MCQ বাংলা উপন্যাসের ইতিহাস (২)

বাংলা সাহিত্যের ইতিহাস

বাংলা উপন্যাস

(স্কুলসার্ভিস, নেট, সেট এবং পাস-অনার্স ছাত্রছাত্রীদের জন্য)

সঠিক বিকল্পটি নির্বাচন করুন

বাংলা সাহিত্যের ইতিহাস mcq প্রশ্ন উত্তর
বাংলা সাহিত্যের ইতিহাস

৩১) নীচের কোনটি রমেশচন্দ্র দত্তের উপন্যাস নয়?

ক। বঙ্গবিজেতা
খ। রাজপুত জীবনসন্ধ্যা
গ। মহারাষ্ট্র জীবনপ্রভাত
ঘ। বঙ্গাধিপ পরাজয়

উত্তর- ঘ। বঙ্গাধিপ পরাজয়। (এটি প্রতাপচন্দ্র ঘোষের ঐতিহাসিক উপন্যাস।)

৩২) বঙ্কিমচন্দ্র রচিত শেষতম ইতিহাস-আশ্রিত উপন্যাস কোনটি?

ক। রাজসিংহ
খ। কপালকুণ্ডলা
গ। মৃণালিনী
ঘ। চন্দ্রশেখর

উত্তর- ক। রাজসিংহ।

৩৩) ‘বিষাদসিন্ধু’ উপন্যাসটি কার লেখা?

ক। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
খ। তারকনাথ গঙ্গোপাধ্যায়
গ। মীর মশাররফ হোসেন
ঘ। দামোদর মুখোপাধ্যায়

উত্তর- গ। মীর মশাররফ হোসেন।

৩৪) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি?

ক। পাপের পরিনাম
খ। ময়না কোথায়
গ। ফোকলা দিগম্বর
ঘ। কঙ্কাবতী

উত্তর- ঘ। কঙ্কাবতী। (প্রকাশ ১৮৯২)

৩৫) ‘বেণের মেয়ে’ উপন্যাসটি কার লেখা?

ক। শিবনাথ শাস্ত্রী
খ। হরপ্রসাদ শাস্ত্রী
গ। চণ্ডীচরণ সেন
ঘ। যোগেন্দ্র চন্দ্র বসু

উত্তর- খ। হরপ্রসাদ শাস্ত্রী।

৩৬) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ কত সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল?

ক। ১৯২৪
খ। ১৯২৫
গ। ১৯২৬
ঘ। ১৯২৭

উত্তর- গ। ১৯২৬ খ্রি:।

৩৭) ‘ছদ্মবেশী’ উপন্যাসটি কার রচনা?

ক। নরেশচন্দ্র সেনগুপ্ত
খ। উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়
গ। চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ। নিরুপমা দেবী

উত্তর- খ। উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। (ইনি ‘বিচিত্রা’ পত্রিকার সম্পাদক ছিলেন।)

৩৮) মেডিকেল কলেজের অধ্যাপক বনবিহারী মুখোপাধ্যায়েরর জীবন অবলম্বনে বনফুলের বিখ্যাত উপন্যাসটি হল

ক। ভুবনসোম
খ। মহারানী
গ। অগ্নীশ্বর
ঘ। জলতরঙ্গ

উত্তর- গ। অগ্নীশ্বর। (প্রকাশ ১৯৫৭)

৩৯) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি?

ক। আদর্শ হিন্দু হোটেল
খ। বিপিনের সংসার
গ। অপরাজিত
ঘ। পথের পাঁচালী

উত্তর- ঘ। পথের পাঁচালী। (প্রকাশ ১৯২৯)

৪০) ‘মরুতীর্থ হিংলাজ’ (১৯৫৪) উপন্যাসটি কার রচনা?

ক। কালিকানন্দ অবধূত
খ। অন্নদাশঙ্কর রায়
গ। অমিয়ভূষণ মজুমদার
ঘ। আশাপূর্ণা দেবী

উত্তর- ক। কালিকানন্দ অবধূত।

৪১) কোন উপন্যাসের জন্য বনফুল রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন?

ক। ভুবন সোম
খ। হাটে বাজারে
গ। নিরঞ্জনা
ঘ। সে ও আমি

উত্তর- খ। হাটে বাজারে।

৪২) ‘মাল্যবান’, ‘সুতীর্থ’, ‘কারু-বাসনা’- এই উপন্যাসগুলি কোন কবির রচনা?

ক। কাজী নজরুল ইসলাম
খ। শঙ্খ ঘোষ
গ। সুধীন্দ্রনাথ দত্ত
ঘ। জীবনানন্দ দাশ

উত্তর- ঘ। জীবনানন্দ দাশ।

৪৩) ‘অন্তর্জলী যাত্রা’ উপন্যাসটি কার লেখা?

ক। শিবরাম চক্রবর্তী
খ। কমলকুমার মজুমদার
গ। সৈয়দ মুজতবা আলী
ঘ। সমরেশ মজুমদার

উত্তর- খ। কমলকুমার মজুমদার।

৪৪) আত্মজীবনীমূলক উপন্যাস ‘ন হন্যতে’ কার লেখা?

ক। কামিনী রায়
খ। বাণী বসু
গ। বিমল মিত্র
ঘ। মৈত্রেয়ী দেবী

উত্তর- ঘ। মৈত্রেয়ী দেবী।

৪৫) ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটি কার রচনা?

ক। অচ্যুত গোস্বামী
খ। অদ্বৈত মল্লবর্মন
গ। মাণিক বন্দ্যোপাধ্যায়
ঘ। আশাপূর্ণা দেবী

উত্তর- খ। অদ্বৈত মল্লবর্মন।

৪৬) নীচের কোনটি প্রেমেন্দ্র মিত্রের উপন্যাস?

ক। পাঁক
খ। বেনামী বন্দর
গ। পুতুল ও প্রতিমা
ঘ। পঞ্চশর

উত্তর- ক। পাঁক। (বাকিগুলি প্রেমেন্দ্র মিত্রের গল্পগ্রন্থ।)

৪৭) বনফুলের প্রথম উপন্যাস কোনটি?

ক। বৈতরণী তীরে
খ। কিছুক্ষণ
গ। তৃণখন্ড
ঘ। হরিশ্চন্দ্র

উত্তর- গ। তৃণখন্ড। (প্রকাশ- ১৯৩৫। বনফুল হল বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম।)

৪৮) প্রমথনাথ বিশীর ত্রয়ী উপন্যাসের মধ্যে কোনটি নেই?

ক। পদ্মা
খ। জোড়াদিঘির চৌধুরী পরিবার
গ। কোপবতী
ঘ। চিত্রচোর

উত্তর- ঘ। চিত্রচোর। ( প্রথম তিনটিকে প্রমথনাথ বিশীর ত্রয়ী উপন্যাস বলা হয়, শেষেরটি হল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনা।)

৪৯) গ্রন্থাকারে প্রকাশিত মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি?

ক। জননী
খ। চতুষ্কোণ
গ। অহিংসা
ঘ। সহরতলী

উত্তর- ক। জননী। (প্রকাশ ১৯৩৫)

৫০) ‘গণদেবতা’ (১৯৪২) উপন্যাসটি কার রচনা?

ক। মহাশ্বেতা দেবী
খ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ। সত্যজিৎ রায়
ঘ। বিভূতিভূষণ বন্দোপাধ্যায়

উত্তর- খ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

৫১) কোন উপন্যাসের জন্য রমাপদ চৌধুরী সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন?

ক। এখনই
খ। খারিজ
গ। বাড়ি বদলে যায়
ঘ। অভিমন্যু

উত্তর- গ। বাড়ি বদলে যায়। (প্রকাশ ১৯৮৮)

৫২) ‘ধুলোমাটি’ উপন্যাসটি কোন সাহিত্যিকের রচনা?

ক। সন্তোষকুমার ঘোষ
খ। আশাপূর্ণা দেবী
গ। ননী ভৌমিক
ঘ। অসীম রায়

উত্তর- গ। ননী ভৌমিক।

৫৩) কোন উপন্যাসের জন্য মহাশ্বেতা দেবী সাহিত্য একাডেমী পুরস্কার পেয়েছিলেন?

ক। অরণ্যের অধিকার
খ। মধুরে মধুর
গ। নটী
ঘ। হাজার চুরাশির মা

উত্তর- ক। অরণ্যের অধিকার। (প্রকাশ ১৯৭৯)

৫৪) ‘প্রথম প্রতিশ্রুতি’ উপন্যাসটি কার রচনা?

ক। আশাপূর্ণা দেবী
খ। প্রফুল্ল রায়
গ। ননী ভৌমিক
ঘ। রমাপদ চৌধুরী

উত্তর- ক। আশাপূর্ণা দেবী।

৫৫) ‘চিত্রগুপ্তের ফাইল’ (১৯৪৯) উপন্যাসটি কোন সাহিত্যিকের রচনা?

ক। মনোজ বসু
খ। রমেশচন্দ্র সেন
গ। সতীনাথ ভাদুড়ী
ঘ। নারায়ণ গঙ্গোপাধ্যায়

উত্তর- গ। সতীনাথ ভাদুড়ী।

৫৬) সুবোধ ঘোষের প্রথম পূর্ণাঙ্গ উপন্যাস কোনটি?

ক। তিলাঞ্জলি
খ। গঙ্গোত্রী
গ। শতকিয়া
ঘ। রূপসাগর

উত্তর- ক। তিলাঞ্জলি। (প্রকাশ ১৯৪৪)।

৫৭) ‘মীরার দুপুর’ (১৯৫৩) উপন্যাসটি কার লেখা?

ক। রবীন্দ্রনাথ ঠাকুর
খ। মতি নন্দী
গ। বিমল কর
ঘ। জ্যোতিরিন্দ্র নন্দী

উত্তর- ঘ। জ্যোতিরিন্দ্র নন্দী।

৫৮) ‘কিনু গোয়ালার গলি’ (১৯৫০) কার লেখা?

ক। ননী ভৌমিক
খ। অসীম রায়
গ। সন্তোষকুমার ঘোষ
ঘ। প্রফুল্ল রায়

উত্তর- গ। সন্তোষকুমার ঘোষ।

৫৯) বিষ্ণুপুরের ইতিহাস নিয়ে রচিত উপন্যাস ‘লালবাঈ’ (১৯৫৬) কার লেখা?

ক। সুনীল গঙ্গোপাধ্যায়
খ। মহাশ্বেতা দেবী
গ। প্রেমেন্দ্র মিত্র
ঘ। রমাপদ চৌধুরী

উত্তর- ঘ। রমাপদ চৌধুরী। (এটি দ্বারা সর্বাধিক জনপ্রিয় উপন্যাস।)

৬০) ‘বিবর'(১৯৬৭) কার লেখা?

ক। সমরেশ বসু
খ। সমরেশ মজুমদার
গ। নরেন্দ্রনাথ মিত্র
ঘ। বিমল কর

উত্তর- ক। সমরেশ বসু।

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

error: Content is protected !!