দ্বাদশ শ্রেণির পাঠ্য বাংলা ভাষাবিজ্ঞানের শেষতম আলোচনা হল শব্দার্থতত্ত্ব। বর্তমানে শব্দার্থতত্ত্ব বিষয়ে আলোচনার পরিধি এবং গুরুত্ব অনেকখানি বৃদ্ধি পেয়েছে। শব্দার্থতত্ত্ব বিষয়টি ভালোভাবে বোঝার জন্য নীচের ভিডিওটি দেখা যেতে পারে। এই ভিডিওটি দ্বাদশ শ্রেণির জন্যই বানানো হয়েছে। ভিডিওটি মনযোগ সহকারে দেখলে এই অধ্যায় থেকে যেকোনো শর্ট এবং এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়া যাবে এবং বড় প্রশ্নের উত্তর লিখতেও সুবিধে হবে।

শব্দার্থতত্ত্ব

শব্দার্থ কথার অর্থ হল শব্দের অর্থ। অর্থই হল শব্দের প্রাণ। শব্দার্থতত্ত্ব নাম থেকেই বোঝা যাচ্ছে এর মূল আলোচনা শব্দের অর্থ নিয়ে। শব্দের অর্থ নিয়ে আলোচনা করাই হল শব্দার্থতত্ত্বের কাজ। শব্দের অর্থ, অর্থের পরিবর্তন এবং অর্থ পরিবর্তনের ধারা সম্পর্কে আলোচনা করে শব্দার্থতত্ত্ব। শুনতে সহজ মনে হলেও শব্দার্থতত্ত্ব বিষয়টি বেশ জটিল একটি বিষয়। শব্দের অর্থ নিয়ে আলোচনারও আবার বেশ কয়েকটি তত্ত্ব রয়েছে। যেমন- উপাদানমূলক তত্ত্ব, সত্যসাপেক্ষ তত্ত্ব, বিষয়মূলক তত্ত্ব, প্রয়োগতত্ত্ব ইত্যাদি।

শব্দার্থ পরিবর্তনের কারণ

একটি শব্দের আদি অর্থ যা ছিল বর্তমানে তা নাও থাকতে পারে। আবার বাংলায় একটি শব্দের যা অর্থ হিন্দিতে সেই শব্দের অন্য অর্থ হতে পারে। প্রথমটির উদাহরন হিসেবে বলা যেতে পারে ‘দারুণ’ শব্দটি। ‘দারুণ’ কথার অর্থ হল ‘কাষ্ঠনির্মিত’ কিন্তু বর্তমানে এর অর্থ অনেক/ খুব প্রভৃতি। আবার বাংলাতে ‘অভিমান’ শব্দের অর্থ ‘স্নিগ্ধ কোমল রাগ’ আর হিন্দিতে এর অর্থ ‘অহঙ্কার’। এই যে শব্দার্থের পরিবর্তন- এর পেছনে অনেকগুলি কারণ বর্তমান। সেগুলি আলোচনা করা শব্দার্থতত্ত্বের কাজ।

শব্দার্থ পরিবর্তনের ধারা

একটি শব্দ আগে যা অর্থ বোঝাতো বর্তমানে তার থেকে কম বা নিম্নমানের কোনো অর্থ বোঝাতে পারে, বেশি বা উচ্চমানের অর্থ বোঝাতে পারে কিম্বা মূল অর্থ থেকে সম্পুর্ণ সরে আসতে পারে। প্রথমটিকে বলা হয় সংকোচন (যেমন- মৃগ শব্দের আদি অর্থ সমস্ত পশু আর বর্তমানে এর অর্থ হরিণ); দ্বিতীয়টিকে বলা হয় প্রসারন (যেমন- কালি শব্দের আদি অর্থ কালো রঙের তরল পদার্থ কিন্তু বর্তমানে যেকোনো রঙের তরলকে বলা হয় কালি); আর শব্দের অর্থ সম্পুর্ন পালটে গেলে তাকে বলা হয় রূপান্তর(যেমন- ‘সহজ’ শব্দের অর্থ ছিল সহজাত বা সঙ্গে জন্মেছে যা কিন্তু বর্তমানে সহজ কথার অর্থ সরল বা সোজা।)

বড় প্রশ্ন (মান-৫)

এমসিকিউ টেস্ট

শব্দার্থতত্ত্ব বিষয়টি ভালোভাবে পড়া হয়ে গেলে এই লিংক থেকে MCQ Mock Test দিতে পারো। এই মক টেস্টটি বিগত বছরগুলিতে যে ধরণের প্রশ্ন এসেছে তেমনি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে। তাহলে নিজেই নিজের পড়া যাচাই করে  নাও।

বাক্যতত্ত্ব বাংলা গানের ধারা

error: Content is protected !!