MCQ বাংলা কাব্যসাহিত্য (পার্ট ২)

বাংলা সাহিত্যের ইতিহাস

বাংলা কাব্যসাহিত্য

( স্কুলসার্ভিস, নেট, সেট এবং পাস-অনার্স ছাত্রছাত্রীদের জন্য)

বাংলা সাহিত্যের ইতিহাস mcq প্রশ্ন উত্তর
বাংলা সাহিত্যের ইতিহাস

সঠিক উত্তরটি নির্বাচন করুন

৩১) ‘বাণী’ ও ‘কল্যাণী’ কাব্যগ্রন্থ দুটি কোন কবির রচনা?

ক। রজনীকান্ত সেন
খ। কুমুদরঞ্জন মল্লিক
গ। যতীন্দ্রমোহন বাগচী
ঘ। কালিদাস রায়

উত্তর- ক। রজনীকান্ত সেন।

৩২) ‘সিন্ধু সঙ্গীত’ (১৮৯৬) কোন কবির লেখা?

ক। কুমুদরঞ্জন মল্লিক
খ। কালিদাস রায়
গ। শশাঙ্কমোহন সেন
ঘ। রমনীমোহন ঘোষ

উত্তর- গ। শশাঙ্কমোহন সেন।

৩৩) ‘বেণু ও বীণা’ কাব্যগ্রন্থটি কার লেখা?

ক। অতুলপ্রসাদ সেন
খ। রজনীকান্ত সেন
গ। সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ। বলেন্দ্রনাথ ঠাকুর

উত্তর- গ। সত্যেন্দ্রনাথ দত্ত। (বাংলা কাব্যমহলে তিনি ছন্দের জাদুকর নামে পরিচিত।)

৩৪) মোহিতলাল মজুমদারের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

ক। হেমন্ত গোধূলি
খ। বিস্মরণী
গ। স্বপনপসারী
ঘ। স্মরগরল

উত্তর- গ। স্বপনপসারী। (প্রকাশ- ১৯২২)

৩৫) ‘পর্ণপুট’ কোন কবির রচনা?

ক। যতীন্দ্রনাথ সেনগুপ্ত
খ। মোহিতলাল মজুমদার
গ। প্রমথ চৌধুরী
ঘ। কালিদাস রায়

উত্তর- ঘ। কালিদাস রায়।

৩৬) কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের প্রথম কাব্য কোনটি?

ক। মরীচিকা
খ। মরুমায়া
গ।মরুশিখা
ঘ। ত্রিযামা

উত্তর- ক। মরীচিকা। (প্রকাশ ১৯২৩)

৩৭) কোন কবির একমাত্র প্রকাশিত কাব্যগ্রন্থের নাম ‘নূতন খাতা’ (১৯২৩)?

ক। সতীশ চন্দ্র রায়
খ। কিরণধন চট্টোপাধ্যায়
গ। ভুজঙ্গধর রায়চৌধুরী
ঘ। রমনীমোহন ঘোষ

উত্তর- খ। কিরণধন চট্টোপাধ্যায়।

৩৮) ‘কুহু ও কেকা’ (১৯১২) কোন কবির রচনা?

ক। যতীন্দ্রনাথ সেনগুপ্ত
খ। রজনীকান্ত সেন
গ। সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ। প্রিয়ংবদা দেবী

উত্তর- গ। সত্যেন্দ্রনাথ দত্ত।

৩৯) নিম্নোক্ত কোন কবি পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন?

ক। মোহিতলাল মজুমদার
খ। কুমুদরঞ্জন মল্লিক
গ। রজনীকান্ত সেন
ঘ। যতীন্দ্রনাথ সেনগুপ্ত

উত্তর- ঘ। যতীন্দ্রনাথ সেনগুপ্ত।

৪০) কোন কবির প্রথম প্রকাশিত কাব্যের নাম ‘কুন্দ’ (১৯০৭)?

ক। সত্যেন্দ্রনাথ দত্ত
খ। কালিদাস রায়
গ। করুণানিধান বন্দ্যোপাধ্যায়
ঘ। যতীন্দ্রমোহন বাগচী

উত্তর- খ। কালিদাস রায়।

৪১) নিচের কোনটি কাজী নজরুল ইসলামের লেখা কাব্যগ্রন্থ নয়?

ক। সর্বহারা
খ। মহাপৃথিবী
গ। সাম্যবাদী
ঘ। ছায়ানট

উত্তর- খ। মহাপৃথিবী। (এটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ)

৪২) পল্লীকবি জসিমউদ্দিনের প্রথম কাব্য কোনটি?

ক। নকশী কাঁথার মাঠ
খ। মাটির কান্না
গ। রাখালী
ঘ। সোজন বাদিয়ার ঘাট

উত্তর- গ। রাখালী (প্রকাশ- ১৯২৭)

৪৩) জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

ক। রূপসী বাংলা
খ। বনলতা সেন
গ। সাতটি তারার তিমির
ঘ। ঝরা পালক

উত্তর- ঘ। ঝরা পালক। (প্রকাশ- ১৯২৯)

৪৪) কবি অমিয় চক্রবর্তীর প্রথম কাব্যগ্রন্থের নাম কী?

ক। খসড়া
খ। একমুঠো
গ। অমরাবতী
ঘ। পালাবদল

উত্তর- ক। খসড়া। (প্রকাশ ১৯৩৮)

৪৫) ‘ক্রন্দসী’ (১৯৩৭) কোন কবির রচনা?

ক। অমিয় চক্রবর্তী
খ। বিষ্ণু দে
গ। সুধীন্দ্রনাথ দত্ত
ঘ। জীবনানন্দ দাশ

উত্তর- গ। সুধীন্দ্রনাথ দত্ত।

৪৬) ‘সাগর থেকে ফেরা’ (১৯৫৬) কোন কবির কাব্যগ্রন্থ?

ক। অজিত দত্ত
খ। প্রেমেন্দ্র মিত্র
গ। বুদ্ধদেব বসু
ঘ। জীবনানন্দ দাশ

উত্তর- খ। প্রেমেন্দ্র মিত্র।

৪৭) নীচের কোন কাব্যটি জীবনানন্দ দাশের লেখা নয়?

ক। সংবর্ত
খ। ঝরা পালক
গ। ধূসর পাণ্ডুলিপি
ঘ। মহাপৃথিবী

উত্তর- ক। সংবর্ত।

৪৮) অজিত দত্তের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

ক। পাতাল কন্যা
খ। নষ্টচাঁদ
গ। ছায়ার আলপনা
ঘ। কুসুমের মাস

উত্তর- ঘ। কুসুমের মাস। (প্রকাশ ১৯৩০)

৪৯) নীচের কোনটি বুদ্ধদেব বসুর লেখা কাব্যগ্রন্থ নয়?

ক। কঙ্কাবতী
খ। দ্রৌপদীর শাড়ি
গ। চোরাবালি
ঘ। যে আঁধার আলোর অধিক

উত্তর- গ। চোরাবালি।

৫০) জীবনানন্দ দাশের কোন কাব্যটি তাঁর মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল?

ক। রূপসী বাংলা
খ। ধূসর পান্ডুলিপি
গ। বনলতা সেন
ঘ। মহাপৃথিবী

উত্তর- ক। রূপসী বাংলা।

৫১) কবি সুধীন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যের নাম কী?

ক। উত্তরফাল্গুনী
খ। প্রতিদ্ধনি
গ। অর্কেস্ট্রা
ঘ। তন্বী

উত্তর- ঘ। তন্বী। (প্রকাশ ১৯৩০)

৫২) কবি প্রেমেন্দ্র মিত্রের প্রথম কাব্য কোনটি?

ক। সম্রাট
খ। প্রথমা
গ। সাগর থেকে ফেরা
ঘ। ফেরারী ফৌজ

উত্তর- খ। প্রথমা। (প্রকাশ ১৯৩২)

৫৩) নীচের কোনটি বিষ্ণু দে-র রচনা নয়?

ক। সাত ভাই চম্পা
খ। সন্দ্বীপের চর
গ। হারানো অর্কিড
ঘ। তুমি শুধু পঁচিশে বৈশাখ

উত্তর- গ। হারানো অর্কিড। (এটি অমিয় চক্রবর্তীর কাব্যগ্রন্থ।)

৫৪) কবি সমর সেনের প্রথম কবিতা সংকলন কোনটি?

ক। নানা কথা
খ। গ্রহণ ও অন্যান্য কবিতা
গ। তিন পুরুষ
ঘ। কয়েকটি কবিতা

উত্তর- ঘ। কয়েকটি কবিতা। ( গ্রন্থাকারে প্রকাশ ১৯৩৭)

৫৫) ‘ছাড়পত্র’ কোন কবির প্রথম কাব্যগ্রন্থ?

ক। সুকান্ত ভট্টাচার্য
খ। শক্তি চট্টোপাধ্যায়
গ। সুভাষ মুখোপাধ্যায়
ঘ। বুদ্ধদেব বসু

উত্তর- ক। সুকান্ত ভট্টাচার্য।

৫৬) সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্য কোনটি?

ক। যত দূরেই যাই
খ। চিরকুট
গ। ফুল ফুটুক
ঘ। পদাতিক

উত্তর- ঘ। পদাতিক (এই জন্য কবি সুভাষ মুখোপাধ্যায় কে পদাতিক কবি বলা হয়।)

৫৭) কোন কাব্যের জন্য শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য একাডেমী পুরস্কার পেয়েছিলেন?

ক। যেতে পারি কিন্তু কেন যাবো
খ। ধর্মে আছো জিরাফেও আছো
গ। সোনার মাছি খুন করেছি
ঘ। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান

উত্তর- ক। যেতে পারি কিন্তু কেন যাবো।

৫৮) নীচের কোনটি সুভাষ মুখোপাধ্যায়ের রচনা নয়?

ক। অগ্নিকোণ
খ। অন্বিষ্ট
গ। কাল মধুমাস
ঘ। ফুল ফুটুক

উত্তর- খ। অন্বিষ্ট (বিষ্ণু দে-র কাব্য)

৫৯) কবি বিষ্ণু দে-র প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

ক। নাম রেখেছি কোমল গান্ধার
খ। স্মৃতি সত্তা ভবিষ্যৎ
গ। চোরাবালি
ঘ। উর্বশী ও আর্টেমিস

উত্তর- ঘ। উর্বশী ও আর্টেমিস। (প্রকাশ ১৯৩২)

৬০) ‘বন্দীর বন্দনা’ (১৯৩০) কোন কবির রচনা?

ক। প্রেমেন্দ্র মিত্র
খ। বুদ্ধদেব বসু
গ। বিষ্ণু দে
ঘ। অজিত দত্ত

উত্তর- খ। বুদ্ধদেব বসু।

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

error: Content is protected !!