নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দশ সেট নমুনা প্রশ্ন|| বিষয়- বাংলা (WBBSE Class IX First Summative Evaluation Bengali Model Question Papers)
![WBBSE Class IX First Summative Evaluation Bengali Model Question Papers](https://i0.wp.com/banglasir.com/wp-content/uploads/2023/03/Class-ix-model-set-bengali.jpg?resize=300%2C225&ssl=1)
মডেল সেট-৪
১। সঠিক উত্তরটি নির্বাচন করো (যেকোনো সাতটি) : ১ x ৭ = ৭
১.১ ‘দাম’ গল্পের কথক বক্তৃতাকালে একটা ইংরেজি কোটেশন কার নামে চালিয়ে দিয়েছিলেন –
(ক) জন কীটসের নামে
(গ) বায়রনের নামে
(গ) রবীন্দ্রনাথ ঠাকুরের নামে
(ঘ) বার্নার্ড শ’র নামে।
১.২ ‘কলিাদেশে ঝড়-বৃষ্টি’– কতদিন ধরে চলেছিল —
(ক) সাত দিন
(খ) পাঁচ দিন
(গ) দশ দিন
(ঘ) বারো দিন।
১.৩ কী কারণে ঢেউগুলি ফুলে ফুলে উঠে—
(ক) ভাটার টানে
(খ) জোয়ারের ফলে
(গ) ঝড়ের কারণে
(খ) সুনামির ফলে।
১.৪ “কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদুর”- কার সুনাম? –
(ক) মহম্মদ শা-র
(খ) ইলিয়াসের
(গ) শাম-শেমাগির
(ঘ) মোল্লার।
১.৫ প্রোফেসর শঙ্কুর পোষ্য বেড়ালের নাম-
(ক) বিধুশেখর
(খ) চন্দ্রশেখর
(গ) নিউটন
(ঘ) প্রহ্লাদ।
১.৬ গল্প> গপ্প- এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতি কাজ করেছে?
(ক) বিপর্য্যাস
(খ) অপিনিহিতি
(গ) স্বরভক্তি
(ঘ) সমীভবন।
১.৭ একটি পার্শ্বিক ধ্বনি হল-
(ক) র্
(খ) ল্
(গ) ম্
(ঘ) ক্।
১.৮ প্র, পরা-এ দুটি হল-
(ক) সংস্কৃত উপসর্গ
(খ) বাংলা উপসর্গ
(গ) বিদেশি উপসর্গ
(ঘ) অনুসর্গ।
২। কমবেশি ১৫ টি শব্দে উত্তর দাও (যেকোনো সাতটি): ১ x ৭ = ৭
২.১ “আমার বাণিজ্য-তরী বাঁধা পড়ে আছে”- কোথায়?
২.২ ইলিয়াসের বিয়ের কত বছর পর তার বাবা মারা গিয়েছিল?
২.৩ সুকুমারের মাস্টারমশাই কোথায় দাঁড়িয়েছিলেন?
২.৪ তারকবাবু কোথা থেকে কীভাবে শঙ্কুর ডায়রিটি পেয়েছিলেন?
২.৫ টাফার অধিবাসীরা কোথায় থাকে?
২.৬ অপিনিহিতি বলতে কী বোঝ?
২.৭ অনুসর্গের ভূমিকা কীরূপ?
২.৮ বাংলার কোন উপভাষায় অভিশ্রুতির ব্যবহার অধিক?
৩। কমবেশি ৬০টি শব্দে উত্তর দাও (যে-কোনো দুটি): ৩×২=৬
৩.১ “মেঘে কৈল অন্ধকার।”- অন্ধকারের বর্ণনা দাও।
৩.২ ‘পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি’ – বক্তার এই কথার সত্যতা বিচার করো।
৩.৩ “শকুন্তলা অপমানিতা হলেন রাজসভায়”- অপমানিত হওয়ার কারণ লেখো।
৪। কমবেশি ১৫০ শব্দের মধ্যে উত্তর দাও (যেকোনো তিনটি): ৫×৩=১৫
৪.১ “স্কুলে কী বিভীষিকাই যে ছিলেন ভদ্রলোক।”- ভদ্রলোকটি কে? তাঁর চরিত্রের বৈশিষ্ট্য লেখো। ১+৪
৪.২ ‘কলিাদেশে ঝড়-বৃষ্টি’ কবিতায় যে প্রাকৃতিক বিপর্যয়ের পরিচয় পাওয়া যায় তা বিবৃত করো। ৫
৪.৩ “এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন”- বক্তা কে? এই উক্তির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। ১+৪
৪.৪ “একটা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি।”- বক্তা কে? কোন্ বিশেষ দিনের কথা বলা হয়েছে? ঐ বিশেষ দিন থেকে বক্তা কী অনুভব করে আসছেন? ১+১+৩
৫। ভাবসম্প্রসারণ করো: (যেকোনো একটি) ৫×১=৫
৫.১ বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে।
৫.২ প্রাচীরের ছিদ্রে এক নাম গোত্রহীন,
ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন।
ধিক্ ধিক্ বলে তারে কাননে সবাই,
সূর্য উঠি বলে তারে, ‘ভালো আছো ভাই?’