উচ্চমাধ্যমিক সংস্কৃত পাঠ্যসূচি এবং নাম্বার বিভাজন

উচ্চমাধ্যমিক সংস্কৃত পাঠ্যসূচি এবং নাম্বার বিভাজন || HS Sanskrit Syllabus and Marks Distribution

উচ্চমাধ্যমিকের একটি অন্যতম বিষয় হল সংস্কৃত। অনেক ছাত্রছাত্রী সপ্তম-অষ্টম শ্রেণিতে সংস্কৃত বিষয়টি পড়ে থাকবে। আবার, অনেকের কাছে এটি একদম নতুন। অনেক ছাত্রছাত্রীর ধারণা সংস্কৃত বিষয়টি অত্যন্ত কঠিন একটি বিষয়। কিন্তু আমার মনে হয় সংস্কৃত হল উচ্চমাধ্যমিকের অন্যতম একটি স্কোরিং সাবজেক্ট। একটু নিয়মমাফিক পড়লে অনেক নাম্বার পাওয়া যায়। তাছাড়া, আমাদের মাতৃভাষা বাংলার সঙ্গে সংস্কৃতের গভীর সম্পর্ক রয়েছে। সেইজন্য বাঙালি শিক্ষার্থীদের সংস্কৃত ভাষা এবং সাহিত্য সম্পর্কে জ্ঞান থাকা উচিত।

Class 12 sanskrit syllabus
উচ্চমাধ্যমিক সংস্কৃত সিলেবাস এবং পাঠ্যসূচি

HS Sanskrit Syllabus and Marks Distribution WBCHSE

নিচের তালিকায় উচ্চমাধ্যমিক (দ্বাদশ শ্রেণির) সংস্কৃত সাহিত্য এবং ভাষা বিষয়টির পাঠ্যসূচি এবং নাম্বার বিভাজন তুলে ধরা হল। শীঘ্রই পাঠ্যাংশ-ভিত্তিক আলোচনা এবং প্রশ্নোত্তরের লিঙ্ক দেওয়া হবে। 

সাহিত্য (Literature)- ৫০ নাম্বার
গদ্যাংশ আর্যাবর্তবর্ণনম্,
বনগতা গুহা
গদ্যাংশ= [MCQ- ১×৪=৪, SAQ- ১×৩=৩, DS- ৫×১=৫, ভাব সম্প্রসারণ[১]– ৪]
পদ্যাংশ গঙ্গাস্তোত্রম্,
শ্রীমদ্ভগবদ্ গীতা – কর্মযোগঃ
পদ্যাংশ= [MCQ- ১×৪=৪, SAQ- ১×৩=৩, DS- ৫×১=৫, ভাব সম্প্রসারণ[১]– ৪ ]
নাটক বাসন্তিকস্বপ্নম্ (প্রথম অঙ্ক, নির্বাচিত অংশ)
নাটক= [MCQ- ১×৪=৪, SAQ- ১×৩=৩,  DS- ৫×১=৫]
সাহিত্যেতিহাস স্বপ্নবাসবদত্তম্,
মৃচ্ছকটিকম্,
অভিজ্ঞানশকুন্তলম্,
মুদ্রারাক্ষসম্,
মেঘদূতম্,
গীতগোবিন্দম্,
আর্যভট্ট,
বরাহমিহির,
চরক সংহিতা,
সুশ্রুত সংহিতা
সাহিত্যেতিহাস= [MCQ- ১×৩=৩, SAQ- ১×২=২, DS- ৫×১=৫]
ভাষা (Language)- ৩০ নাম্বার
কারক-বিভক্তি ১ ×৩= ৩
ব্যাসবাক্যসহ সমাসের নাম ২ ×২= ৪
শব্দযুগলের পার্থক্য ১ ×২= ২
এক কথায় প্রকাশ ১ ×৩= ৩
পরিনিষ্ঠিত রূপ নির্ণয় ১ ×৩= ৩
ভাষাতত্ত্ব ৫ ×১= ৫
সংস্কৃতে অনুবাদ ৫ ×১= ৫
অনুচ্ছেদ রচনা ৫ ×১= ৫
প্রকল্প (Project)- ২০ নাম্বার
(i) সংস্কৃত সাহিত্য সম্পর্কিত বিষয় (ii) সংস্কৃত মনীষায় বিজ্ঞান চেতনা
বিগত বছরের প্রশ্ন MCQ মক টেস্ট

[১]  ভাবসম্প্রসারণের দুটি প্রশ্ন থেকে- একটি গদ্য থেকে এবং একটি পদ্য থেকে। যেকোনো একটি ভাবসম্প্রসারণ করতে হয়।

বিগত বছরের উঃমাঃ সংস্কৃত প্রশ্নপত্র

Frequently Asked Questions (FAQs) about HS Sanskrit

২০২২ সালের উচ্চমাধ্যমিক সংস্কৃত পরীক্ষার পাঠ্যসূচি থেকে কোন কোন বিষয়টি বাদ গেছে?

উত্তরঃ সাহিত্য অংশ থেকে ‘আর্যাবর্তবর্ণনম্’ পদ্যাংশটি এবং ভাষা থেকে ‘অনুচ্ছেদ রচনা’ বিষয়টি বাদ গেছে।

২০২২ সালের উচ্চমাধ্যমিক সংস্কৃত পরীক্ষার নতুন নাম্বার বিভাজন কীরূপ হবে?

উত্তরঃ গদ্যাংশের নম্বর গদ্যাংশে ভাগ হয়ে যাবে এবং অনুচ্ছেদ রচনার ৫ নম্বর যুক্ত হবে কারকে (৩ নাম্বার) এবং শব্দের অর্থপার্থক্য প্রশ্নে (২ নাম্বার)। অর্থাৎ, কেবল ‘বনগতা গুহা’ গদ্যাংশ থেকেই এমসিকিউ, অতিসংক্ষিপ্ত প্রশ্ন, বড় প্রশ্ন এবং ভাব সম্প্রসারণ আসবে। কারক বিভক্তিতে ৩ নাম্বার (১×৩) থাকতো, তার পরিবর্তে এবছর ৬ নাম্বার (২×৩) থাকবে; শব্দ যুগলের অর্থ পার্থক্যতে ২ নাম্বার (১×২) দেওয়া হত, এবছর ৪ নাম্বার (২×২) দেওয়া হবে।

Higher Secondary Other Subject || উচ্চমাধ্যমিকের অন্যান্য বিষয়সমূহ

উচ্চমাধ্যমিক বাংলা HS English (ইংরেজি) উচ্চমাধ্যমিক সংস্কৃত উঃমাঃ পুষ্টিবিজ্ঞান

error: Content is protected !!