IX First Summative Model Set 5

নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দশ সেট নমুনা প্রশ্ন|| বিষয়- বাংলা (WBBSE Class IX First Summative Evaluation Bengali Model Question Papers)

WBBSE Class IX First Summative Evaluation Bengali Model Question Papers
দশ সেট বাংলা নমুনা প্রশ্ন

মডেল সেট-৫

১। সঠিক উত্তরটি নির্বাচন করো (যেকোনো সাতটি) : ১ x ৭ = ৭

১.১ কলিঙ্গবাসী স্মরণ করেছিলেন– 
(ক) জৈমিনি মুনিকে 
(খ) কশ্যপ মুনিকে 
(গ) অগস্ত্য মুনিকে 
(ঘ) বশিষ্ট মুনিকে।

১.২  ‘দাম’ গল্পের কথকের নাম হল
(ক) সুবীর
(খ) কুমার
(গ) সুকুমার
(ঘ) কোনো নাম উল্লেখ নেই।

১.৩ লিও তলস্তয় ছিলেন … দেশের মানুষ। – 
(ক) ভারতবর্ষ 
(খ) চীন 
(গ) বর্মা 
(ঘ) রাশিয়া।

১.৪ শকুন্তলার পালক পিতা ছিলেন 
(ক) মহর্ষি দুর্বাসা 
(খ) মহর্ষি কণ্ব 
(গ) মহর্ষি গৌতম 
(ঘ) মহর্ষি বিশ্বামিত্র।

১.৫ বটিক-ইন্ডিকার একটা বড়ি খেলে কত ঘন্টার জন্য খিদে-তেষ্টা মিটে যায়?
(ক) ২৪ ঘন্টা
(খ) ১২ ঘন্টা
(গ) ৪৮ ঘন্টা
(ঘ) ৩৬ ঘন্টা।

১.৬ স্টেশন > ইস্টিশন -এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতি অনুসৃত হয়েছে- 
(ক) স্বরাগম 
(খ) স্বরলোপ 
(গ) অভিশ্রুতি
(ঘ) ধ্বনিবিপর্যয়।

১.৭ চ-বর্গের ব্যঞ্জনধ্বনির উচ্চারণস্থান হল— 
(ক) কণ্ঠ 
(খ) তালু 
(গ) মূর্ধা 
(ঘ) দন্ত।

১.৮ ‘দেইখ্যা’, ‘শুইন্যা’ শব্দ দুটি যার অন্তর্ভুক্ত- 
(ক) অপিনিহিতি 
(খ) স্বরসংগতি 
(গ) অভিশ্রুতি 
(ঘ) সমীভবন।

২। কমবেশি ১৫ টি শব্দে উত্তর দাও (যেকোনো সাতটি): ১ x ৭ = ৭

২.১ ‘কলিঙ্গদেশে ঝড়বৃষ্টি’ কবিতায় ‘শিল’-কে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?
২.২ প্রতিবার জলে দাঁড় পড়লে কী শোনা যাচ্ছে?
২.৩ “তাছাড়া তারা অলস নয়”- কারা অলস নয়?
২.৪ ধীবরকে কারা ধরে এনেছিল?
২.৫ ঋষি দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দেন কেন?
২.৬ মঙ্গল গ্রহে জল কীরকম ছিল?
২.৭ বিপ্রকর্ষ কথাটির অর্থ কী?
২.৮ হাসপাতাল> হাঁসপাতাল- ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম?

৩। কমবেশি ৬০টি শব্দে উত্তর দাও (যে-কোনো দুটি): ৩×২=৬

৩.১ “শুনে অতিথিরা ভাবতে বসল”- অতিথিরা কী শুনেছিল? তাদের ভাবনার কারণ কী? ১+২
৩.২ “না পায় দেখিতে কেহ রবির কিরণ”—কোন্ কবিতার অংশ? কখন এরকম পরিস্থিতি হয়েছিল? ১+২
৩.২ “… যখন শকুন্তলা অন্যমনা তখন তপোবনে এলেন ঋষি দুর্বাসা”- শকুন্তলা কে? তিনি অন্যমনা কেন? ১+২

৪। কমবেশি ১৫০ শব্দের মধ্যে উত্তর দাও (যেকোনো তিনটি): ৫×৩=১৫

৪.১ ‘এটা খুবই জ্ঞানের কথা—উক্তিটি কার? জ্ঞানের কথা কে বলেছিল? বক্তার এমন মন্তব্যের কারণ কী? ১+১+৩
৪.২ ‘নোঙর’ কবিতায় যে জীবনসত্য ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো। 
৪.৩ “মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন”- মহারাজের পরিচয় দাও। কোন সংবাদের কথা বলা হয়েছে? তিনি সেই সংবাদ শুনে খুশি হবেন কেন? ১+১+৩
৪ ৪ ‘ব্যোমযাত্রীর ডায়রি’ গল্প অবলম্বনে তারক চাটুজ্যের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো।
৪.৫ প্রফেসর শঙ্কু এবং তার দলবলের উপর মঙ্গল গ্রহে যে অমঙ্গল ঘটেছিল, তা নিজের ভাষায় লেখো।

৫। ভাবসম্প্রসারণ করো: (যেকোনো একটি) ৫×১=৫

৫.১ দণ্ডিতের সাথে,
দণ্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে;
সর্বশ্রেষ্ঠ সে বিচার।

৫.২ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, চির কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।

১০

error: Content is protected !!