MCQ বাংলা গদ্যের ইতিহাস (১)

বাংলা সাহিত্যের ইতিহাস

বাংলা গদ্য সাহিত্য

(স্কুলসার্ভিস, নেট, সেট এবং পাস-অনার্স ছাত্রছাত্রীদের জন্য)

বাংলা সাহিত্যের ইতিহাস mcq প্রশ্ন উত্তর
বাংলা সাহিত্যের ইতিহাস

সঠিক বিকল্পটি নির্বাচন করুন

১) ‘আলালের ঘরে দুলাল’ কার লেখা?

ক। কালীপ্রসন্ন সিংহ
খ। প্যারিচাঁদ মিত্র
গ। রামরাম বসু
ঘ। অক্ষয় কুমার বড়াল

উত্তর- খ। প্যারিচাঁদ মিত্র

২) ‘প্রতাপাদিত্য চরিত্র’ কার লেখা?

ক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ। দেবেন্দ্রনাথ ঠাকুর
গ। রামরাম বসু
ঘ। রাজীব লোচন মুখোপাধ্যায়

উত্তর- গ। রামরাম বসু

৩) ‘হুতোম প্যাঁচার নকশা’ কে লিখেছিলেন?

ক। ভূদেব মুখোপাধ্যায়
খ। প্যারিচাঁদ মিত্র
গ। রামরাম বসু
ঘ। কালীপ্রসন্ন সিংহ

উত্তর- ঘ। কালীপ্রসন্ন সিংহ

৪) টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম?

ক। ঈশ্বর গুপ্ত
খ। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
গ। প্যারিচাঁদ মিত্র
ঘ। কালীপ্রসন্ন সিংহ

উত্তর- গ। প্যারিচাঁদ মিত্র।

৫) ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়

ক। ১৮০০ সালে
খ। ১৮০১ সালে
গ। ১৮০২ সালে
ঘ। ১৮০৩ সালে

উত্তর- ক। ১৮০০ সালে।

৬) সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

ক। ১৮২০ সালে
খ। ১৮২২ সালে
গ। ১৮২৪ সালে
ঘ। ১৮২৬ সালে

উত্তর- গ। ১৮২৪ সালে।

৭) কোন খ্রিষ্টান মিশনারী ‘কথোপকথন’ গ্রন্থটি রচনা করেছিলেন?

ক। উইলিয়াম ওয়ার্ড
খ। জোশুয়া মার্শম্যান
গ। উইলিয়াম কেরি
ঘ। ফেলিক্স কেরি

উত্তর- গ। উইলিয়াম কেরি।

৮) ‘বত্রিশ সিংহাসন’ (১৮০২) কে লিখেছিলেন?

ক। রামরাম বসু
খ। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
গ। উইলিয়াম কেরি
ঘ। গোলকনাথ শর্মা

উত্তর- খ। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।

৯) ফোর্ট উইলিয়াম কলেজের কোন পন্ডিত ‘তোতা ইতিহাস’ রচনা করেছিলেন?

ক। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
খ। গোলকনাথ শর্মা
গ। চণ্ডীচরণ মুনশী
ঘ। রাজীবলোচন মুখোপাধ্যায়

উত্তর- গ। চণ্ডীচরণ মুনশী।

১০) ফোর্ট উইলিয়াম কলেজ কর্তৃক প্রকাশিত কোন গ্রন্থে বাঙালির ইতিহাস রচনার সূত্রপাত ঘটেছিল?

ক। হিতোপদেশ
খ। প্রবোধচন্দ্রিকা
গ। বেদান্তচন্দ্রিকা
ঘ। রাজা প্রতাপাদিত্য চরিত্র

উত্তর- ঘ। রাজা প্রতাপাদিত্য চরিত্র। (রামরাম বসুর লেখা এই গ্রন্থটি বাংলা ভাষার প্রথম গদ্য গ্রন্থ হিসেবে স্বীকৃত।)

১১) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব’ গ্রন্থটি কবে প্রকাশিত হয়েছিল?

ক। ১৮৪৯ সালে
খ। ১৮৫১ সালে
গ। ১৮৫৩ সালে
ঘ। ১৮৫৫ সালে

উত্তর- গ। ১৮৫৩ সালে।

১২) ‘ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ’ গ্রন্থটি কোথা থেকে মুদ্রিত হয়েছিল?

ক। কলকাতা
খ। ঢাকা
গ। মুম্বাই
ঘ। লিসবন

উত্তর- ঘ। লিসবন। গ্রন্থটি লিখেছিলেন রোমান ক্যাথলিক ধর্মযাজক দোম আন্তোনিও।

১৩) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের ‘বেদান্ত চন্দ্রিকা’-র উত্তরে রামমোহন রায় কোন গ্রন্থ লিখেছিলেন?

ক। ভট্টাচার্যের সহিত বিচার
খ। গোস্বামীর সহিত বিচার
গ। কবিতা কারের সহিত বিচার
ঘ। চারি প্রশ্নের উত্তর

উত্তর- ক। ভট্টাচার্যের সহিত বিচার।

১৪) ব্রাহ্মধর্ম বিষয়ক গ্রন্থ ‘আত্মতত্ত্ববিদ্যা’ কার রচনা?

ক। রাজা রামমোহন রায়
খ। অক্ষয় কুমার দত্ত
গ। দেবেন্দ্রনাথ ঠাকুর
ঘ। ভূদেব মুখোপাধ্যায়

উত্তর- গ। দেবেন্দ্রনাথ ঠাকুর।

১৫) ‘ডেভিড হেয়ারের জীবনচরিত’ (১৮৭৮) কার লেখা?

ক। প্যারীচাঁদ মিত্র
খ। অক্ষয় কুমার দত্ত
গ। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
ঘ। ভূদেব মুখোপাধ্যায়

উত্তর- ক। প্যারীচাঁদ মিত্র।

১৬) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কৃষ্ণচরিত্র’ (১ম ভাগ) গ্রন্থটি কবে প্রকাশিত হয়েছিল?

ক। ১৮৭৪ সালে
খ। ১৮৭৫ সালে
গ। ১৮৮৫ সালে
ঘ। ১৮৮৬ সালে

উত্তর- ঘ। ১৮৮৬ সালে।

১৭) বঙ্কিমচন্দ্রের কোন প্রবন্ধ গ্রন্থে ‘দি কনফেশন অফ অ্যান ইংলিশ অপিয়াম ইটার’ গ্রন্থের প্রভাব রয়েছে?

ক। লোকরহস্য
খ। বিজ্ঞান-রহস্য
গ। কমলাকান্তের দপ্তর
ঘ। বিবিধ প্রবন্ধ

উত্তর- গ। কমলাকান্তের দপ্তর।

১৮) ‘কমলাকান্ত দপ্তর’ গ্রন্থটি প্রথম কবে প্রকাশিত হয়েছিল?

ক। ১৮৭৪ সালে
খ। ১৮৭৫ সালে
গ। ১৮৭৬ সালে
ঘ। ১৮৭৭ সালে

উত্তর- খ। ১৮৭৫ সালে। (কমলাকান্তের দপ্তর পরিমার্জিত ও পরিবর্ধিত আকারে প্রকাশিত হয়েছিল ১৮৮৫ খ্রিস্টাব্দে।)

১৯) ‘বাঙ্গালা ভাষা ও বাঙ্গালা সাহিত্য বিষয়ক প্রস্তাব’ কে রচনা করেছিলেন?

ক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ। রামগতি ন্যায়রত্ন
ঘ। চন্দ্রনাথ বসু

উত্তর- গ। রামগতি ন্যায়রত্ন। (বঙ্কিম-সমকালীন এই প্রাবন্ধিক বাংলা সাহিত্যের পূর্ণাঙ্গ ইতিহাস রচনায় মনোনিবেশ করেছিলেন।)

২০) ‘রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ’ গ্রন্থটি কার লেখা?

ক। প্যারীচাঁদ মিত্র
খ। শিবনাথ শাস্ত্রী
গ। চন্দ্রনাথ বসু
ঘ। কালীপ্রসন্ন সিংহ

উত্তর- খ। শিবনাথ শাস্ত্রী।

২১) ‘ভারতমহিলা’ প্রবন্ধগ্রন্থটি কার লেখা?

ক। শিবনাথ শাস্ত্রী
খ। হরপ্রসাদ শাস্ত্রী
গ। চন্দ্রনাথ বসু
ঘ। কালীপ্রসন্ন সিংহ

উত্তর- খ। হরপ্রসাদ শাস্ত্রী।

২২) নীচের কোন প্রবন্ধগ্রন্থটি স্বামী বিবেকানন্দের লেখা নয়?

ক। পঞ্চভূত
খ। পরিব্রাজক
গ। প্রাচ্য ও পাশ্চাত্য
ঘ। বর্তমান ভারত

উত্তর- ক। পঞ্চভূত। (এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।)

২৩) ‘বঙ্গলক্ষ্মীর ব্রতকথা’ গ্রন্থটি কার রচনা?

ক। স্বামী বিবেকানন্দ
খ। রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
গ। রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ। আচার্য জগদীশচন্দ্র বসু

উত্তর- খ। রামেন্দ্রসুন্দর ত্রিবেদী।

২৪) ‘চিত্র ও কাব্য’ প্রবন্ধগ্রন্থটি কার লেখা?

ক। অবনীন্দ্রনাথ ঠাকুর
খ। রবীন্দ্রনাথ ঠাকুর
গ। বলেন্দ্রনাথ ঠাকুর
ঘ। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

উত্তর- গ। বলেন্দ্রনাথ ঠাকুর।

২৫) বাংলা সাহিত্যের কোন প্রাবন্ধিক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?

ক। রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
খ। দীনেশচন্দ্র সেন
গ। বলেন্দ্রনাথ ঠাকুর
ঘ। প্রমথ চৌধুরী

উত্তর- ঘ। প্রমথ চৌধুরী।

২৬) ‘তেল-নুন-লকড়ি’ (১৯০৬) কার রচনা?

ক। প্রমথ চৌধুরী
খ। সুকুমার সেন
গ। রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ। স্বামী বিবেকানন্দ

উত্তর- ক। প্রমথ চৌধুরী।

২৭) নীচের কোনটি প্রমথ চৌধুরীর লেখা নয়?

ক। বীরবলের হালখাতা
খ। নানা কথা
গ। রায়তের কথা
ঘ। জিজ্ঞাসা

উত্তর- ঘ। জিজ্ঞাসা। (‘জিজ্ঞাসা’ রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর লেখা প্রবন্ধ সংকলন।)

২৮) ‘জোড়াসাঁকোর ধারে’ গ্রন্থটি কার লেখা?

ক। অবনীন্দ্রনাথ ঠাকুর
খ। রবীন্দ্রনাথ ঠাকুর
গ। বলেন্দ্রনাথ ঠাকুর
ঘ। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

উত্তর- ক। অবনীন্দ্রনাথ ঠাকুর।

২৯) বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ সংকলন ‘বিজ্ঞানের সংকট’ কার লেখা?

ক। মেঘনাদ সাহা
খ। সত্যেন্দ্রনাথ বসু
গ। প্রফুল্ল চন্দ্র রায়
ঘ। জগদীশ চন্দ্র বসু

উত্তর- খ। সত্যেন্দ্রনাথ বসু।

৩০) ‘অব্যক্ত’ প্রবন্ধ সংকলনটি কার রচনা?

ক। মেঘনাদ সাহা
খ। সত্যেন্দ্রনাথ বসু
গ। প্রফুল্লচন্দ্র রায়
ঘ। জগদীশচন্দ্র বসু

উত্তর- ঘ। জগদীশ চন্দ্র বসু।

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

error: Content is protected !!