নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দশ সেট নমুনা প্রশ্ন|| বিষয়- বাংলা (WBBSE Class IX First Summative Evaluation Bengali Model Question Papers)
মডেল সেট-৬
১। সঠিক উত্তরটি নির্বাচন করো (যেকোনো সাতটি) : ১ x ৭ = ৭
১.১ ‘ভূজঙ্গ’ শব্দের অর্থ হল-
(ক) হাত
(খ) সাপ
(গ) ব্যাং
(ঘ) শরীর।
১.২ ‘ইলিয়াস’ গল্পটির বাংলা তরজমা করেছেন–
(ক) অনিন্দ্য সৌরভ
(খ) মণীন্দ্র দত্ত
(গ) শঙ্খ ঘোষ
(ঘ) সত্যনারায়ণ চক্রবর্তী।
১.৩ সুকুমার একজন
(ক) কলেজের অধ্যাপক
(খ) স্কুল শিক্ষক
(গ) ডাক্তার
(ঘ) উকিল।
১.৪ “মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে” – কোন প্রিয়জন?
(ক) শকুন্তলা
(খ) অনসূয়া
(গ) প্রিয়ংবদা
(ঘ) মহর্ষি কণ্ব।
১.৫ প্রোফেসর শঙ্কু জৃম্ভণাস্ত্র প্রয়োগ করেছিলেন যার উপর-
(ক) বিধুশেখর
(খ) চন্দ্রশেখর
(গ) নিউটন
(ঘ) প্রহ্লাদ।
১.৬ ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয়কে বলে –
(ক) তদ্ধিত প্রত্যয়
(খ) কৃৎ প্রত্যয়
(গ) শব্দ প্রত্যয়
(খ) স্বার্থিক প্রত্যয়।
১.৭ ‘ভিখিরি’ শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন রীতি রয়েছে-
(ক) স্বরাগম
(খ) স্বরসংগতি
(গ) স্বরলোপ
(ঘ) ধ্বনিবিপর্যয়।
২। কমবেশি ১৫ টি শব্দে উত্তর দাও (যেকোনো সাতটি): ১ x ৭ = ৭
২.১ ইলিয়াসের কোন সন্তান ঝামেলায় জড়িয়ে প্রাণ হারিয়েছিল?
২.২ “কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না”- কুবেরের পরিচয় দাও।
২.৩ ‘বিদারিয়া’ শব্দের অর্থ কী?
২.৪ ‘নোঙর’ শব্দের অর্থ কী ?
২.৫ কে শকুন্তলাকে পতিগৃহে পাঠানোর আয়োজন করেছিলেন?
২.৬ “পড়ে দেখো। গোল্ড মাইন”— কোন্ জিনিসকে ‘গোল্ড মাইন’ বলা হয়েছে?
২.৭ পরাগত স্বরসঙ্গতির দুটি উদাহরণ দাও।
২.৮ চারটি সংস্কৃত উপসর্গের উল্লেখ করো।
৩। কমবেশি ৬০টি শব্দে উত্তর দাও (যে-কোনো দুটি): ৩×২=৬
৩.১ “ততই বিরামহীন এই দাঁড় টানা”— দাঁড় টানা বিরামহীন কেন? ১+২
৩.২ “কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না।”-বক্তা কে? তিনি এ কথা বলেছেন কেন? ১+২
৩.৩ “এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন”—বক্তা কে? এই উক্তির আলোকে বক্তার চরিত্র আলোচনা করো। ১+২
৪। কমবেশি ১৫০ শব্দের মধ্যে উত্তর দাও (যেকোনো তিনটি): ৫×৩=১৫
৪.১ “নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর” – কোথায় সাতদিন ধরে বৃষ্টি হয়েছে? এর ফলে প্রজারা কেমন দুর্গতির সম্মুখীন হয়েছে? ১+৪
৪.২ ‘দাম’ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো।
৪.৩ “সূচক, এই জেলেকে ছেড়ে দাও”- বক্তা কে? জেলেকে কেন ধরা হয়েছিল? তাকে ছেড়ে দিতে বলা হয়েছে কেন?
৪.৪ কে, কোথা থেকে প্রফেসর শঙ্কুর ডায়রি উদ্ধার করেছিল? এই ডায়রিটির বিশেষত্ব কী ছিল?
৫। ভাবসম্প্রসারণ করো: (যেকোনো একটি) ৫×১=৫
৫.১ তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?
৫.২ দশের লাঠি একের বােঝা।