নব্য ভারতীয় আর্যভাষা

একাদশ শ্রেণীর পাঠ্য বাংলা ভাষা বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় ভারতের ভাষা পরিবার এবং বাংলা ভাষা।

Class 11 Bangla Bhasa Bigyan 2nd Chapter Bharoter Bhasa Paribar Ebong Bangla Bhasa Long Question.

প্রশ্নঃ নব্য ভারতীয় আর্য ভাষার সময়কাল উল্লেখ করে এই পর্বের সংক্ষিপ্ত আলােচনা করাে। [৫] 

উত্তরঃ নব ভারতীয় আর্য ভাষার সময়সীমা হল ৯০০ খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময়কাল পর্যন্ত।

নব্য ভারতীয় আর্য ভাষাঃ

নব্য ভারতীয় আর্য ভাষা বলতে একটিমাত্র ভাষাকে বোঝানো হয় না। আসলে, মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ পর্যায়ে যেসব আঞ্চলিক রূপ ফুটে উঠেছিল, সেগুলি থেকেই নবম শতকে আধুনিক ভারতীয় ভাষাগুলির জন্ম হয়। এই সবকটি আধুনিক ভাষাকে একত্রে নব্য ভারতীয় আর্য ভাষা বলা হয়।

প্রসঙ্গত উল্লেখ করা যায় যে, ভারতীয় আর্য ভাষার বিবর্তনের মধ্যম স্তরে, যাকে মধ্য ভারতীয় আর্য ভাষা বলা হয়, এই স্তরে পাঁচটি প্রাকৃত ভাষা ব্যাপকভাবে প্রচলিত হয়েছিল। সেগুলি হল- মহারাষ্ট্রী প্রাকৃত, শৌরসেনী প্রাকৃত, পৈশাচী প্রাকৃত, মাগধী প্রাকৃত এবং অর্ধমাগধী প্রাকৃত। প্রাকৃত ভাষার পরবর্তী স্তর অপভ্রংশ। উপরোক্ত পাঁচটি প্রাকৃত ভাষার অপভ্রংশ থেকে নব্য ভারতীয় আর্য ভাষাগুলির জন্ম হয়েছিল। যেমন-

মহারাষ্ট্রী প্রাকৃতের অপভ্রংশ থেকে জন্ম নেয়- মারাঠি এবং কোঙ্কনী ভাষা।

শৌরসেনী প্রাকৃতের অপভ্রংশ থেকে জন্ম নেয়- নেপালি, কুমায়নি, গাড়োয়ালী, হিন্দুস্তানি, ব্রজভাষা, কনৌজি, বুন্দেলি এবং বন্দারু।

পৈশাচী প্রাকৃতের অপভ্রংশ থেকে জন্ম নেয়- সিন্ধি, পশ্চিমা পাঞ্জাবি ও পূর্বি পাঞ্জাবি।

মাগধী প্রাকৃতের অপভ্রংশ থেকে জন্ম নেয়- ভোজপুরি, মৈথিলি, মগহী, অহমিয়া, ওড়িয়া এবং বাংলা।

অর্ধমাগধী প্রাকৃতের অপভ্রংশ থেকে জন্ম নেয়- অবধী, বাঘেলী এবং ছত্রিশগড়ী।

এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

error: Content is protected !!