IX First Summative Model Set 3

নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দশ সেট নমুনা প্রশ্ন|| বিষয়- বাংলা (WBBSE Class IX First Summative Evaluation Bengali Model Question Papers)

WBBSE Class IX First Summative Evaluation Bengali Model Question Papers
দশ সেট বাংলা নমুনা প্রশ্ন

মডেল সেট-৩

১। সঠিক উত্তরটি নির্বাচন করো (যেকোনো সাতটি) : ১ x ৭ = ৭

১.১ “সঘনে চিকুর পড়ে”-‘চিকুর’ শব্দের অর্থ-
(ক) বাজ
(খ) বৃষ্টি
(গ) শিলাবৃষ্টি
(ঘ) কুয়াশা।

১.২ ‘অতিথিরা বিস্মিত’—বিস্ময়ের কারণ কী—
(ক) শাম শেমাগির বক্তব্য
(খ) ইলিয়াসের বক্তব্য
(গ) গৃহস্বামীর বক্তব্য
(ঘ) মোল্লার বক্তব্য।

১.৩ “সাগরগর্জনে ওঠে কেঁপে”—কী কেঁপে ওঠে-
(ক) জল
(খ) নিস্তব্ধ মুহূর্ত
(গ) হৃদয়
(ঘ) বাণিজ্যতরী।

১.৪ ‘দাম’ গল্পের গল্পকথক একটা ইংরেজি কোটেশন কার নামে চালিয়ে দিয়েছিলেন –
(ক) তলস্তয়ের নামে
(খ) রবীন্দ্রনাথের নামে
(গ) শেক্সপিয়ারের নামে
(ঘ) বার্নার্ড শ-এর নামে।

১.৫ ‘ধীবর বৃত্তান্ত’ নাটকটির তরজমা করেছেন
(ক) বিষ্ণু দে
(খ) শঙ্খ ঘোষ
(গ) নবারুণ ভট্টাচার্য
(ঘ) সত্যনারায়ণ চক্রবর্তী।

১.৬ ‘গামছা দিয়ে অ্যাসিডটা মুছে ফেলল ‘ অ্যাসিডটার নাম কী?
(ক) প্যারাডক্সাইট
(খ) বাইকর্নিক
(গ) সালফিউরিক
(ঘ) প্যারাবক্সাইট।

১.৭ বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা-
(ক) ৬টি
(খ) ৭টি
(গ) ৮টি
(ঘ) ৯টি।

২। কমবেশি ১৫ টি শব্দে উত্তর দাও (যেকোনো সাতটি): ১ x ৭ = ৭

২.১ বাসকির বলতে কী বোঝায়?
২.২ ইলিয়াসের মোট কয়টি পুত্রসন্তান ছিল?
২.৩ “তা উনি পারতেন”- কে, কী পারতেন?
২.৪ ‘ধীবর বৃত্তান্ত’ নাটকে ধীবরের বাড়ি কোথায় ছিল?
২.৫ ‘নোঙর’ কবিতায় কবি কোথায় পাড়ি দিতে চেয়েছিলেন?
২.৬ প্রফেসর শঙ্কু অবিনাশবাবুর উপর কোন অস্ত্র প্রয়োগ করেছিলেন?
২.৭ পার্শ্বিক ধ্বনি কাকে বলে?
২.৮ উপসর্গ শব্দ নয় কেন?

৩। কমবেশি ৬০টি শব্দে উত্তর দাও (যে-কোনো দুটি): ৩×২=৬

৩.১ “আদেশ পান বীর হনুমান’–কোন্ দেবীর আদেশ পান? দেবীর আদেশ পেয়ে বীর হনুমান কী করলেন? ১+২
৩.২ “ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ”- কারা, কোন কারণে ইলিয়াসকে ভাগ্যবান পুরুষ বলতে চায়? ১+২
৩.৩ মানুষের নিজ বৃত্তি সম্পর্কে ‘ধীবর বৃত্তান্ত’ নাট্যাংশের ধীবরের ধারণা কেমন ছিল তা নিজের ভাষায় লেখো। ৩

৪। কমবেশি ১৫০ শব্দের মধ্যে উত্তর দাও (যেকোনো তিনটি): ৫×৩=১৫

৪.১ রাজশ্যালক প্রথমাবস্থায় ধীবরকে ‘চোর’, ‘গাঁটকাটা’ বলে নিন্দা করলেও শেষে তাকেই ‘প্রিয়বন্ধু’ বলে সম্বোধন করেছে কেন তা বিশ্লেষণ করো।
৪.২ “ইলিয়াসের জীবনবোধ আমাদের কাছে শিক্ষণীয়”- আলোচনা করো। ৫
৪.৩ ‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কবিতাটি কোন্ কাব্যের অন্তর্গত? এখানে বন্যার যেরূপ চিত্র ফুটে উঠেছে তার সংক্ষিপ্ত পরিচয় দাও। ১+৪
৪.৪ “আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল”- ‘কান্ডটা’ কী?

৫। ভাবসম্প্রসারণ করো: (যেকোনো একটি) ৫×১=৫

৫.১ মেঘ দেখে করিস নে ভয়,
আড়ালে তার সূর্য হাসে।

৫.২ পুষ্প আপনার জন্য ফোটে না,
পরের জন্য তোমার হৃদয়-কুসুমকে প্রস্ফুটিত করিও।

১০

error: Content is protected !!