IX First Summative Model Set 9

নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দশ সেট নমুনা প্রশ্ন|| বিষয়- বাংলা (WBBSE Class IX First Summative Evaluation Bengali Model Question Papers)

WBBSE Class IX First Summative Evaluation Bengali Model Question Papers
দশ সেট বাংলা নমুনা প্রশ্ন

মডেল সেট-৯

১। সঠিক উত্তরটি নির্বাচন করো (যেকোনো সাতটি) : ১ x ৭ = ৭

১.১ ‘দাম’ গল্পে কোন মহান গ্রিক দার্শনিকের নামোল্লেখ রয়েছে?
(ক) সক্রেটিস
(খ) প্লেটো
(গ) এরিস্টটল
(ঘ) এদের কেউ নয়।

১.২ “বিপাকে ভবন ছাড়ি প্রজা ছিল রড়”- ‘রড়’ শব্দের অর্থ কী?
(ক) কম্পন
(খ) পলায়ন
(গ) শয়ন
(ঘ) ভ্রমণ।

১.৩ দুর্দশার চরমে নেমে যাওয়ার পূর্বে ইলিয়াস বিক্রি করল-
(ক) কম্বল ও তাঁবু
(খ) পশমের কোট
(গ) ঘোড়ার জিন
(ঘ) গৃহপালিত পশু।

১.৪ জেলের হাতের বাঁধন খুলে দিল-
(ক) প্রথম রক্ষী
(খ) দ্বিতীয় রক্ষী
(গ) রাজশ্যালক
(ঘ) দুই রক্ষী মিলে।

১.৫ শকুন্তলাকে পতিগৃহে পাঠানোর আয়োজন করলেন-
(ক) ঋষি দুর্বাসা
(খ) মহর্ষি কণ্ব
(গ) প্রিয়ংবদা
(ঘ) দুষ্মন্ত।

১.৬ জৃম্ভণাস্ত্র-এর আইডিয়াটা প্রোফেসর শঙ্কুর মাথায় এসেছিল
(ক) পুরাণ থেকে
(খ) রামায়ণ থেকে
(গ) মহাভারত থেকে
(ঘ) গ্রীক মহাকাব্য থেকে।

১.৭ ‘হ’ ধ্বনিটি হল –
(ক) দন্ত্য
(খ) কন্ঠনালীয়
(গ) ওষ্ঠ্য
(ঘ) তালব্য।

১.৮ অপিনিহিতির ব্যবহার দেখা যায়
(ক) রাঢ়ি উপভাষায়
(খ) ঝাড়খণ্ডি উপভাষায়
(গ) বরেন্দ্রী উপভাষায়
(ঘ) বঙ্গালি উপভাষায়।

১.৯ বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা—
(ক) ৭টি
(খ) ১০টি
(গ) ১২টি
(ঘ) ১৫টি।

১.১০ একটি বিদেশি উপসর্গের উদাহরণ হল-
(ক) মিনি
(খ) দানি
(গ) অপ
(ঘ) অপি।

২। কমবেশি ১৫ টি শব্দে উত্তর দাও (যেকোনো সাতটি): ১ x ৭ = ৭

২.১ “জলে মহী একাকার…”- এর ফলে কী হয়েছিল?
২.২ ইলিয়াসের দুরবস্থা কখন চরমে উঠেছিল?
২.৩ “সব যেন ওঁর মুখস্থ”- কার, কী মুখস্থ ছিল?
২.৪ ‘আপনারা অনুগ্রহ করে শুনুন’—কোন কথা বক্তা শোনাতে চেয়েছেন?
২.৫ প্রোফেসর শঙ্কুর ডায়রিটির বিশেষত্ব কী ছিল?
২.৬ ‘চলন্তিকা’ কী?
২.৭ উপসর্গ ও প্রত্যয়ের একটি পার্থক্য লেখো।
২.৮ বিবৃত স্বরধ্বনি কাকে বলে?
২.৯ দুটি যৌগিক স্বরধ্বনির উদাহরণ দাও।

৩। কমবেশি ৬০টি শব্দে উত্তর দাও (যে-কোনো একটি): ৩×১=৩

৩.১ ‘স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে’- প্রতিবার দাঁড়ের নিক্ষেপে বিদ্রুপ শোনার কারণ ব্যাখ্যা করো। ৩
৩.২ “বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই।”- বৃদ্ধ দম্পতি কারা? তাদের সাহায্য করার কেউ নেই কেন? ১+২

৪। কমবেশি ১৫০ শব্দের মধ্যে উত্তর দাও (যেকোনো তিনটি): ৫×৩=১৫

৪.১ ‘ইলিয়াস’ গল্পে ইলিয়াস দম্পতি প্রকৃত সুখের সন্ধান পেয়েছিল কীভাবে?
৪.২ “নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর” – কোথায় সাতদিন ধরে বৃষ্টি হয়েছে? এর ফলে প্রজারা কেমন দুর্গতির সম্মুখীন হয়েছে? ১+৪
৪.৩ “এমনটা আমার মনে হয় না”- কার, কী মনে হয় না? কেন? ১+১+৩
৪.৪ কেন শঙ্কুর মনে হয়েছিল যে টাফার অধিবাসীরা পৃথিবীর মানুষদের তুলনায় অনেক আদিম স্তরে পড়ে রয়েছে? তার ধারণা সঠিক কিনা যুক্তিসহ আলোচনা করো।

৫। ভাবসম্প্রসারণ করো: (যেকোনো একটি) ৫×১=৫

৫.১ অন্যায় যে করে,
আর অন্যায় যে সহে,
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।

৫.২ এ জগতে হায় সেই বেশি চায়,
আছে যার ভূরি ভুরি,
রাজার হস্ত করে সমস্ত,
কাঙালের ধন চুরি।

১০

error: Content is protected !!