MCQ বাংলা উপন্যাসের ইতিহাস (১)

বাংলা সাহিত্যের ইতিহাস

বাংলা উপন্যাস

(স্কুলসার্ভিস, নেট, সেট এবং পাস-অনার্স ছাত্রছাত্রীদের জন্য)

বাংলা সাহিত্যের ইতিহাস mcq প্রশ্ন উত্তর
বাংলা সাহিত্যের ইতিহাস

সঠিক বিকল্পটি নির্বাচন করুন

১) বঙ্কিমচন্দ্রের লেখা একটি ঐতিহাসিক উপন্যাস
ক। বিষবৃক্ষ
খ। দুর্গেশনন্দিনী
গ। কৃষ্ণকান্তের উইল
ঘ। রজনী

উত্তর- খ। দুর্গেশনন্দিনী

২) নীচের কোনটি সমরেশ বসুর লেখা উপন্যাস নয়?
ক। বিটি রোডের ধারে
খ। নয়নপুরের মাটি
গ। বনপলাশীর পদাবলী
ঘ। শ্রীমতি কাফে

উত্তর- গ। বনপলাশীর পদাবলী। (এটি সাহিত্যিক রমাপদ চৌধুরীর লেখা।)

৩) ‘শেষ নমস্কার: শ্রীচরণেষু মাকে’ (১৯৭১) কার লেখা?
ক। সমরেশ মজুমদার
খ। সন্তোষকুমার ঘোষ
গ। সতীনাথ ভাদুড়ী
ঘ। বুদ্ধদেব বসু

উত্তর- খ। সন্তোষকুমার ঘোষ।

৪) ‘বারো ঘর এক উঠোন’ (১৯৫৫) উপন্যাসটি কার রচনা
ক। জ্যোতিরিন্দ্র নন্দী
খ। নীরেন্দ্রনাথ মিত্র
গ। প্রেমেন্দ্র মিত্র
ঘ। ননী ভৌমিক

উত্তর- ক। জ্যোতিরিন্দ্র নন্দী।

৫) নীচের কোনটি সতীনাথ ভাদুড়ীর লেখা উপন্যাস নয়?
ক। জাগরী
খ। ঢোঁড়াই চরিত মানস
গ। চিত্রগুপ্তের ফাইল
ঘ। নাগিনী কন্যার কাহিনী

উত্তর- ঘ। নাগিনী কন্যার কাহিনী। (এটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস)

৬) ‘শুন বরনারী’, ‘সুজাতা’, ‘ত্রিযামা’- এই তিনটি উপন্যাস কার রচনা?
ক। নারায়ন গঙ্গোপাধ্যায়
খ। সুবোধ ঘোষ
গ। চারুচন্দ্র চক্রবর্তী
ঘ। বিমল মিত্র

উত্তর- খ। সুবোধ ঘোষ।

৭) আশাপূর্ণা দেবী ত্রয়ী উপন্যাসের (ট্রিলজি) মধ্যে কোনটি নেই?
ক। অগ্নিপরীক্ষা
খ। প্রথম প্রতিশ্রুতি
গ। সুবর্ণলতা
ঘ। বকুলকথা

উত্তর- ক। অগ্নিপরীক্ষা।

৮) ‘গড় শ্রীখণ্ড’ (১৯৫৭) উপন্যাসটি কার লেখা?
ক। অসীম রায়
খ। প্রফুল্ল রায়
গ। অমিয়ভূষণ মজুমদার
ঘ। বুদ্ধদেব বসু

উত্তর- গ। অমিয়ভূষণ মজুমদার।

৯) ঔপন্যাসিক চারুচন্দ্র চক্রবর্তীর একটি বিখ্যাত উপন্যাস-
ক। পৌষ ফাগুনের পালা
খ। লৌহকপাট
গ। কলকাতার কাছেই
ঘ। পাঞ্চজন্য

উত্তর- খ। লৌহকপাট। (প্রকাশ ১৯৫৪, বাকি তিনটি উপন্যাস গজেন্দ্রকুমার মিত্রের লেখা।)

১০) নীচের কোনটি বিমল মিত্রের উপন্যাস নয়?
ক। সাহেব বিবি গোলাম
খ। করি দিয়ে কিনলাম
গ। একক দশক শতক
ঘ। দ্বীপের নাম টিয়ারঙ

উত্তর- ঘ। দ্বীপের নাম টিয়ারঙ। (উপন্যাসটি রমাপদ চৌধুরীর লেখা।)

১১) ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিকায় রচিত বঙ্কিমচন্দ্রের উপন্যাস
ক। দেবী চৌধুরানী
খ। সীতারাম
গ। রাজসিংহ
ঘ। আনন্দমঠ

উত্তর- ঘ। আনন্দমঠ।

১২) নীচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয়?
ক। শ্রীকান্ত
খ। কৃষ্ণকান্তের উইল
গ। দেবদাস
ঘ। গৃহদাহ

উত্তর- খ। কৃষ্ণকান্তের উইল। (এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস।)

১৩) ‘ইছামতি’ (১৯৫০) উপন্যাসটি কার রচনা?
ক। তরশংকর বন্দপাধ্যায়
খ। মানিক বন্দোপাধ্যায়
গ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

উত্তর- গ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

১৪) রমেশচন্দ্র সেনের প্রথম উপন্যাস কোনটি?
ক। শতাব্দি
খ। কুরপালা
গ। চক্রবাক
ঘ। কাজল

উত্তর- ক। শতাব্দি। (প্রকাশ ১৯৪৫)

১৫) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি?
ক। চাপাডাঙ্গার বউ
খ। রাধা
গ। নাগিনী কন্যার কাহিনী
ঘ। চৈতালি ঘূর্ণি

উত্তর- ঘ। চৈতালি ঘূর্ণি। (প্রকাশ ১৯৩১)

১৬) নীচের কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা নয়?
ক। দিবারাত্রির কাব্য
খ। আরণ্যক
গ। পুতুল নাচের ইতিকথা
ঘ। পদ্মা নদীর মাঝি

উত্তর- খ। আরণ্যক। (এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস।)

১৭) ‘কেরী সাহেবের মুনসী’ (১৯৫৮) কোন সাহিত্যিকের রচনা?
ক। মনোজ বসু
খ। অচিন্ত্যকুমার সেনগুপ্ত
গ। প্রমথনাথ বিশী
ঘ। বিভূতিভূষণ মুখোপাধ্যায়

উত্তর- গ। প্রমথনাথ বিশী।

১৮) ‘দাদার কীর্তি’ কার লেখা উপন্যাস?
ক। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
খ। রমেশচন্দ্র সেন
গ। শৈলবালা ঘোষজায়া
ঘ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

উত্তর- ক। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়।

১৯) ‘শবনম’ উপন্যাসটি কোন সাহিত্যিকের রচনা?
ক। সেলিনা হোসেন
খ। সৈয়দ মুস্তাফা সিরাজ
গ। সৈয়দ ওয়ালীউল্লাহ
ঘ। সৈয়দ মুজতবা আলী

উত্তর- ঘ। সৈয়দ মুজতবা আলী।

২০) সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত মনোজ বসুর উপন্যাস কোনটি?
ক। জলজঙ্গল
খ। বন কেটে বসত
গ। নিশিকুটুম্ব
ঘ। মানুষ গড়ার কারিগর

উত্তর- গ। নিশিকুটুম্ব।

২১) নীচের কোন উপন্যাসটি গজেন্দ্রকুমার মিত্রের বিখ্যাত ত্রয়ী উপন্যাসের (ট্রিলজি) মধ্যে পড়ে না?
ক। কলকাতার কাছেই
খ। উপকন্ঠে
গ। পৌষ ফাগুনের পালা
ঘ। মনে ছিল আশা

উত্তর- ঘ। মনে ছিল আশা। (প্রথম তিনটি উপন্যাস নিয়ে গজেন্দ্রকুমারের ত্রয়ী উপন্যাস। এগুলির মধ্যে ‘কলকাতার কাছেই’ উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার এবং ‘পৌষ-ফাগুনের পালা’ উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি।)

২২) সাড়াজাগানো বাংলা উপন্যাস ‘মেমসাহেব’ কার রচনা?
ক। নিমাই ভট্টাচার্য
খ। বিমল কর
গ। জগদীশ গুপ্ত
ঘ। প্রেমেন্দ্র মিত্র

উত্তর- ক। নিমাই ভট্টাচার্য।

২৩) শৈলজানন্দ মুখোপাধ্যায়ের একটি পত্রোপন্যাস হল
ক। ঝোড়ো হাওয়া
খ। মানুষের মতো মানুষ
গ। ক্রৌঞ্চমিথুন
ঘ। রূপং দেহি

উত্তর- গ। ক্রৌঞ্চমিথুন।

২৪) বিখ্যাত উপন্যাস ‘লাল সালু’ (১৯৪৮) কার লেখা?
ক। সৈয়দ ওয়ালীউল্লাহ
খ। সৈয়দ মুজতবা আলী
গ। রমেশচন্দ্র দত্ত
ঘ। স্বর্ণকুমারী দেবী

উত্তর- ক। সৈয়দ ওয়ালীউল্লাহ।

২৫) নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি?
ক। বিদিশা
খ। শিলালিপি
গ। উপনিবেশ
ঘ। পদসঞ্চার

উত্তর- গ। উপনিবেশ। (প্রকাশ ১৯৪৩)

২৬) ‘তিথিডোর’ কোন সাহিত্যিকের রচনা?
ক। বুদ্ধদেব বসু
খ। প্রবোধকুমার সান্যাল
গ। অচিন্ত্যকুমার সেনগুপ্ত
ঘ। প্রেমেন্দ্র মিত্র

উত্তর- ক। বুদ্ধদেব বসু।

২৭) গোপাল হালদারের ‘ত্রিদিবা’ উপন্যাসের অন্তর্গত নয়
ক। একদা
খ। অন্য দিন
গ। আর একদিন
ঘ। অন্য আরেকদিন

উত্তর- ঘ। অন্য আরেকদিন। (গোপাল হালদার এক একটি দিনের আশ্রয়ে তিনটি উপন্যাস লিখেছিলেন। তাদের একত্রে বলা হয় ‘ত্রিদিবা’। সেই উপন্যাস তিনটি হলো- একদা, অন্যদিন, আর একদিন।)

২৮) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি অন্যতম আঞ্চলিক উপন্যাস হল
ক। হাঁসুলী বাঁকের উপকথা
খ। সপ্তপদী
গ। বিচারক
ঘ। উত্তরায়ণ

উত্তর- ক। হাঁসুলী বাঁকের উপকথা। (প্রকাশ ১৯৪৭)

২৯) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কিশোর উপন্যাস হল
ক। চাঁদের পাহাড়
খ। মরণের ডঙ্কা বাজে
গ। মিসমিদের কবচ
ঘ। উপরের সবকটি

উত্তর- ঘ। উপরের সবকটি।

৩০) ‘বিরাজ বৌ’ (১৯১৪) কার রচনা?
ক। সত্যচরণ মিত্র
খ। তারকনাথ বিশ্বাস
গ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ। প্রেমেন্দ্র মিত্র

উত্তর- গ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

error: Content is protected !!