মাধ্যমিক বাংলা প্রশ্ন- ২০১৭।। Madhyamik Bengali Question 2017

Madhyamik Bengali Question Paper

WBBSE Madhyamik Pariksha Bengali Qquestion Paper with answers of short, MCQ and E to B.

পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র। বহুবিকল্পধর্মী প্রশ্ন, অতিসংক্ষিপ্ত প্রশ্ন এবং বঙ্গানুবাদের উত্তর দেওয়া হল।

মাধ্যমিক পরীক্ষার বিগত বছরের বাংলা প্রশ্নপত্র

মাধ্যমিক ২০১৭
বিষয়- বাংলা
সময় – ৩ ঘণ্টা ১৫ মিনিট
(প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘণ্টা উত্তর লেখার জন্য)
পূর্ণমান – ৯০

১. সঠিক উত্তরটি নির্বাচন করাে: [উত্তর নীচে দেওয়া আছে] ১x১৭

১.১ গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল?
(ক) পুলিশ-স্টেশনে
(খ) জাহাজ ঘাটায়
(খ) রেল স্টেশনে
(ঘ) বিমান বন্দরে

১.২ বাইজির ছদ্মবেশে হরিদার রােজগার হয়েছিল-
(ক) আট টাকা দশ আনা
(খ) আট টাকা আট আনা
(গ) দশ টাকা চার আনা
(ঘ) দশ টাকা দশ আনা

১.৩ হােলির দিন দলের ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পােশাকে দেখে কী করতে বলেছিল?
(ক) ছবি আঁকতে
(খ) হােলি খেলতে
(গ) কুস্তি লড়তে
(ঘ) ফুটবল খেলতে

১.৪ ‘সিন্ধুতীরে’কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
(ক) লােরচন্দ্রাণী
(খ) পদ্মাবতী
(গ) সতীময়না
(ঘ) তােহফা

১.৫ “প্ৰদোষ কাল ঝঞ্জাবাতাসে রুদ্ধশ্বস”- ‘প্রদোষ’ শব্দের অর্থ
(ক) সন্ধ্যা
(খ) ভাের
(গ) রাত্রি
(ঘ) দুপুর

১.৬ ইন্দ্রজিতের স্ত্রীর নাম –
(ক) ইন্দিরা
(খ) সরমা
(গ) নিকষা
(ঘ) প্রমীলা

১.৭ “সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তার পােশাকি নাম—
(ক) রিজার্ভার
(খ) স্টাইলাস
(গ) পার্কার
(ঘ) পাইলট

১.৮ নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম
(ক) বনফুল
(খ) পরশুরাম
(গ) শৈলজানন্দ মুখােপাধ্যায়
(গ) ত্রৈলােক্যনাথ মুখােপাধ্যায়

১.৯ যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণিটি-
(ক) ইংরেজি ভাষায় দক্ষ
(খ) বাংলা ভাষায় দক্ষ
(গ) ইংরেজি জানেনা বা অতি অল্প জানে
(ঘ) ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে

১.১০ বিভক্তি –
(ক) সর্বদা শব্দের পূর্বে বসে
(খ) সর্বদা শব্দের পরে যুক্ত হয়
(গ) শব্দের পরে আলাদাভাবে বসে
(ঘ) শব্দের পূর্বে আলাদাভাবে বসে

১.১১ ‘তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।’ নিম্নরেখ পদটি-
(ক) অপাদান কারক
(খ) কর্মকারক
(গ) করণ কারক
(ঘ) অধিকরণ কারক

১.১২ কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে –
(ক) পূর্বপদের অর্থের
(খ) পরপদের অর্থের
(গ) উভয়পদের
(ঘ) ভিন্ন অর্থ সমস্ত পদের

১.১৩ ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তাে একেবারেই গররাজি—নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ?
(ক) অব্যয়ীভাব
(খ) নঞ তৎপুরুষ
(গ) বহুব্রীহি
(ঘ) কর্মধারয়

১.১৪ “এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল”— বাক্যটি কোন্ শ্রেণির ?
(ক) সরল বাক্য
(খ) জটিল বাক্য
(গ) যৌগিক বাক্য
(ঘ) মিশ্র বাক্য

১.১৫ যে বাক্যে সাধারণভাবে কোনাে কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে, তাকে বলা হয়–
(ক) অনুজ্ঞাসূচক বাক্য।
(খ) নির্দেশক বাক্য
(গ) আবেগসূচক বাক্য
(ঘ) প্রশ্নবােধক বাক্য

১.১৬ যে বাক্যে কর্ম কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে-
(ক) কর্মবাচ্য
(খ) কর্তৃবাচ্য
(গ) ভাববাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য

১.১৭ “পাঁচদিন নদীকে দেখা হয় নাই”- এটি কোন্ বাচ্যের উদাহরণ?
(ক) কর্তৃবাচ্য
(খ) ভাববাচ্য
(গ) কর্মবাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য

উত্তর- ১.১ (খ) রেল স্টেশনে ১.২ (ক) আট টাকা দশ আনা ১.৩ (গ) কুস্তি লড়তে ১.৪ (খ) পদ্মাবতী ১.৫ (ক) সন্ধ্যা ১.৬ (ঘ) প্রমীলা ১.৭ (খ) স্টাইলাস ১.৮ (গ) ত্রৈলােক্যনাথ মুখােপাধ্যায় ১.৯ (গ) ইংরেজি জানেনা বা অতি অল্প জানে ১.১০ (খ) সর্বদা শব্দের পরে যুক্ত হয় ১.১১ (গ) করণ কারক ১.১২ (খ) পরপদের অর্থের ১.১৩ (খ) নঞ তৎপুরুষ ১.১৪ (ক) সরল বাক্য ১.১৫ (খ) নির্দেশক বাক্য ১.১৬ (ঘ) কর্মকর্তৃবাচ্য ১.১৭ (খ) ভাববাচ্য

২. কমবেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও: ১ x ১৯ = ১৯

২.১ যে-কোনাে ৪টি প্রশ্নের উত্তর দাও। ১ X ৪= ৪

২.১.১ তপনের গল্প পড়ে ছােটোমাসি কী বলেছিল?
উত্তর- তপনের গল্প পড়ে ছোটোমাসি প্রশংসা করেছিল এবং একটু সন্দেহের সুরে জিজ্ঞেস কড়ছিল যে সে লেখাটা কোনোখান থেকে টুকলিফাই বা নকল করেছে কিনা।

২.১.২. “এক একখানি পাতা ছিড়িয়া দুমড়াইয়া মােচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল।”- উদ্দিষ্ট ব্যক্তি কীসের পাতা জলে ফেলতে লাগল।
উত্তর- উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ নদের চাঁদ তার পকেটে থাকা একটি পুরোনো চিঠির পাতা জলে ফেলতে লাগল।

২.১.৩ ইহা যে কতবড়াে ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল।”– ‘ভ্রম’ -টি কী?
উত্তর- অপূর্ব ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার হওয়ায় সে রাতে নির্বিঘ্ন সুখনিদ্রার আশা করেছিল। এটাই ভ্রম।

২.১.৪ ‘অদল বদল’ গল্পটি কে বাংলায় তরজমা করেছেন?
উত্তর- ‘অদল বদল’ গল্পটি বাংলায় তরজমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত।

২.১.৫ জগদীশবাবু তীর্থভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন?
উত্তর- জগদীশবাবু তীর্থভ্রমণের জন্য বিরাগীকে একশো টাকা দিতে চেয়েছিলেন।

২.২ যে-কোনাে ৪টি প্রশ্নের উত্তর দাও: ১x৪=৪

২.২.১ “শিশু আর বাড়িরা খুন হলাে”- ‘শিশু আর বাড়িরা’ খুন হয়েছিল কেন?
উত্তর- সর্বগ্রাসী যুদ্ধের অনিবার্য ফল হিসেবে শিশু আর বাড়িরা খুন হয়েছিল।

২.২.২ “আমাদের পথ নেই আর”- তাহলে আমাদের করণীয় কী?
উত্তর- পথ নেই বলে আরো সমবেতভাবে, হাতে হাত রেখে ‘বেঁধে বেঁধে’ থাকতে হবে। কবির মতে, এটাই করণীয়।

২.২.৩ “এসাে যুগান্তের কবি” – কবির ভূমিকাটি কী হবে?
উত্তর- ‘যুগান্তের কবি’ গিয়ে আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়িয়ে মানহারা মানবীকে শোনাবে সভ্যতার শেষ পুণ্যবাণী- “ক্ষমা করো”।

২.২.৪ “অস্ত্র ফ্যালাে, অস্ত্র রাখাে”– কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে?
উত্তর- কবি জয় গোস্বামীর ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় গানের পায়ে অস্ত্র ফেলার কথা বলা হয়েছে।

২.২.৫ “দেখিয়া রূপের কলা/ বিস্মিত হইল বালা/ অনুমান করে নিজ চিতে।” -বালা’ কী অনুমান করেছিল?
উত্তর- ‘বালা’ অর্থাৎ সমুদ্রকন্যা পদ্মা অচেতন পদ্মাবতীকে দেখে অনুমান করেছিল যে সে হয়তো ইন্দ্রশাপে স্বর্গভ্রষ্ট কোনো বিদ্যাধরী।

২.৩ যে-কোনাে ৩টি প্রশ্নের উত্তর দাও: ১x৩=৩

২.৩.১ ‘হারিয়ে যাওয়া কালি কলম’- এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির কত দাম?
উত্তর- ‘হারিয়ে যাওয়া কালি কলম’- এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম আড়াই হাজার পাউন্ড।

২.৩.২ “আমরা ফেরার পথে কোনও পুকুরে তা ফেলে দিয়ে আসতাম।”— বক্তা কেন তা পুকুরে ফেলে দিতেন?
উত্তর- বক্তা অর্থাৎ প্রাবন্ধিক শ্রীপান্থ হোমটাস্কের জন্য ব্যবহৃত কলাপাতা পুকুরে ফেলে দিয়ে আসতেন কারণ তা নাকি গরুতে খেয়ে নিলে অমঙ্গল হবে।

২.৩৩ বিশ্ববিদ্যালয়-নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কী বিধান দিয়েছিলেন?
উত্তর- বিশ্ববিদ্যালয়-নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম বাংলা বানানে লেখার বিধান দিয়েছিলেন।

২.৩.৪ পরিভাষার উদ্দেশ্য কী?
উত্তর- পরিভাষার আসল উদ্দেশ্য হল ভাষা ও ভাবের সংক্ষিপ্তকরণ এবং অর্থ সুনির্দিষ্টকরণ।

২.৪ যে-কোনাে ৮টি প্রশ্নের উত্তর দাও: ১ x ৮ = ৮

২.৪.১ ‘শূন্য বিভক্তি’ কাকে বলে?
উত্তর- শূন্য বিভক্তি হল শূন্য রূপ যা শব্দকে পদে পরিণত করে।

২.৪.২ ‘অস্ত্র রাখাে’ – নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করাে।
উত্তর- অস্ত্র- কর্মকারকে শূন্য বিভক্তি।

২.৪.৩ নিত্য সমাস কাকে বলে?
উত্তর- যে সমাসে সমস্যমান পদগুলি নিত্য সমাসবদ্ধ থাকে এবং সেইজন্য ব্যাসবাক্য গঠন করতে হলে একটি নতুন শব্দের সাহায্য গ্রহণ করতে হয় তাকে নিত্য সমাস বলে।

২.৪.৪ ‘চরণ কমলের ন্যায়’ – ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখাে।
উত্তর- চরণকমল- উপমিত কর্মধারয়।

২.৪.৫ আমি গ্রামের ছেলে — বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করাে।
উত্তর- উদ্দেশ্য- আমি, বিধেয়- গ্রামের ছেলে।

২.৪.৬ একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও।
উত্তর- একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ হল- দয়া করে বসুন।

২.৪.৭ কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের অন্তত একটি পদ্ধতি উল্লেখ করাে।
উত্তর- কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন করতে হলে কর্তার সঙ্গে দ্বারা, দিয়া প্রভৃতি অনুসর্গ যোগ করতে হয়।

২.৪.৮ প্রযােজক কর্তার একটি উদাহরণ দাও।
উত্তর- নীলিমা ভাইকে বই পড়াচ্ছে- এখানে নীলিমা হল প্রযোজক কর্তা।

২.৪.৯ অসিতবাবু আর কোনাে প্রশ্ন করলেন না – প্রশ্নবাচক বাক্যে পরিবর্তন করাে।
উত্তর- প্রশ্নবোধক বাক্য= আসিতবাবু আর কোনো প্রশ্ন করলেন কি?

২.৪.১০ এ কার লেখা? – কর্তৃবাচ্যে পরিবর্তন করাে।
উত্তর- কর্তৃবাচ্য= এটা কে লিখেছে?

৩. প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর দাও : ৩+৩=৬

৩.১ যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও: ৩x১=৩

৩.১.১ হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়ে ছিলেন? তিনি কীভাবে মাস্টারমশাইকে বােকা বানিয়েছিলেন? ১+২
৩.১.২ “নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে।”- কে বুঝতে পেরেছে? নদীর বিদ্রোহ বলতে সে কী বােঝাতে চেয়েছে? ১+২

৩.২ যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও: ৩x১=৩

৩.২.১ “আসছে নবীন- জীবনহারা অ-সুন্দরে করতে ছেদন?”– উক্তিটির তাৎপর্য লেখাে। ১+২
৩.২.২ জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া”- কাকে ‘মহাবাহু’ বলা হয়েছে? তার বিস্ময়ের কারণ কী? ১+২

৪. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৫

৪.১ “বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ যােলাে আনাই বজায় আছে।” – বাবুটি কে? তার সাজসজ্জার পরিচয় দাও। ১+৪
৪.২ জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করাে।

৫. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও: ৫

৫.১ “হায় ছায়াবৃতা” – ‘ছায়াবৃতা’ বলার কারণ কী? তার সম্পর্কে কবি কী বলেছেন সংক্ষেপে লেখাে। ১+৪
৫.২ “যেখানে ছিল শহর/ সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা।”- ‘অসুখী একজন’ কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হল লেখাে।

৬. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৫

৬.১ “বাংলা ভাষায় বিজ্ঞানচর্চায় এখনও নানা রকম বাধা আছে।”– এই বাধা দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছেন তা আলােচনা করাে। ৫
৬.২ ‘ফাউন্টেন পেন’ বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখাে। ১+১+৩

৭. কম-বেশি ১২৫ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও: ৪

৭.১ সিরাজদৌল্লা’ নাট্যাংশ অবলম্বনে সিরাজদ্দৌল্লার চরিত্র বৈশিষ্ট্য আলােচনা করাে।
৭.২ “কিন্তু ভদ্রতার অযােগ্য তােমরা”—কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? একথা বলার কারণ কী? ১+৩

৮. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও : ৫x২=১০

৮.১ কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও।
৮.২ ক্ষিদ্দা কীভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে আলােচনা করাে।
৮,৩ “জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছ আমার কাছে”- কোনির এই অভিমানের কারণ কী? এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করাে। ২+৩

৯. চলিত গদ্যে বঙ্গানুবাদ করাে :

One day a dog stole a piece of meat from a butcher shop. He was crossing over a bridge. Suddenly, he saw his own shadow in the water. He thought that there was another dog and he had a bigger piece of meat.

উত্তর- একদিন একটি কুকুর একটি কসাইখানা থেকে একটুকরো মাংস চুরি করল। সে একটি সেতু পার হচ্ছিল। হঠাৎ সে জলে তার নিজের ছায়া দেখতে পেল। সে ভাবল ওটা আরেকটা কুকুর এবং তার কাছে আরো বড় মাংসের টুকরো রয়েছে।

১০. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৫x১=৫

১০.১ নারী-স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করাে। ৪
১০.২ কোনাে গ্রামীণ এলাকায় একটি সরকারি হাসপাতাল উদবােধন হল— এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করাে।

১১. কম-বেশি ৪০০ শব্দে যে কোন একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করাে: ১০

১১.১ বাংলার ঋতু বৈচিত্র্য
১১.২ দৈনন্দিন জীবনে বিজ্ঞান
১১.৩ তােমার প্রিয় পর্যটন কেন্দ্র
১১.৪ একটি গাছ একটি প্রাণ

মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্ন

error: Content is protected !!