MCQ বাংলা গদ্যের ইতিহাস (২)

বাংলা সাহিত্যের ইতিহাস

বাংলা গদ্য সাহিত্য

(স্কুলসার্ভিস, নেট, সেট এবং পাস-অনার্স ছাত্রছাত্রীদের জন্য)

বাংলা সাহিত্যের ইতিহাস mcq প্রশ্ন উত্তর
বাংলা সাহিত্যের ইতিহাস

সঠিক বিকল্পটি নির্বাচন করুন

৩১) ‘বৃহৎবঙ্গ’ প্রবন্ধ গ্রন্থটি কার লেখা?

ক। রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
খ। দীনেশচন্দ্র সেন
গ। বলেন্দ্রনাথ ঠাকুর
ঘ। প্রমথ চৌধুরী

উত্তর- খ। দীনেশচন্দ্র সেন।

৩২) ‘জাতি, সংস্কৃতি ও সাহিত্য’ (১৯৩৮) গ্রন্থটি কার লেখা?

ক। রবীন্দ্রনাথ ঠাকুর
খ। প্রমথ চৌধুরী
গ। সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ। দীনেশচন্দ্র সেন

উত্তর- গ। সুনীতিকুমার চট্টোপাধ্যায়। (বাংলা ভাষাতত্ত্ব বিষয়ে তার অসামান্য অবদানের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভাষাচার্য উপাধি দিয়েছিলেন)

৩৩) ‘ভারতের ভাষা ও ভাষাসমস্যা’ বইটি কার লেখা?

ক। সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ। সুকুমার সেন
গ। হরপ্রসাদ শাস্ত্রী
ঘ। মহম্মদ শাহীদুল্লাহ

উত্তর- ক। সুনীতিকুমার চট্টোপাধ্যায়।

৩৪) ‘জয়তু নেতাজি’ গ্রন্থটি কার রচনা?

ক। মোহিতলাল মজুমদার
খ। পরিমল গোস্বামী
গ। তারাশংকর বন্দোপাধ্যায়
ঘ। সৈয়দ মুজতবা আলী

উত্তর- ক। মোহিতলাল মজুমদার।

৩৫) ‘কালের পুতুল’ কোন সাহিত্যিকের লেখা?

ক। বুদ্ধদেব বসু
খ। বিষ্ণু দে
গ। গোপাল হালদার
ঘ। সৈয়দ মুজতবা আলী

উত্তর- ক। বুদ্ধদেব বসু।

৩৬) ‘চাচা কাহিনি’ গদ্যসংকলনটি কার লেখা?

ক। আবু সয়ীদ আইয়ুব
খ। শঙ্খ ঘোষ
গ। অন্নদাশংকর রায়
ঘ। সৈয়দ মুজতবা আলী

উত্তর- ঘ। সৈয়দ মুজতবা আলী।

৩৭) ‘সংস্কৃতির রূপান্তর’ প্রবন্ধ গ্রন্থটি কার রচনা?

ক। মোহিতলাল মজুমদার
খ। সুধীররঞ্জন মুখার্জী
গ। গোপাল হালদার
ঘ। সুধীন্দ্রনাথ দত্ত

উত্তর- গ। গোপাল হালদার।

৩৮) স্মৃতিচারণমূলক প্রবন্ধ সংকলন ‘মনে এলো’ কার লেখা?

ক। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

খ। ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়
গ। অন্নদাশঙ্কর রায়
ঘ। শশীভূষণ দাশগুপ্ত

উত্তর- খ। ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়। (তাঁর আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল ‘চিন্তায়সি’।)

৩৯) ‘রবীন্দ্রনাথ ও বাংলার পল্লী’ প্রবন্ধ সংকলনটি লিখেছিলেন-

ক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ। প্রমথনাথ বিশী
গ। তারাশংকর বন্দোপাধ্যায়
ঘ। আবু সয়ীদ আইয়ুব

উত্তর- গ। তারাশংকর বন্দোপাধ্যায়।

৪০) ‘স্বগত’ ও ‘কুলায় ও কালপুরুষ’ গ্রন্থদুটি কার লেখা?

ক। বুদ্ধদেব বসু
খ। বিষ্ণু দে
গ। গোপাল হালদার
ঘ। সুধীন্দ্রনাথ দত্ত

উত্তর- ঘ। সুধীন্দ্রনাথ দত্ত।

৪১) ‘বাংলায় নারীর ভাষা’ গ্রন্থটি কার লেখা?

ক। অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
খ। সুকুমার সেন
গ। হরপ্রসাদ শাস্ত্রী
ঘ। মহম্মদ শাহীদুল্লাহ

উত্তর- খ। সুকুমার সেন। (ভাষাতাত্বিক সুকুমার সেনের আত্মজীবনীমূলক রচনা ‘দিনের পরে দিন যে গেল’)

৪২) ‘রবীন্দ্রনাথ ও বাংলার নবজাগরণ’ প্রবন্ধ সংকলনটি কার রচনা?

ক। সুশোভন সরকার
খ। ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়
গ। শ্রীকুমার বন্দোপাধ্যায়
ঘ। অশোক মিত্র

উত্তর- ক। সুশোভন সরকার।

৪৩) ‘লঘুগুরু’ ও ‘বিচিন্তা’ গ্রন্থদুটি কার রচনা?

ক। বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
খ। অবনীন্দ্রনাথ ঠাকুর
গ। রাজশেখর বসু
ঘ। প্রমথ চৌধুরী

উত্তর- গ। রাজশেখর বসু।

৪৪) আত্মজীবনীমূলক রচনা ‘স্মৃতি বিস্মৃতির দর্পণে’ কার লেখা?

ক। গোপাল হালদার
খ। বেগম রোকেয়া
গ। অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
ঘ। সুনীতিকুমার চট্টোপাধ্যায়

উত্তর- গ। অসিতকুমার বন্দ্যোপাধ্যায়।

৪৫) ‘বঙ্গসাহিত্যে উপন্যাসের ধারা’ গ্রন্থটি কার লেখা?

ক। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়
খ। অসিত কুমার বন্দ্যোপাধ্যায়
গ। সুকুমার সেন
ঘ। রামেশ্বর শ

উত্তর- ক। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়।

৪৬) ‘উপমা কালিদাসস্য’ প্রবন্ধ গ্রন্থটি কার লেখা?

ক। বুদ্ধদেব বসু
খ। বিষ্ণু দে
গ। শশীভূষণ দাশগুপ্ত
ঘ। সুধীন্দ্রনাথ দত্ত

উত্তর- গ। শশীভূষণ দাশগুপ্ত

৪৭) কোন সাহিত্যিকের প্রবন্ধ গ্রন্থের নাম ‘কবিতার কথা’ (১৯৫৬)?

ক। জীবনানন্দ দাশ
খ। সুভাষ মুখোপাধ্যায়
গ। বনফুল
ঘ। বুদ্ধদেব বসু

উত্তর- ক। জীবনানন্দ দাশ।

৪৮) ‘স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাস’ প্রবন্ধ গ্রন্থটি কে রচনা করেছিলেন

ক। প্যারীচাঁদ মিত্র
খ। কালীপ্রসন্ন সিংহ
গ। ভূদেব মুখোপাধ্যায়
ঘ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর- গ। ভূদেব মুখোপাধ্যায়।

৪৯) ‘কৃপার শাস্ত্রের অর্থভেদ’ রচনা করেছিলেন

ক। মনোএল্ দ্য আসুম্পসাম্
খ। দোম আন্তোনিও
গ। উইলিয়াম কেরি
ঘ। উইলিয়াম জোন্স

উত্তর- ক। মনোএল্ দ্য আসুম্পসাম্।

৫০) কোন প্রাবন্ধিক ‘কালপ্যাঁচা’ ছদ্মনামে লিখতেন-

ক। প্রমথ চৌধুরী
খ। বিনয় ঘোষ
গ। অশোক মিত্র
ঘ। আবু সয়ীদ আইয়ুব

উত্তর- খ। বিনয় ঘোষ।

৫১) ‘রুচি ও প্রগতি’ প্রবন্ধ গ্রন্থটি কার লেখা

ক। বুদ্ধদেব বসু
খ। জীবনানন্দ দাশ
গ। বিষ্ণু দে
ঘ। সুধীন্দ্রনাথ দত্ত

উত্তর- গ। বিষ্ণু দে।

৫২) শিশুপাঠ্য গদ্যগ্রন্থ ‘চারুপাঠ’ কে রচনা করেছিলেন

ক। তারাশঙ্কর তর্করত্ন
খ। অক্ষয় কুমার দত্ত
গ। দেবেন্দ্রনাথ ঠাকুর
ঘ। ভূদেব মুখোপাধ্যায়

উত্তর- খ। অক্ষয় কুমার দত্ত।

৫৩) ‘ভারতবর্ষীয় স্ত্রীগণের বিদ্যাশিক্ষা’ নামক গ্রন্থটি কার রচনা?

ক। রাজনারায়ণ বসু
খ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ। তারাশঙ্কর তর্করত্ন
ঘ। দ্বারকানাথ বিদ্যাভূষণ

উত্তর- গ। তারাশঙ্কর তর্করত্ন।

৫৪) ‘রবীন্দ্র কাব্যপ্রবাহ’, ‘রবীন্দ্র কাব্যনির্ঝর’, ‘রবীন্দ্র সরণী’ গ্রন্থ তিনটি কার লেখা?

ক। বুদ্ধদেব বসু
খ। প্রমথনাথ বিশী
গ। সুকুমার সেন
ঘ। যতীন্দ্রনাথ সেনগুপ্ত

উত্তর- খ। প্রমথনাথ বিশী।

৫৫) ‘টলস্টয়, গান্ধী ও রবীন্দ্রনাথ’ (১৯৬২) কার রচনা?

ক। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়
খ। বিষ্ণু দে
গ। শশীভূষণ দাশগুপ্ত
ঘ। সুধীন্দ্রনাথ দত্ত

উত্তর- গ। শশীভূষণ দাশগুপ্ত

৫৬) ‘দেশে বিদেশে’ গদ্যগ্রন্থটি কার লেখা?

ক। আবু সয়ীদ আইয়ুব
খ। সৈয়দ মুজতবা আলী
খ। পরিমল গোস্বামী
গ। অন্নদাশংকর রায়

উত্তর- খ। সৈয়দ মুজতবা আলী।

৫৭) ‘রবীন্দ্রনাথ ও আধুনিকতা’ গদ্যগ্রন্থটি কার রচনা?

ক। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়
খ। অশোক মিত্র
গ। আবু সয়ীদ আইয়ুব
ঘ। বিনয় ঘোষ

উত্তর- গ। আবু সয়ীদ আইয়ুব। (তাঁর অন্যান্য গ্রন্থগুলি হল ‘পান্থজনের সখা’, ‘পথের শেষ কোথায়’ ইত্যাদি।)

৫৮) ‘কবি রবীন্দ্র ও রবীন্দ্র কাব্য’ (১৯৫২) প্রবন্ধ সংকলনটি কার লেখা?

ক। মোহিতলাল মজুমদার
খ। পরিমল গোস্বামী
গ। অন্নদাশঙ্কর রায়
ঘ। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়

উত্তর- ক। মোহিতলাল মজুমদার।

৫৯) অন্নদাশঙ্কর রায়ের লেখা বিখ্যাত গ্রন্থটি হল-

ক। আমরা ও তাহারা
খ। পথের শেষ কোথায়
গ। সাহিত্য চর্চা
ঘ। পথে প্রবাসে

উত্তর- ঘ। পথে প্রবাসে।

৬০) ‘উত্তর তিরিশ’ প্রবন্ধ সংকলনটি কার রচনা?

ক। বুদ্ধদেব বসু
খ। বিষ্ণু দে
গ। গোপাল হালদার
ঘ। সৈয়দ মুজতবা আলী

উত্তর- ক। বুদ্ধদেব বসু।

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

error: Content is protected !!