Write for Bangla Sir

এই ব্লগের জন্য লিখুন

প্রিয় সাথী,

এই ব্লগের কয়েকজন সহৃদয় পাঠক ও শুভানুধ্যায়ী এখানে লেখার ইচ্ছা প্রকাশ করেছেন। তাদের অনেকেই শিক্ষক, কেউ হয়তো গৃহশিক্ষকতা করেন, আবার কেউ কেউ বাংলা বিষয়ে উচ্চতর শ্রেণিতে পাঠরত। আপনাদের সকলকেই অভিনন্দন জানিয়ে সংক্ষেপে কয়েকটি কথা তুলে ধরতে চাই-

1) এই ব্লগটি একটি অলাভজনক প্রয়াস- একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বাংলা বিষয়ে সহায়তা করার জন্য 2015 সালে এই ব্লগটি তৈরি করা হয়েছিল। আমিই এই ব্লগের এডমিন এবং একমাত্র লেখক।

2) আপনাদের অনেকেই জানেন যে একটি ব্লগ বা ওয়েবসাইট চালানোর জন্য Hosting, Domain ইত্যাদি বাবদ অনেক অর্থ ব্যয় করতে হয়। এইজন্য 2019 সালে এই ব্লগটিকে Adsense এর সঙ্গে যুক্ত করি এবং বর্তমানে বিজ্ঞাপন বাবদ যে টাকা পাওয়া যায় তাতে ব্লগ চালানোর খরচ মেটানো হয়। সুতরাং এই ব্লগের জন্য প্রশ্নোত্তর লিখলে তার জন্য কোনো অর্থ দেওয়া সম্ভব নয়।

সুতরাং আপনি যদি অর্থ উপার্জনের জন্য এই ব্লগে লিখতে চান তাহলে একান্তভাবে দুঃখিত। তবে, আপনি যদি ছাত্রছাত্রীদের স্বার্থে লিখতে চান এবং আপনার মৌলিক রচনা (তা সে প্রশ্নোত্তর হোক বা কোনো বিষয়ের আলোচনা) হাজার হাজার ছেলেমেয়ের কাছে পৌঁছে দিতে চান তাহলে আপনাকে স্বাগত।

কী লিখবেন?

ক) একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা পাঠ্যসূচি থেকে প্রশ্নের উত্তর। যে প্রশ্নগুলির উত্তর ব্লগে দেওয়া নেই, সেইরকম প্রশ্নের উত্তর পাঠাতে পারেন। দরকার হলে, লেখার আগে ব্লগটি একটু উল্টে পাল্টে দেখে নিন। আপনার যদি মনে হয় কোনো পদ্য, গদ্য, নাটক বা প্রবন্ধ থেকে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বাদ রয়ে গেছে, তাহলে সেই প্রশ্নের উত্তর লিখে পাঠান।

খ) যেসব প্রশ্নের উত্তর ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, সেগুলির উত্তরও লিখতে পারেন। বিকল্প উত্তর হিসেবে উক্ত উত্তর প্রকাশিত হবে।

গ) মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রবন্ধ লিখে পাঠাতে পারেন। শব্দসীমা- 450 থেকে 500 শব্দ।

ঘ) উচ্চতর শ্রেণির জন্য (BA, MA) বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বড় প্রশ্নের (মান- 8/10) উত্তর লিখে পাঠাতে পারেন। উত্তরের শব্দ সংখ্যা 300 থেকে 500।

ঙ) এছাড়া অভিজ্ঞ শিক্ষক এবং গৃহশিক্ষকগণ, 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা সাজেশন পাঠাতে পারেন।

কীভাবে লিখবেন?

সাদা কাগজে পরিষ্কার হস্তাক্ষরে আপনার লেখা পাঠান। যদি বাংলা টাইপ করতে পারেন তাহলে আপনার স্মার্টফোন বা ল্যাপটপ-কম্পিউটার থেকে টাইপ করে যথাসম্ভব শুদ্ধ বানানসহ লিখুন।

কী লিখবেন না?

অন্য কোনো লেখকের লেখা পাঠাবেন না। অর্থাৎ, কোনো সহায়িকা বই বা অন্য কোনো স্যারের নোটস পাঠাবেন না। একইসঙ্গে, ফেসবুক বা অন্য কোথাও প্রকাশিত হয়েছে এমন লেখা পাঠাবেন না। আপনার লেখা যেন আপনারই হয়, মৌলিক হয়।

কীভাবে পাঠাবেন?

কাগজে লেখা হলে সেটির পরিস্কার ছবি তুলে বা স্ক্যান করে উপরে দেওয়া Email Address-এ পাঠান। টাইপ করলে সরাসরি মেইল করুন অথবা pdf বা ওয়ার্ড ফাইল আকারে ইমেইল Attachment হিসেবে পাঠান। লেখার সাথে আপনার নাম এবং মোবাইল নাম্বার ও ঠিকানা সহ পূর্ণ পরিচয় পাঠাবেন, নতুবা লেখা প্রকাশ করা যাবে না। আপনার লেখা প্রকাশযোগ্য বিবেচিত হলে দু’একদিনের মধ্যেই সেটি ব্লগে প্রকাশিত হবে।

এই ব্লগে আপনার লেখা পোস্ট প্রকাশিত হলে পোষ্টের নীচে আপনার নাম ও সংক্ষিপ্ত পরিচয় কীভাবে প্রকাশিত হবে তার নমুনা দেওয়া হল। স্কুল-শিক্ষক, ছাত্র/ছাত্রী এবং অন্যান্যদের ক্ষেত্রে যথাক্রমে পরিচয়লিপি হবে এইরকম-

অপূর্ব রায়, শিক্ষক, রাধানাথপুর হাইস্কুল, বীরভূম;
সঞ্চিতা ধবল, সাম্মানিক স্নাতক, বাংলা ভাষা ও সাহিত্য, দ্বিতীয় বর্ষ, বাঁকুড়া খ্রিস্টান কলেজ;
সুলেখা মহাপাত্র, পাণ্ডুয়া, হুগলি।

(উপরের নামগুলি কাল্পনিক)

বিঃ দ্রঃ কোনো লেখা প্রকাশিত হওয়ার আগে বানান ও ব্যাকরণগত ত্রুটি সংশোধন করা হবে এবং প্রয়োজন হলে লেখাটি অল্পবিস্তর পরিবর্তন করা হতে পারে।

ধন্যবাদান্তে

অ্যাডমিন

error: Content is protected !!