ছড়ার সংজ্ঞা ও বৈশিষ্ট্য

শ্রেণী একাদশ

বাংলা সাহিত্যের ইতিহাস (বড় প্রশ্ন)

প্রশ্ন ২- ছড়ার সংজ্ঞা দাও। ছড়ার বৈশিষ্ট্যগুলি আলোচনা কর।  মান-২+৩

উত্তর- বাংলা লোকসংস্কৃতির একটি বিশেষ অঙ্গ হল ছড়া। ‘বঙ্গীয় শব্দকোষ’ অনুসারে ছড়া হল লৌকিক বিষয় নিয়ে রচিত গ্রাম্য কবিতা। ছড়াগুলি সাধারণত মৌখিক আবৃত্তির জন্য মুখে মুখে রচিত হয়। অনেক সময় সুর করেও ছড়া আবৃত্তি করা হয়।

ছড়ার বৈশিষ্ট্যগুলি হল-

    ক) ছড়া মুলত শিশুতোষ্য রচনা। কোনো বার্তা বা মনোভাব প্রকাশের জন্য ছড়া রচিত হয় না। শিশুদের ভোলানোর জন্য বা ঘুম পাড়ানোর জন্য ছড়ার জন্ম। অবশ্য মেয়েলি ছড়াগুলি একান্তভাবেই মেয়েদের সম্পদ।

খ) শিশুর প্রলাপের মতো ছড়াগুলিও অনেকসময় অর্থহীন হয়। আসলে শিশুমনে অর্থের বিশেষ কোনো ভুমিকা নেই। তাই ছড়া রচনার সময় অর্থের দিকটি খেয়াল না রাখলেও চলে।

গ) ছড়াতে পরস্পর সম্পর্কহীন কতকগুলি ছবির সমাহার থাকে। শিশুর সদাচঞ্চল মনের মতো ছড়ার কথাগুলি এলোমেলো হয়।

ঘ) ছড়াগুলি মুলত মৌখিক আবৃত্তি করার জন্য। সেজন্য এমন শব্দ ছড়াতে প্রয়োগ করা হয় যা শুনতে ভালো লাগে এবং সহজে মনে থাকে।

পরিশেষে বলা যায়, শিশুমনের প্রকৃতি সকল যুগে সকল দেশে একইরকমের। তাই সব ভাষাতেই ছড়ার ভাণ্ডার যথেষ্ট সমৃদ্ধ। বাংলা ভাষার ছড়াগুলিও বাংলা লোকসাহিত্যের বিশেষ সম্পদ।(শব্দ-১৭০)

error: Content is protected !!