IX First Summative Model Set 8

নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দশ সেট নমুনা প্রশ্ন|| বিষয়- বাংলা (WBBSE Class IX First Summative Evaluation Bengali Model Question Papers)

WBBSE Class IX First Summative Evaluation Bengali Model Question Papers
দশ সেট বাংলা নমুনা প্রশ্ন

মডেল সেট-৮ 

১। সঠিক উত্তরটি নির্বাচন করো (যেকোনো সাতটি) : ১ x ৭ = ৭

১.১ ‘নোঙর’ কবিতায় কবি পাড়ি দিতে চান— (ক) পদ্মাপারে
(খ) যমুনাপারে
(গ) সিন্ধুপারে
(ঘ) বহুদূরে।

১.২ অবস্থা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইলিয়াসের–
(ক) অসুস্থতা বেড়ে গেল
(খ) মন খারাপ হতে লাগল
(গ) শরীরের জোর কমে গেল
(খ) ঋণ হয়ে গেল।

১.৩ শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন-
(ক) মহর্ষি কণ্ব
(খ) মহৰ্ষি দুর্বাসা
(গ) ঋষি বিশ্বামিত্র
(খ) মহারাজ দুষ্মন্ত।

১.৪ ‘সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল’- কোথায়?
(ক) মনের গোপনে
(খ) মনের জানালায়
(গ) মনের দরজায়
(ঘ) মনের চোরাকুঠুরিতে।

১.৫ “ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর”—এখানে ‘চিকুর’ বলতে বোঝানো হয়েছে—
(ক) আকাশ
(খ) বজ্র
(গ) বিদ্যুৎ
(ঘ) বাতাস।

১.৬ প্রোফেসর শঙ্কুর ডায়রি লেখা শুরু হয়েছে কত তারিখে?
(ক) ১লা জানুয়ারি
(খ) ১লা ফেব্রুয়ারি
(গ) ২১ শে জানুয়ারি
(ঘ) ২১শে ফেব্রুয়ারি।

১.৭ কত পরিমাণ বটিক-ইন্ডিকা রকেটে নেওয়া হয়েছিল?
(ক) ১ মন
(খ) ২ মন
(গ) ৩ মন
(ঘ) ৪ মন।

১.৮ একটি অঘোষ-মহাপ্রাণ ধ্বনি হল-
(ক) প (খ) ফ (গ) ব (ঘ) ভ।

১.৯ বাঘ > বাগ-এটি কী ধরনের ধ্বনি পরিবর্তন?
(ক) অল্পপ্রাণীভবন
(খ) সমীভবন
(গ) বিষমীভবন
(খ) নাসিক্যভবন।

২। কমবেশি ১৫ টি শব্দে উত্তর দাও (যেকোনো সাতটি): ১ x ৬ = ৬

২.১ “মেঘে কৈল অন্ধকার”- ‘কৈল’ শব্দটির আধুনিক গদ্যরূপ কী?
২.২ ‘ভাটার শোষণ’ কথাটি ব্যবহারের কারণ কী?
২.৩ “তখন সে না ধনী না দরিদ্র”- কোন সময়ের কথা বলা হয়েছে?
২.৪ অংকের মাস্টারমশায়ের মতে, প্লেটোর দোরগোড়ায় কী লেখা ছিল?
২.৫ শকুন্তলার একজন সখীর নাম লেখো।
২.৬ প্রথমবারের মঙ্গলযাত্রার সময় কত দেরি হয়েছিল?
২.৭ একটি মহাপ্রাণীভবনের উদাহরণ দাও।
২.৮ অপিনিহিতি কাকে বলে? উদাহরণ দাও।

৩। কমবেশি ৬০টি শব্দে উত্তর দাও (যে-কোনো দুটি): ৩×২=৬

৩.১ “চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ”—চারি মেঘ ও অষ্টগজরাজ-এর পরিচয় দাও।
৩.২ “ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল”—ইলিয়াস কে? সে কেন প্রতিবেশীকে ধন্যবাদ দিয়েছিল? ১+২
৩.৩ বৃত্তি বা পেশা সম্পর্কে ধীবরের দৃষ্টিভঙ্গি কীরূপ ছিল, তা তোমার নিজের ভাষায় লেখো। ৩

৪। কমবেশি ১৫০ শব্দের মধ্যে উত্তর দাও (যেকোনো তিনটি): ৫×৩=১৫

৪.১ ইলিয়াস চরিত্রটি বিশ্লেষণ করো। ৫
৪.২ ‘নোঙর’ কবিতাটি রূপকধর্মী কবিতা— আলোচনা করো। ৫
৪.৩ ‘ধীবর-বৃত্তান্ত’ নাট্যদৃশ্যে তৎকালীন শাসনব্যবস্থার যে পরিচয় আছে, তা লেখো। ৫
৪.৪ কল্পবিজ্ঞানের গল্প হিসেবে ‘ব্যোমযাত্রীর ডায়রি’ সার্থক কিনা আলোচনা করো। ৫

৫। ভাবসম্প্রসারণ করো: (যেকোনো একটি) ৫×১=৫

৫.১ কোথায় স্বর্গ কোথায় নরক,
কে বলে তা বহুদূর,
মানুষের মাঝে স্বর্গ-নরক,
মানুষেতে সুরাসুর।

৫.২ কত বড়াে আমি, কহে নকল হীরাটি!
তাইতাে সন্দেহ করি, নহ ঠিক খাটি।

১০

error: Content is protected !!