মাধ্যমিকের বাংলা

মাধ্যমিকের বাংলা

West Bengal Board of Secondary Education (WBBSE) Secondary (Madhyamik) Examination Syllabus, Marks distribution, Mock Test, Madhyamik Bengali Suggestion, Bengali Grammar tutorial and Previous Years Madhyamik Bengali Question and Answers.

মাধ্যমিক বাংলা সহায়িকা

বর্তমানে দশম শ্রেণির পাঠক্রমের উপরেই মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়। তবে, বিদ্যালয় জীবনের অন্যান্য পরীক্ষার সঙ্গে মাধ্যমিকের বিশেষ পার্থক্য রয়েছে। যেকোনো ছাত্রছাত্রীর জীবনে এই মাধ্যমিক পরীক্ষার বিশেষ গুরুত্ব থাকে কারণ এটাই তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার জন্য ছেলেমেয়েরা সারাবছর ধরে প্রস্তুতি নিয়ে থাকে এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সকলের মনেই থাকে একরাশ পরীক্ষাভীতি। আর এবছর তো করোনা পরিস্থিতির কারণে সারাবছর স্কুলে পড়াশোনা হয়নি। এই বিশেষ পরিস্থিতির কথা মাথায় রেখেই এই ব্লগে এই প্রথম মাধ্যমিকের বাংলা নিয়ে আলোচনা শুরু হল।

Madhyamik Bengali Questions, Answers, Suggestion, Mock Test
মাধ্যমিকের বাংলা

মাধ্যমিক বাংলা সিলেবাস

বি: দ্র:- ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষায় সিন্ধুতীরে, অস্ত্রের বিরুদ্ধে গান, অদল-বদল, নদীর বিদ্রোহ, বাংলা ভাষায় বিজ্ঞান এবং ব্যাকরণের বাক্য ও বাচ্য থেকে কোন প্রশ্ন আসবে না।

প্রকরণপাঠ একক
গল্প জ্ঞানচক্ষু
বহুরূপী
পথের দাবী
অদল বদল
নদীর বিদ্রোহ
কবিতাঅসুখী একজন
আয় আরো বেঁধে বেঁধে থাকি
আফ্রিকা
অভিষেক
প্রলয়োল্লাস
সিন্ধুতীরে
অস্ত্রের বিরুদ্ধে গান
প্রবন্ধহারিয়ে যাওয়া কালি কলম
বাংলা ভাষায় বিজ্ঞান
নাটক সিরাজদ্দৌলা
সহায়ক গ্রন্থকোনি
ব্যাকরণকারক-বিভক্তি
বাংলা সমাস
বাক্য ও বাক্য পরিবর্তন
বাচ্য ও বাচ্য পরিবর্তন
নির্মিতিসংলাপ রচনা
প্রতিবেদন রচনা
বঙ্গানুবাদ
প্রবন্ধ রচনা

বাংলা বিষয়ের নাম্বার বিভাজন

মাধ্যমিক পরীক্ষায় বাংলা বিষয়ের নাম্বার বিভাজন থাকে এইরকম-

পাঠ্য বিষয় বহু বিকল্পীয় প্রশ্ন (১)অতি সংক্ষিপ্ত প্রশ্ন (১)সংক্ষিপ্ত (৩)রচনাধর্মী (৫)
গল্প (মোট- ১৫)১টি= ৩ নাম্বার১টি= ৫ নাম্বার
কবিতা (মোট- ১৫)১টি= ৩ নাম্বার১টি= ৫ নাম্বার
প্রবন্ধ (মোট- ১১)-১টি= ৫ নাম্বার
নাটক (মোট- ৪)---১টি= ৪ নাম্বার
কোনি (মোট- ১০)---২টি= ১০ নাম্বার
ব্যাকরণ (মোট- ১৬)--
নির্মিতি (মোট- ১৯)বঙ্গানুবাদ (মান-৪)সংলাপ অথবা প্রতিবেদন (৫) প্রবন্ধ (১০)

প্রথম পর্যায় ক্রমিক মূল্যায়নের ১০ সেট প্রশ্ন|| 10 sets Model Question for 1st CCE

দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দশ সেট নমুনা প্রশ্ন দেওয়া হল।

বিগত বছরের মাধ্যমিক বাংলা প্রশ্ন

যেকোনো পরীক্ষা দেওয়ার আগে সেই পরীক্ষার প্রশ্নের ধরণ সম্পর্কে ধারণা থাকাটা জরুরি। এইজন্য বিগত বছরের মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র দেওয়া হল। বর্তমানে দশম শ্রেণির যে পাঠক্রমের ভিত্তিতে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয় সেই নতুন পাঠক্রমটি চালু হয়েছিল ২০১৬ সালে এবং এই নতুন পাঠক্রমের ভিত্তিতে প্রথম মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ২০১৭ সালে। যাইহোক, ছাত্রছাত্রীদের সুবিধের জন্য শর্ট, এমসিকিউ এবং বঙ্গানুবাদের উত্তর করে দেওয়া হয়েছে।

মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্ন

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩

এবছর সম্পূর্ণ সিলেবাসের উপর ভিত্তি করে মাধ্যমিক পরীক্ষা হবে। এখন সাজেশন দেওয়া হলো না, টেস্ট পরীক্ষার পরেই মাধ্যমিক বাংলা সাজেশন দেওয়া হবে।

বাংলা এমসিকিউ মক টেস্ট|| Bangla MCQ Mock Test

বাংলাতে বেশি নাম্বার পেতে হলে শর্ট এবং এমসিকিউ প্রশ্নের উপর সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। এবছরের মাধ্যমিক পরিক্ষার্থীদের জন্য অনলাইন বাংলা মক টেস্টের ব্যবস্থা করা হল। শীঘ্রই আরো নতুন টেস্ট যোগ করা হবে।

অভিযোগ-অনুরোধ-পরামর্শ|| Contact Me

মাধ্যমিকের বাংলা বিষয়ে কোনো অভিযোগ, অনুরোধ বা পরামর্শ থাকলে নীচের যোগাযোগ ফর্মের মাধ্যমে সরাসরি আমাকে জানাও।

error: Content is protected !!