Category «রূপনারানের কূলে»

রূপনারানের কূলে

রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘শেষলেখা’ কাব্যের অন্তর্গত ‘রূপনারানের কূলে’ কবিতা থেকে প্রশ্নোত্তর।।

Rupnaraner Kule by Rabindranath Tagore

সে কখনও করে না বঞ্চনা

রূপনারানের কূলে বড় প্রশ্ন (মান-৫) প্রশ্ন: ‘সে কখনও করে না বঞ্চনা’- কে কখনও বঞ্চনা করে না? কবি কীভাবে সেই ভাবনায় উপনীত হয়েছেন? ১+৪ উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘রূপনারানের কূলে’ কবিতায় কবি বলেছেন যে, সত্য কখনো বঞ্চনা করে না। জীবনের শেষ প্রান্তে পৌঁছে কবি যে চেতনায় উদ্বুদ্ধ হয়েছিলেন, আলোচ্য কবিতায় সেই বিশেষ চেতনার প্রকাশ ঘটেছে। জীবনের …

মৃত্যুতে সকল দেনা…

রূপনারানের কূলে বড় প্রশ্ন (মান-৫) প্রশ্ন- “মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে”- ‘সকল দেনা’ বলতে কী বোঝানো হয়েছে? সে দেনা কীভাবে শোধ করতে চেয়েছিলেন কবি? [২+৩] উত্তর: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রূপনারানের কূলে’ কবিতায় কবির দার্শনিক ভাবনার প্রকাশ ঘটেছে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে পথচলা, সেই দীর্ঘ পথচলাকে কবি রূপকের আশ্রয়ে তুলে ধরেছেন। কবির মতে, …

‘..জেগে উঠিলাম’- তাৎপর্য

রূপনারানের কূলে বড় প্রশ্ন (মান-৫) প্রশ্ন-  “রূপনারানের কুলে/ জেগে উঠিলাম”- ‘রূপনারান’ বলতে কবি কী বুঝিয়েছেন? এই জেগে ওঠার তাৎপর্য নিজের ভাষায় লেখ। ১+৪ উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রূপনারানের কূলে’ কবিতাটি কবিজীবনের অন্তিম লগ্নে লিখিত দার্শনিক ভাবসমৃদ্ধ একটি কবিতা। রবীন্দ্রদর্শন অনুযায়ী, রূপ হল দৃশ্যমান এই জগৎ; অন্যভাবে বললে, জগতের ইন্দ্রিয়গ্রাহ্য সকল বস্তুই হল রূপ। এই কবিতায় কবি …

error: Content is protected !!