IX First Summative Model Set 7

নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দশ সেট নমুনা প্রশ্ন|| বিষয়- বাংলা (WBBSE Class IX First Summative Evaluation Bengali Model Question Papers)

WBBSE Class IX First Summative Evaluation Bengali Model Question Papers
দশ সেট বাংলা নমুনা প্রশ্ন

মডেল সেট-৭

১। সঠিক উত্তরটি নির্বাচন করো (যেকোনো সাতটি) : ১ x ৭ = ৭

১.১ “আমার ছাত্র আমাকে … করে দিয়েছে।”- (শূন্যস্থান পূরণ করো)
(ক) অমর
(খ) অজেয়
(গ) ধন্য
(ঘ) অবাক।

১.২ “আমি খণ্ড খণ্ড করে কাটলাম”— বক্তা কী কেটেছিলেন –
(ক) কাতলা মাছ
(খ) ভেটকি মাছ
(গ) ইলিশ মাছ
(ঘ) রুই মাছ।

১.৩ “আমি এরকম কাজ করিনি।” কাজটি হল- (ক) চুরি করা
(খ) জালিয়াতি করা
(গ) বাটপাড়ি করা
(খ) গাঁটকাটা।

১.৪ “কারো কথা শুনিতে না পায় কোনো জন”- কারণ
(ক) ঝড়ের শব্দ
(খ) বৃষ্টি পড়ার শব্দ
(গ) ব্যাঙের ডাক
(খ) মেঘের গর্জন।

১.৫ নোঙর হল-
(ক) গতিহীনতার প্রতীক
(খ) গতির প্রতীক
(গ) নতুনত্বের প্রতীক
(খ) আবহমানতার প্রতীক।

১.৬ প্রহ্লাদের ওজন কত?
(ক) ১ মন ৭ সের
(খ) ২ মন ৭ সের
(গ) ৩ মন ৭ সের
(ঘ) ৪ মন ৭ সের।

১.৭ প্রফেসর শঙ্কু তার Snuff-gun প্রথম প্রয়োগ করেছিলেন কার উপর?
(ক) প্রহ্লাদ
(খ) অবিনাশবাবু
(গ) বিধুশেখর
(ঘ) নিউটন।

১.৮ উপসর্গ বসে—
(ক) ধাতুর পূর্বে
(খ) ধাতুর পরে
(গ) প্রত্যয়ের পূর্বে
(খ) প্রত্যয়ের পরে।

১.৯ স্বরসংগতির একটি উদাহরণ হল-
(ক) বিকাল > বিকেল
(খ) বলিয়া > বইল্যা
(গ) বাক্স>বাস্ক
(ঘ) রত্ন> রতন।

১.১০ কুৎসিত> কুচ্ছিত- এটি হল
(ক) প্রগত সমীভবনের উদাহরণ
(খ) পরাগত সমীভবনের উদাহরণ
(গ) অন্যোন্য সমীভবনের উদাহরণ
(ঘ) স্বরসঙ্গতির উদাহরণ।

২। কমবেশি ১৫ টি শব্দে উত্তর দাও (যেকোনো সাতটি): ১ x ১০ = ১০

২.১ “অতিথিরা বাটি থেকে কুমিস পান করতে করতে গল্প করছিল”—’কুমিস’ কী?
২.২ “প্লেটোর দোরগোড়ায় কী লেখা ছিল, জানিস?”-‘প্লেটো’ কে?
২.৩ “ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত”- ‘হরিত’ শব্দের অর্থ কী?
২.৪ ‘নোঙর’ কবিতাটির মূল উৎসের নাম লেখো।
২.৫ ‘কিরবিজ’ কারা?
২.৬ ঋষি দুর্বাসা শকুন্তলাকে শাপের প্রভাব থেকে মুক্তির কী উপায় বলেছিলেন?
২.৭ যখন শকুন্তলা-দুষ্মন্তর বিবাহ হয় তখন মহর্ষি কণ্ব কোথায় গিয়েছিলেন?
২.৮ মঙ্গল গ্রহে আকাশের রঙ কী ছিল?
২.৯ প্রোফেসর শঙ্কুর ডায়রিটা কারা উদরসাৎ করেছিল?
২.১০ স্পর্শধ্বনি কোনগুলি?
২.১১ ধ্বনি বিপর্যয়ের সংজ্ঞা সহ উদাহরণ দাও।
২.১২ একটি ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ দাও।

৩। কমবেশি ১৫০ শব্দের মধ্যে উত্তর দাও (যেকোনো তিনটি): ৫×৩=১৫

৩.১ “স্কুলে কী বিভীষিকাই যে ছিলেন ভদ্রলোক”- কার সম্পর্কে এ কথা বলা হয়েছে? তাঁর বিভীষিকাময় কাজের বর্ণনা দাও।
৩.২ রাজা দুষ্মন্ত তাঁর আংটি কীভাবে ফিরে পেলেন? ধীবরকে প্রচুর পারিতোষিক দেওয়ার কারণ কী? ৩+২
৩.৩ ‘স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে।’— দাঁড় জলে ফেললেই ‘স্রোতের বিদ্রুপ’ শোনার কারণ কী? ৫
৩.৪ “প্রথম বারের কেলেঙ্কারিটার জন্য প্রহ্লাদই দায়ী।”- প্রহ্লাদ কে? তাকে দায়ী করার কারণ কী? ১+৪

৪। ভাবসম্প্রসারণ করো: (যেকোনো একটি) ৫×১=৫

৪.১ ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে।

৪.২ রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম,
ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম।
পথ ভাবে ‘আমি দেব’, রথ ভাবে ‘আমি’,
মূর্তি ভাবে ‘আমি দেব’—হাসে অন্তর্যামী।

১০

error: Content is protected !!