IX First Summative Model Set 2

নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দশ সেট নমুনা প্রশ্ন|| বিষয়- বাংলা (WBBSE Class IX First Summative Evaluation Bengali Model Question Papers)

WBBSE Class IX First Summative Evaluation Bengali Model Question Papers
দশ সেট বাংলা নমুনা প্রশ্ন

মডেল সেট-২

১। সঠিক উত্তরটি নির্বাচন করো (যেকোনো সাতটি) : ১ x ৭ = ৭

১.১ ‘কলিঙ্গদেশে ঝড়বৃষ্টি’ কবিতায় মেঘ উড়েছিল
(ক) উত্তর কোণে
(খ) বায়ু কোণে
(গ) ঈশান কোণে
(ঘ) পূর্ব কোণে।

১.২ শকুন্তলাকে পতিগৃহে পাঠানোর আয়োজন করলেন–
(ক) মহর্ষি কন্ব
(খ) ঋষি দুর্বাসা
(গ) ঋষি জৈমিনি
(ঘ) রাজা দুষ্মন্ত।

১.৩ ইলিয়াসের প্রতিবেশী হল
(ক) মহম্মহ শাহ আলম
(খ) মহম্মদ শাহ আকবর
(গ) শাহ মহম্মদ
(ঘ) মহম্মদ শা।

১.৪ পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে সুকুমারকে দিয়েছিল-
(ক) দশ শত টাকা
(খ) দশ হাজার টাকা
(গ) দশ পয়সা
(ঘ) দশ টাকা।

১.৫ ‘তরী ভরা পণ্য নিয়ে’- কবি পাড়ি দিতে চান
(ক) সপ্তসিন্ধু পারে
(খ) সপ্তনদী মাঝে
(গ) সপ্তরাজ্যতরে
(ঘ) সপ্ত মহলে।

১ ৬ ‘নোঙর’ কবিতায় ‘নোঙর’ হল প্রতীক
(ক) সুখ-দুঃখের
(খ) বাস্তবজীবনের বাধা-বিপত্তির
(গ) আনন্দের
(ঘ) সুখের।

১.৭ নগর রক্ষায় নিযুক্ত ছিলেন
(ক) রাজা
(খ) রাজ শ্যালক
(গ) চাকর
(ঘ) ধীবর।

১.৮ একটি যৌগিক স্বরধ্বনি হল
(ক) অ
(খ) ঈ
(গ) ঐ
(ঘ) ও।

১.৯ প্রফেসর শঙ্কুর পোষা বেড়ালটির নাম হল-
(ক) বিশু
(খ) নিউটন
(গ) বিধুশেখর
(ঘ) প্রহ্লাদ।

২। কমবেশি ১৫টি শব্দে উত্তর দাও: ১×৯ = ৯

২.১ ‘সঘনে চিকুর পড়ে বেঙ্গ তড়কা বাজ – ‘চিকুর’ শব্দের অর্থ কী?
২.২ মহম্মদ শা ইলিয়াসকে কী বলে সম্বোধন করতো?
২.৩ প্লেটোর দোরগোড়ায় কী লেখা ছিল?
২.৪ কে স্রোতের প্রবল প্রাণ আহরণ করে?
২.৫ কৃৎ-প্রত্যয় কাকে বলে ?
২.৬ স্বরভক্তি কাকে বলে?
২.৭ প্রফেসর শঙ্কুর পুরো নাম কী?
২.৮ মঙ্গলীয় সৈন্যরা দেখতে কেমন ছিল?
২.৯ কবির বাণিজ্যতরী’ কীসের প্রতীক ?

৩। কমবেশি ৬০টি শব্দে উত্তর দাওঃ (যেকোনো ১টি) ৩×১ = ৩

৩.১ “গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বলে জলে”- ‘ভুজঙ্গ’ শব্দের অর্থ কী? ভুজঙ্গ জলে ভেসে বেড়ায় কেন? ১+২
৩.২ “ততই বিরামহীন এই দাঁড় টানা”- বিরামহীন দাঁড় টানা বলতে কবি কী বুঝিয়েছেন? ১+২

৪। কমবেশি ৬০টি শব্দে উত্তর দাওঃ (যেকোনো ১টি) ৩×১ = ৩

৪ ১ শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিল? অভিশাপ দেওয়ার কারণ কী? ১+২
৪.২ ইলিয়াসের স্ত্রীর নাম কী? মহম্মদ শার বাড়িতে সে কী কী কাজ করত? ১+২

৫। কমবেশি ৬০টি শব্দে উত্তর দাওর (যেকোনো ১টি) ৩×১ = ৩

৫.১ “আশ্চর্য পরিষ্কার ছিল মাথা” – কার পরিষ্কার মাথা ছিল? ‘পরিষ্কার মাথা’ বলতে কী বোঝানো হয়েছে? ১+২
৫.২ “আমি চমকে উঠলাম”- কে, কেন চমকে উঠেছিল? ১+২

৬। কমবেশি ৬০টি শদে উত্তর দাওঃ (যেকোনো ১টি)

৬.১ মঙ্গল গ্রহে যাওয়ার সময় কারা প্রফেসর শঙ্কুর সঙ্গী হয়েছিল? কবে তিনি মঙ্গল গ্রহে যাত্রা শুরু করেন? ২+১
৬.২ তারকবাবু সুন্দরবনের কোথায় গিয়েছিল? তার যাওয়ার উদ্দেশ কী ছিল? ১+২

৭। কমবেশি ১৫০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫×১=৫

৭.১ “সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি”- কে বুঝেনি? সুখী জীবন না হওয়ার কারনগুলি গল্পানুসারে নিজের ভাষায় লেখো। ১+৪
৭.২ রপকধর্মী ‘নোঙর’ কবিতায় কোন সত্য প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো।

৮। ভাবসম্প্রসারণ করোঃ (যেকোনা-একটি) ৫

৮.১ “পরিশ্রম ও প্রচেষ্টা ছাড়া সাফল্য আসে না”।

৮.২ “দশে মিলি করি কাজ,
হারি জিতি নাহি লাজ”।

১০

error: Content is protected !!