ভারত চার ভাষাবংশের দেশ

একাদশ শ্রেণী

ভারতের ভাষাপরিবার ও বাংলা ভাষা

বড় প্রশ্ন (মান-৫)

প্রশ্ন- “ভারত চার ভাষাবংশের দেশ”–এই চার ভাষাবংশের পরিচয় দাও। ৫

ভারতের ভাষা পরিবার
ভারতের ভাষা পরিবার

উত্তর- ভাষাবিজ্ঞানীগণ ভারতকে “চার ভাষাবংশের দেশ” বলে অভিহিত করে থাকেন।বস্তুতপক্ষে, ভারতে কতগুলি ভাষা প্রচলিত রয়েছে সেবিষয়ে ভাষাবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য থাকলেও ভারতে প্রচলিত অধিকাংশ ভাষা যে চারটি ভাষাবংশ থেকেই উদ্ভূত হয়েছে এবিষয়ে সকলেই একমত। এই চারটি ভাষাবংশ হল-

ইন্দো-ইউরোপীয়- খ্রিস্টপূর্ব পঞ্চদশ শতকে ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের একটি শাখা ‘ভারতীয় আর্য’ নামে ভারতে প্রবেশ করে। কালক্রমে, ভারতীয় আর্যভাষার বিবর্তনের মধ্য দিয়ে নব্য-ভারতীয় ভাষাগুলির জন্ম হয়েছে। বাংলা, হিন্দি, অসমীয়া, ওড়িয়া প্রভৃতি ভাষাগুলি এই ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের অন্তর্গত।

দ্রাবিড়- দক্ষিণ ভারতের প্রধান ভাষাগুলি যথা, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম প্রভৃতি দ্রাবিড় ভাষাবংশ থেকে এসেছে। ভাষাভাষীর সংখ্যার বিচারে, দ্রাবিড় হল ভারতের দ্বিতীয় বৃহত্তম ভাষাবংশ।

অস্ট্রিক- কালের বিচারে অস্ট্রিক ভাষাবংশ হল ভারতের প্রাচীনতম ভাষাবংশ। অস্ট্রিক ভাষাবংশের অস্ট্রো-এশিয়াটিক শাখার ৬৫ টি ভাষা ভারতে প্রচলিত রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল- সাঁওতালি, মুন্ডারি, হো প্রভৃতি।

ভোট-চিনা- উত্তর-পূর্ব ভারতে এবং হিমালয় পার্বত্য অঞ্চলে ভোট-চিনা ভাষাবংশের ভাষাগুলি প্রচলিত রয়েছে। এই ভাষাবংশের উল্লেখযোগ্য ভাষাগুলি হল- গারো, কোচ, মিসমি, মেইতেই, মিজো, অঙ্গামি প্রভৃতি।

এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

error: Content is protected !!