ওঠে। (শব্দসংখ্যা- ১৯৭)

error: Content is protected !!