বহুরূপী- MCQ টেস্ট

বহুরূপী

লেখকঃ সুবোধ ঘোষ

দশম শ্রেণীর পাঠ্য ‘বহুরূপী’ গল্প থেকে কুড়িটি গুরুত্বপূর্ণ এমসিকিউ। টেস্ট দেওয়ার আগে গল্পটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়া দরকার কারণ যেকোনো লাইন থেকে প্রশ্ন আসতে পারে। নীচের ভিডিওটিতে ‘বহুরূপী’ গল্পটি খুব সহজ ভাষায় আলোচনা করা হয়েছে এবং যেসব লাইন থেকে শর্ট-এমসিকিউ আসতে পারে সেগুলি হাইলাইট করা হয়েছে। ভিডিওটি দেখলে বহুরূপী গল্প থেকে যেকোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে। এই গল্প থেকে অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্নোত্তরের জন্য এখানে ক্লিক করো

বহুরূপী- এমসিকিউ টেস্ট

1.

“সে ভয়ানক দুর্লভ জিনিস”- কোন জিনিসের কথা বলা হয়েছে?

 
 
 
 

2.

জগদীশবাবু বিরাগীকে কত টাকা দিতে চেয়েছিলেন?

 
 
 
 

3.

জগদীশবাবুর বাড়িতে আগত বিরাগী কোন রঙের পোশাক পরেছিল?

 
 
 
 

4.

“এবারের মতো মাপ করে দিন”- কাদেরকে মাপ করার কথা বলা হয়েছে?

 
 
 
 

5.

বিরাগীর ঝোলাতে কোন বইটি ছিল?

 
 
 
 

6.

বাইজিবেশী হরিদার হাতে কোন জিনিসটি ছিল?

 
 
 
 

7. ‘বহুরূপী’ গল্পটি লিখেছেন

 
 
 
 

8.

জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর সারা বছরের খাদ্য কী ছিল?

 
 
 
 

9.

সপ্তাহে ক’দিন হরিদা বহুরূপী সেজে পথে বের হন?

 
 
 
 

10.

“বহুরূপী’ গল্পে কোন বাংলা প্রবাদটি রয়েছে?

 
 
 
 

11.

সন্ন্যাসীকে জগদীশবাবু কত টাকা প্রণামী দিয়েছিলেন?

 
 
 
 

12.

বাইজি সেজে হরিদার কত রোজগার হয়েছিল?

 
 
 
 

13.

একদিন দুপুরবেলা কোন সাজে হরিদা বাসস্ট্যান্ডে গিয়েছিলেন?

 
 
 
 

14.

জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসী কোথায় থাকতেন?

 
 
 
 

15.

সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে কতদিন ছিলেন?

 
 
 
 

16.

হরিদা কোথায় পুলিশ সেজে দাঁড়িয়েছিলেন?

 
 
 
 

17. সন্ন্যাসীর বয়স কত ছিল?

 
 
 
 

18.

গল্পকথক এবং তার বন্ধুরা কী উদ্দেশ্যে সেদিন সন্ধ্যেবেলা জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন?

 
 
 
 

19.

স্কুলের মাস্টারমশায়ের কাছে হরিদা কত ঘুষ নিয়েছিলেন?

 
 
 
 

20.

“খুব হয়েছে হরি, এই বার সরে পড়ো”- কে বলেছিল?

 
 
 
 


error: Content is protected !!