প্রবন্ধ- বাংলা ভাষায় বিজ্ঞান

বাংলা ভাষায় বিজ্ঞানঃ একনজরে ‘বাংলা ভাষায় বিজ্ঞান’ প্রবন্ধটি স্বনামধন্য লেখক রাজশেখর বসুর ‘বিচিন্তা’ গ্রন্থ থেকে গৃহিত হয়েছে। আলোচ্য পোস্টে ‘বাংলা ভাষায় বিজ্ঞান’ প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হবে।

Bangla Bhasay Bijnan

Bangla Bhasay Bigyan is a bengali essay written by Rajshekhar Basu. It is included in the syllabus of West Bengal Board of Secondary Education (WBBSE) Class Ten Bengali (first language). For short and long question from this essay, read this post carefully.

বাংলা ভাষায় বিজ্ঞান
রাজশেখর বসুর বাংলা ভাষায় বিজ্ঞান

বাংলা ভাষায় বিজ্ঞান

পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের দশম শ্রেণির বাংলা পাঠ্যসূচি অনুযায়ী মোট দুটি প্রবন্ধ থেকে তিনটি ১ নম্বরের বহু বিকল্পীয় প্রশ্ন, তিনটি ১ নম্বরের অতিসংক্ষিপ্ত প্রশ্ন এবং একটি ৫ নম্বরের রচনাধর্মী প্রশ্নের উত্তর করতে হয়। এখানে ‘বাংলা ভাষায় বিজ্ঞান’ প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।

বাংলা ভাষায় বিজ্ঞানঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. রাজশেখর বসুর ছদ্মনাম কী?

উত্তর– রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম।

২. কলিকাতা বিশ্ববিদ্যালয় কত সালে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল?

উত্তর– কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল ১৯৩৬ সালে।

৩. ‘তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে’- কখন?

উত্তর– লেখকের মতে, কালক্রমে আমাদের দেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটলে বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে।

৪. ‘এই দোষ থেকে মুক্ত না হলে…’- কোন দোষের কথা বলা হয়েছে?

উত্তর– ভাষার আড়ষ্টতা এবং ইংরেজির আক্ষরিক অনুবাদের প্রবণতা।

৫. প্রথমশ্রেণির পাঠকরা যে গুটিকতক ইংরেজি পারিভাষিক শব্দ শিখেছে তাদের নাম উল্লেখ করাে।

উত্তর– পারিভাষিক শব্দগুলি হল টাইফয়েড, আয়োডিন, মোটর, ক্রোটন, জেব্রা।

৬. লেখক ছেলেবেলায় ব্রহ্মমােহন মল্লিকের বাংলা জ্যামিতি বইয়ে কী পড়েছিলেন?

উত্তর– লেখক পড়েছিলেন, “এক নির্দিষ্ট সীমাবিশিষ্ট সরলরেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করিতে হইবে।”

৭. ‘তাঁদের চেষ্টা অধিকতর সফল হয়েছে।’ – কাদের চেষ্টা সফল হয়েছে।

উত্তর– ১৯৩৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন, এখানে সেই সমিতির কথা বলা হয়েছে।

৮. ‘যতদিন উপযুক্ত ও প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয়’- ততদিন কী হবে?

উত্তর– ততদিন ইংরেজি শব্দ বাংলা বানানে চালানো ভালো বলে লেখক মন্তব্য করেছেন।

৯. ‘তাঁদের লেখা জনপ্রিয় হবে না।’ – কাদের লেখা জনপ্রিয় হবে না?

উত্তর– যারা জনসাধারণের জন্য বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক রচনা লেখেন, এখানে তাদের কথা বলা হয়েছে।

১০. ‘সুগ্রাহী কাগজ লিখলে ভালাে হয়।’- কীসের অনুবাদ সুগ্রাহী কাগজ?

উত্তর– Sensitized Paper-এর অনুবাদ হল সুগ্রাহী কাগজ।

১১. ‘এতে রচনা উৎকট হয়’ – কীসে রচনা উকট হয়?

উত্তর– কোনো লেখক যদি তার বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং তারপর সেটির যথাযথ বাংলা অনুবাদ করে প্রকাশ করার চেষ্টা করেন, সেই রচনা উৎকট হয়।

১২. লেখক কী করাকে ‘মাছিমারা নকল’ বলেছেন?

উত্তর– ‘When sulphur burns in air the nitrogen does not take part in the reaction’- এই ইংরেজি বাক্যের বাংলা অনুবাদ যদি এরূপ করা হয়- ‘ যখন গন্ধক হাওয়ায় পোড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না’, তবে তা হবে মাছিমারা নকল।

১৩. ‘এই ধারণা পুরােপুরি ঠিক নয়।’ – কোন্ ধারণার কথা বলা হয়েছে?

উত্তর– অনেকে মনে করেন যে, পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। লেখকের মতে, এই ধারণা পুরোপুরি ঠিক নয়।

১৪ “কালিদাসের এই উক্তি কাব্যেরই উপযুক্ত” উক্তিটি কী?

উত্তর– উক্তিটি হল, ‘হিমালয় যেন পৃথিবীর মানদন্ড’।

১৫. ‘এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর।’ – কীরকম লেখা?

উত্তর– অখ্যাত লেখকের ভ্রান্তিপূর্ণ রচনা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। উদাহরণ হিসেবে লেখক কোনো এক পত্রিকায় প্রকাশিত একটি রচনার উল্লেখ করেছেন যাতে বলা হয়েছে যে অক্সিজেন ও হাইড্রোজেন স্বাস্থ্যকর নয় বরং ওজন গ্যাস স্বাস্থ্যকর।

১৬. পরিভাষার উদ্দেশ্য কী?

উত্তর– পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষিপ্ত এবং অর্থ সুনির্দিষ্ট করা।

১৭. লেখক International শব্দের বাংলা প্রতিশব্দ হিসেবে কোন শব্দ ব্যবহার করেছেন?

উত্তর– লেখক International শব্দের বাংলা প্রতিশব্দ হিসেবে ‘সার্বজাতিক’ শব্দটি ব্যবহার করেছেন।

১৮. ‘হিমালয় যেন পৃথিবীর মানদন্ড’- উক্তিটি কোন কবির?

উত্তর– মহাকবি কালিদাসের উক্তি।

১৯. আলংকারিকগণ শব্দের যে ত্রিবিধ কথা বলেছেন সেগুলি কী কী?

উত্তর– অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা।

২০. লেখকের মতে ‘Blue print’-এর যথার্থ বাংলা প্রতিশব্দ কী হওয়া উচিত?

উত্তর– লেখকের মতে ‘Blue print’-এর যথার্থ বাংলা প্রতিশব্দ হওয়া উচিত নকশা।

বাংলা ভাষায় বিজ্ঞানঃ রচনাধর্মী প্রশ্ন

প্রশ্ন- “বাংলা ভাষায় বিজ্ঞানচর্চায় এখনও নানা রকম বাধা আছে।”– এই বাধা দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছেন তা আলােচনা করাে। ৫ [মাধ্যমিক ২০১৭]

প্রশ্ন- ‘বাংলা ভাষায় বিজ্ঞান’ শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলােচনা করাে। ৫ [মাধ্যমিক ২০১৮]

প্রশ্ন- “পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য।” লেখকের এমন মন্তব্যের কারণ কী? ৫ [মাধ্যমিক ২০১৯]

প্রশ্ন- “বাংলা ভাষায় বিজ্ঞানচর্চায় এখনও নানারকম বাধা আছে।”- লেখক কোন্ ধরনের বাধার কথা বলেছেন ? ৫ [মাধ্যমিক ২০২০]

বাংলা গল্প-প্রবন্ধ

বাংলা কবিতা-নাটক

error: Content is protected !!