MCQ বাংলা সাময়িকপত্রের ইতিহাস-২

বাংলা সাহিত্যের ইতিহাস

বাংলা সাময়িক পত্র

(স্কুলসার্ভিস, নেট, সেট এবং পাস-অনার্স ছাত্রছাত্রীদের জন্য)

বাংলা সাহিত্যের ইতিহাস mcq প্রশ্ন উত্তর
বাংলা সাহিত্যের ইতিহাস

সঠিক বিকল্পটি নির্বাচন করুন

৩১) ‘সুলভ সমাচার’ (১৮৭০) সাপ্তাহিক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?

ক। কেশবচন্দ্র সেন
খ। শিশির কুমার ঘোষ
গ। রাজকৃষ্ণ রায়
ঘ। শিবনাথ শাস্ত্রী

উত্তর- ক। কেশবচন্দ্র সেন।

৩২) কোন কবি ‘পূর্ণিমা’ (১৮৫৯) পত্রিকাটির প্রতিষ্ঠাতা ছিলেন?

ক। দ্বিজেন্দ্রলাল রায়
খ। রবীন্দ্রনাথ ঠাকুর
গ। বিহারীলাল চক্রবর্তী
ঘ। কাজী নজরুল ইসলাম

উত্তর- গ। বিহারীলাল চক্রবর্তী। (এই পত্রিকাটি প্রতি মাসের পূর্ণিমা তিথিতে প্রকাশিত হতো।)

৩৩) ‘হিতবাদী’ পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়?

ক। ১৮৮৫ সালে
খ। ১৮৯১ সালে
গ। ১৮৯৬ সালে
ঘ। ১৯০৫ সালে

উত্তর- খ। ১৮৯১ সালে। (সম্পাদক ছিলেন- কৃষ্ণকমল ভট্টাচার্য।)

৩৪) ‘সবুজপত্র’-এর সম্পাদক কে ছিলেন?

ক। প্রমথ চৌধুরী
খ। প্রমথনাথ বিশী
গ। যোগেন্দ্রনাথ ঘোষ
ঘ। রাজশেখর বসু

উত্তর- ক। প্রমথ চৌধুরী।

৩৫) ‘সবুজপত্র’ কবে প্রথম প্রকাশিত হয়েছিল?

ক। ১৯১১ সালে
খ। ১৯১২ সালে
গ। ১৯১৩ সালে
ঘ। ১৯১৪ সালে

উত্তর- ঘ। ১৯১৪ সালে।

৩৬) ‘নারায়ণ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ক। রাসবিহারী বসু
খ। বিপিনচন্দ্র পাল
গ। চিত্তরঞ্জন দাশ
ঘ। অমরনাথ বন্দোপাধ্যায়

উত্তর- গ। চিত্তরঞ্জন দাশ।

৩৭) ‘ভারতবর্ষ’ (১৯১৩) পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?

ক। দ্বিজেন্দ্রলাল রায়
খ। রবীন্দ্রনাথ ঠাকুর
গ। অতুলপ্রসাদ সেন
ঘ। মোহিতলাল মজুমদার

উত্তর- ক। দ্বিজেন্দ্রলাল রায়।

৩৮) শিশু-কিশোরদের পত্রিকা ‘মৌচাক’ কবে প্রথম প্রকাশিত হয়েছিল?

ক। ১৯১৯ সালে
খ। ১৯২০ সালে
গ। ১৯২১ সালে
ঘ। ১৯২২ সালে

উত্তর- খ। ১৯২০ সালে। (এর প্রথম সম্পাদক ছিলেন সুধীরচন্দ্র সরকার)

৩৯) বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকাটির নাম কী?

ক। বিদ্রোহী
খ। অগ্নিবীণা
গ। ধূমকেতু
ঘ। পথের দিশা

উত্তর- গ। ধূমকেতু। (প্রথম প্রকাশিত হয় ১৯২২ সালে।)

৪০) বাংলা সাহিত্যে বিশিষ্ট স্থানের অধিকারী ‘কল্লোল’ (১৯২৩) পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

ক। দীনেশরঞ্জন দাস
খ। জীবনানন্দ দাশ
গ। প্রেমেন্দ্র মিত্র
ঘ। অজিত দত্ত

উত্তর- ক। দীনেশরঞ্জন দাস।

৪১) ‘যমুনা’ (প্রকাশ- ১৯১৩) পত্রিকার সম্পাদক কে ছিলেন

ক। বিপিনচন্দ্র পাল
খ। ধীরেন্দ্রনাথ পাল
গ। অতুলচন্দ্র গুপ্ত
ঘ। হরপ্রসাদ শাস্ত্রী

উত্তর- খ। ধীরেন্দ্রনাথ পাল। (এই পত্রিকায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেক রচনা প্রকাশিত হয়েছিল।)

৪২) ‘শনিবারের চিঠি’ (১৯২৪) পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন

ক। যোগানন্দ দাস
খ। প্রেমেন্দ্র মিত্র
গ। সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ। কিরণশঙ্কর রায়

উত্তর- ক। যোগানন্দ দাস। (এই পত্রিকার প্রাণপুরুষ ছিলেন সজনীকান্ত দাস। পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন যোগানন্দ দাস এবং তারপর সজনীকান্ত দাস এর সম্পাদনার দায়িত্বভার গ্রহণ করেন।)

৪৩) জনপ্রিয় শিশুপত্রিকা ‘সন্দেশ’ -এর প্রথম সম্পাদক কে ছিলেন?

ক। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
খ। সুকুমার রায়
গ। সত্যজিৎ রায়
ঘ। সন্দীপ রায়

উত্তর- ক। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। (প্রকাশ ১৯১৩)

৪৪) একদা জনপ্রিয় ‘মাসিক বসুমতী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ক। ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়
খ। রবীন্দ্রনাথ ঠাকুর
গ। হেমেন্দ্র প্রসাদ ঘোষ
ঘ। সুরেশচন্দ্র সমাজপতি

উত্তর- গ। হেমেন্দ্র প্রসাদ ঘোষ। (প্রকাশ ১৯২২)

৪৫) নাট্য বিষয়ক সাময়িক পত্র ‘নাচঘর’ এর সম্পাদক কে ছিলেন

ক। শিশিরকুমার ভাদুড়ী
খ। প্রেমাঙ্কুর আতর্থী
গ। গিরিশচন্দ্র ঘোষ
ঘ। অমৃতলাল চক্রবর্তী

উত্তর- খ। প্রেমাঙ্কুর আতর্থী। (প্রকাশকাল ১৯২৪; এই পত্রিকার অপর একজন সম্পাদক হিসাবে হেমেন্দ্রকুমার রায়ের নাম পাওয়া যায়।)

৪৬) কবি অতুলপ্রসাদ সেন সম্পাদিত সাময়িকপত্র টির নাম কী?

ক। দিপালী
খ। সন্ধ্যা
গ। উত্তরা
ঘ। কালি কলম

উত্তর- গ। উত্তরা। (প্রকাশ- ১৯২৫)।

৪৭) অতুলচন্দ্র গুপ্তের ‘কাব্যজিজ্ঞাসা’ কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল?

ক। ভারতবর্ষ
খ। সবুজপত্র
গ। শনিবারের চিঠি
ঘ। প্রবাসী

উত্তর- খ। সবুজপত্র।

৪৮) ‘কালিকলম’ পত্রিকার সম্পাদক কে/ কারা ছিলেন?

ক। প্রেমেন্দ্র মিত্র
খ। শৈলজানন্দ মুখোপাধ্যায়
গ। মুরলীধর বসু
ঘ। উপরের তিনজনই

উত্তর- ঘ। উপরের তিনজনই। ( উপরোক্ত তিনজন সাহিত্যিক বিভিন্ন সময়ে ‘কালিকলম’ পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করেছিলেন।পত্রিকাটির প্রকাশকাল ১৯২৬ সাল।)

৪৯) ‘প্রগতি’ পত্রিকার সম্পাদক ছিলেন-

ক। অজিত দত্ত ও বুদ্ধদেব বসু
খ। বুদ্ধদেব বসু ও প্রেমেন্দ্র মিত্র
গ। প্রেমেন্দ্র মিত্র ও শৈলজানন্দ মুখোপাধ্যায়
ঘ। শৈলজানন্দ মুখোপাধ্যায় ও বিষ্ণু দে

উত্তর- ক। অজিত দত্ত ও বুদ্ধদেব বসু। (প্রকাশ ১৯২৭)

৫০) ‘পরিচয়’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ক। অমরেন্দ্র চক্রবর্তী
খ। সুধীন্দ্রনাথ দত্ত
গ। প্রেমেন্দ্র মিত্র
ঘ। বুদ্ধদেব বসু

উত্তর- খ। সুধীন্দ্রনাথ দত্ত। (প্রকাশ- ১৯৩১)

৫১) ‘শনিবারের চিঠি’ ছাড়াও সজনীকান্ত দাস নীচের কোন পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেছেন?

ক। গ্রামবার্তা প্রকাশিকা
খ। ভারতবর্ষ
গ। বঙ্গশ্রী
ঘ। কবিতা

উত্তর- গ। বঙ্গশ্রী। (এছাড়াও বিভিন্ন সময়ে তিনি শারদীয়া আনন্দবাজার পত্রিকা, অলকা প্রভৃতি পত্রিকা সম্পাদনা করেছেন।)

৫২) ‘দেশ’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

ক। শিশির কুমার ঘোষ
খ। সত্যেন্দ্রনাথ মজুমদার
গ। প্রমথনাথ বিশী
ঘ। অজিত দত্ত

উত্তর- খ। সত্যেন্দ্রনাথ মজুমদার। (প্রকাশকাল ১৯৩৩ খ্রি:।)

৫৩) দেশ পত্রিকার জনপ্রিয়তম সম্পাদক কে ছিলেন

ক। সাগরময় ঘোষ
খ। বঙ্কিমচন্দ্র সেন
গ। সত্যেন্দ্রনাথ মজুমদার
ঘ। এঁদের কেউই নন

উত্তর- ক। সাগরময় ঘোষ। ( তিনি ‘দেশ’ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন ১৯৩৯ সালে এবং প্রধান সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন ১৯৭৬ সালে। )

৫৪) ‘কবিতা’ পত্রিকাটি কীরূপ ছিল?

ক। দৈনিক
খ। সাপ্তাহিক
গ। মাসিক
ঘ। ত্রৈমাসিক

উত্তর- ঘ। ত্রৈমাসিক। (প্রকাশ- ১৯৩৫)

৫৫) ‘কবিতা’ পত্রিকার সম্পাদক হিসেবে তিনজন সাহিত্যিকের নাম জানা যায়। নীচের কোনজন ‘কবিতা’ পত্রিকার সম্পাদক ছিলেন না?

ক। সমর সেন
খ। প্রেমেন্দ্র মিত্র
গ। বুদ্ধদেব বসু
ঘ। জীবনানন্দ দাশ

উত্তর- ঘ। জীবনানন্দ দাশ। (‘কবিতা’ পত্রিকাটি প্রথম দু’বছর সম্পাদনা করেছিলেন বুদ্ধদেব বসু এবং প্রেমেন্দ্র মিত্র, পরের তিন বছর সম্পাদনা করেন বুদ্ধদেব বসু এবং সমর সেন। তারপর থেকে সম্পাদক হিসেবে কেবল বুদ্ধদেব বসুর নামই লেখা থাকত।)

৫৬) ‘মোসলেম ভারত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ক। মহম্মদ শহীদুল্লাহ
খ। মোজাম্মেল হক
গ। কাজী নজরুল ইসলাম
ঘ। মহম্মদ নাসিরুদ্দিন

উত্তর- খ। মোজাম্মেল হক। (প্রকাশ- ১৯২০)

৫৭) ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ক। দেবেন্দ্রনাথ ঠাকুর
খ। রাজেন্দ্রলাল মিত্র
গ। কাঙাল হরিনাথ মজুমদার
ঘ। রামমোহন রায়

উত্তর- গ। কাঙাল হরিনাথ মজুমদার। (এটি উনিশ শতকের একটি বিখ্যাত সাময়িক পত্র। প্রকাশ ১৮৬৩)

৫৮) ‘বিদ্যোৎসাহিনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ক। দ্বারকানাথ ঠাকুর
খ। কেশবচন্দ্র সেন
গ। কালীপ্রসন্ন সিংহ
ঘ। শিবনাথ শাস্ত্রী

উত্তর- গ। কালীপ্রসন্ন সিংহ। (প্রকাশ ১৮৫৫)

৫৯) ‘সন্ধ্যা’ পত্রিকার সম্পাদক ছিলেন-

ক। ব্রহ্মবান্ধব উপাধ্যায়
খ। অমরেন্দ্রনাথ দত্ত
গ। বরদাকান্ত মজুমদার
ঘ। বিজয়চন্দ্র মজুমদার

উত্তর- ক। ব্রহ্মবান্ধব উপাধ্যায়। (প্রকাশকাল ১৯০৬)

৬০) প্যারীচাঁদ মিত্র এবং রাধানাথ শিকদার কোন পত্রিকার সম্পাদনা করতেন?

ক। সুলভ পত্রিকা
খ। মাসিক পত্রিকা
গ। মহিলা পত্রিকা
ঘ। সিদ্ধান্ত দর্পণ

উত্তর- খ। মাসিক পত্রিকা। (প্রকাশ ১৮৫৪)

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

error: Content is protected !!