বাংলা শর্ট প্র্যাকটিস সেট-২

উচ্চমাধ্যমিক বাংলা

এমসিকিউ শর্ট প্র্যাকটিস সেট-২
বিভাগ খ’ (নম্বর : ৩০)

বাংলা এমসিকিউ শর্ট টেস্ট

১। সঠিক বিকল্পটি নির্বাচন করাে:১×১৮=১৮

১.১ পাশের কুঠরি থেকে নিখিল যখন খবর নিতে এল মৃত্যুঞ্জয় তখন-
(ক) শূন্যদৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে
(খ) টেবিলে মাথা রেখে শুয়ে
(গ) কাচের গ্লাসে জল পান করছে
(ঘ) কলঘরে বমি করছে।

১.২ নিখিলকে প্রতি মাসে কিছু কিছু টাকা পাঠাতে হয়-
(ক) পাঁচ জায়গায়
(খ) তিন জায়গায়
(গ) চার জায়গায়
(ঘ) দুই জায়গায়।

১.৩ রেঁধে-বেড়ে শাশুড়িকে খাওয়ানাে-
(ক) মেজ বউএর কাজ
(খ) সেজ বউএর কাজ
(গ) বড় বউএর কাজ
(ঘ) ছােটো বউএর কাজ।

১.৪ বুড়িকে ‘হরিবােল’ বলতে শুনেছিল-
(ক) নিবারণ বাগদি
(খ) ভটচাজমশাই
(গ) চৌকিদার
(ঘ) নকড়ি নাপিত।

১.৫ ভিখিরি বুড়িটির গায়ে জড়ানাে ছিল-
(ক) চিটচিটে তুলাের কম্বল
(খ) নােংরা ময়লা চাদর
(গ) তেলচিটে মােটা চাদর
(ঘ) নােংরা তেলচিটে কাঁথা।

১.৬ ‘সকালের আলােয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ুরের
(ক) সবুজ নীল পালকের মতাে ঝিলমিল করছে
(খ) সবুজ নীল ডানার মতাে ঝিলমিল করছে
(গ) সবুজ নীল পেখমের মতাে ঝিলমিল করছে (ঘ) সবুজ নীল শরীরের মতাে ঝিলমিল করছে।

১.৭ ‘রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলােড়িত করে।’-
(ক) কয়লার খনির গভীর, বিশাল শব্দ
(খ) ঘুমহীন ক্লান্ত দুঃস্বপ্ন
(গ) দুর সমুদ্রের দীর্ঘশ্বাস
(ঘ) দেবদারুর দীর্ঘ রহস্য।

১.৮ ‘গাছের সবুজটুকু শরীরে দরকার’-
(ক) সবুজের অভাব দূর করার জন্য
(খ) সবুজ দেখার জন্য
(গ) আরােগ্যের জন্যে
(ঘ) পরিবেশকে সবুজ করার জন্য।

১.৯ ‘যা পারি কেবল সেই কবিতায় জাগে’-কবিতায় জেগে ওঠে-
(ক) কবির প্রতিবাদ
(খ) কবির বিবেক
(গ) কবির মূল্যবােধ
(ঘ) কবির চেতনা।

১. ১০ ট্রামের ছবি নিয়ে যে লােকটি ঢােকে তার মুখে শােনা যায়-
(ক) টুং টাং আওয়াজ
(খ) টুং টুং আওয়াজ
(গ) ঠুং ঠ্যাং আওয়াজ
(ঘ) ঠ্যাং ঠ্যাং আওয়াজ।

অথবা, ‘স্টেজে দাঁড়িয়ে পার্ট করতে করতে হঠাৎ যেন আমার চোখ খুলে গেল’, স্টেজে তখন অভিনীত হচ্ছিল-
(ক) সাজাহান নাটক
(খ) রিজিয়া নাটক
(গ) আলমগির নাটক
(ঘ) বাজে হাসির নাটক।

১.১১ ‘বুদ্ধিটা কী করে এল তা বলি।’-বুদ্ধিটা এসেছিল-
(ক) মারাঠি তামাশা দেখে
(খ) পুরানাে বাংলা নাটক পড়ে
(গ) উড়ে দেশের যাত্রা দেখে
(ঘ) সাহেবের লেখা পড়ে।

অথবা, মেয়েটি রজনীকান্তকে যে চরিত্রে অভিনয় করতে দেখেছিল-
(ক) আলমগির
(খ) দিলদার
(গ) বক্তিয়ার
(ঘ) মহম্মদ।

১.১২ শম্ভু এবং অমরের মতে পৃথিবীতে সবচেয়ে পপুলার ইন্টারেস্ট-এর জিনিস হল
(ক) লারে লাপ্পা
(খ) প্রেম
(গ) বায়ােস্কোপ
(ঘ) মারপিট।

অথবা, ‘থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের গভীর কালাে অক্ষরে লেখা’ – রজনীকান্তের জীবনের-
(ক) পঁয়ষট্টিটা বছর
(খ) আটষট্টিটা বছর
(গ) পয়তাল্লিশটা বছর
(ঘ) আটচল্লিশটা বছর।

১.১৩ ‘সেই রাতে চিৎকার উঠেছিল ক্রীতদাসের জন্য।’ –
(ক) ব্যবিলনে
(খ) স্পেনে
(গ) বাইজেনটিয়ামে
(ঘ) আটলান্টিসে।

অথবা, মর্দানা তেষ্টার চোটে-
(ক) প্রচন্ড ছটফট করেছিল
(খ) হাত পা ছুঁড়ছিল ও কাঁদছিল
(গ) নিস্তেজ হয়ে পড়েছিল
(ঘ) জল ছাড়া মাছের মতাে ছটফট করছিল।

১.১৪ ভারতীয় কুক্তিকে বিশ্বের দরবারে প্রথম তুলে ধরেছিলেন যে বাঙালি কুস্তিগির-
(ক) যতীন্দ্রচরণ ঘােষ
(খ) যতীন্দ্রমােহন গুহ
(গ) যতীন্দ্রমােহন ঘােষ
(ঘ) যতীন্দ্রচরণ গুহ।

১.১৫ বাংলায় সর্বপ্রথম ধ্রুপদ রচনা করেন-
(ক) রামশঙ্কর ভট্টাচার্য
(খ) যদুভট্ট
(গ) জ্ঞানেন্দ্রপ্রসাদ গােস্বামী
(ঘ) রাধিকাপ্রসাদ গােস্বামী।

১.১৬ ‘বাইশে শ্রাবণ’ ছবিটির পরিচালক ছিলেন-
(ক) সত্যজিৎ রায়
(খ) মৃণাল সেন
(গ) ঋত্বিক ঘটক
(ঘ) তপন সিংহ।

১.১৭ একটি পার্শ্বিক ধ্বনির উদাহরণ হল-
(ক) ‘র’
(খ) ‘ড়’
(গ) ‘ল’
(ঘ) ‘ঢ়’ ।

১.১৮ যখন কোনাে ‘রূপ’ বিভক্তির ভূমিকা পালন করে তখন সেই রূপকে বলা হয়-
(ক) সমন্বয়ী রূপমূল
(খ) নিষ্পাদিত রূপমূল
(গ) আভিধানিক রূপমূল
(ঘ) ব্যাকরণসম্মত রূপমূল।

বহুবিকল্পীধর্মী প্রশ্নের (MCQ) উত্তর
১.১ (গ) কাচের গ্লাসে জল পান করছে।
১.২ (খ) তিন জায়গায়।
১.৩ (ক) মেজ বউএর কাজ।
১.৪ (ঘ) নকড়ি নাপিত।
১.৫ (ক) চিটচিটে তুলাের কম্বল।
১.৬ (খ) সবুজ নীল ডানার মতাে ঝিলমিল করছে।
১.৭ (গ) দুর সমুদ্রের দীর্ঘশ্বাস।
১.৮ (গ) আরােগ্যের জন্যে।
১.৯ (খ) কবির বিবেক।
১.১০ (ঘ) ঠ্যাং ঠ্যাং আওয়াজ।
অথবা (ঘ) বাজে হাসির নাটক।
১.১১ (খ) পুরানাে বাংলা নাটক পড়ে।
অথবা-(ক) আলমগির।
১.১২ (ক) লারে লাপ্পা।
অথবা- (গ) পয়তাল্লিশটা বছর।
১.১৩ (ঘ) আটলান্টিসে।
অথবা- (ঘ) জল ছাড়া মাছের মতাে ছটফট করছিল।
১.১৪ (ঘ) যতীন্দ্রচরণ গুহ।
১.১৫ (ক) রামশঙ্কর ভট্টাচার্য।
১.১৬ (খ) মৃণাল সেন।
১.১৭ (গ) ‘ল’।
১.১৮ (ক) সমন্বয়ী রূপমূল।

২। অনধিক ২০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১২×১=১২

২.১ ‘নিখিল সংবাদপত্রটি তুলে নিল। চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়ল’ -সংবাদপত্রের কোন সংবাদটি নিখিলের নজরে পড়েছিল?

২.২ ‘এই শােন কতা! ভাত নামলেও খাওয়া
নেই একন।’ -ভাত খাওয়ার নিষেধ জারি হয়েছিল কেন?

২.৩ ‘নদীর তীক্ষ্ম শীতল ঢেউয়ে সে নামল’-কেন সে নদীতে নেমেছিল?

২.৪ ‘অলস সূর্য দেয় এঁকে’-‘অলস সূর্য’ কোথায় কী আঁকে?

২.৫ ‘কঠিনেরে ভালােবাসিলাম’ কবি কঠিনকে ভালােবেসেছিলেন কেন?

২.৬ শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়’-শহরের অসুখ বলতে কবি কি বুঝিয়েছেন?

২.৭ ‘এই নিয়ে নাটক লেখাে-দেখাে, পুলিশেও ছাড়বে না, আর লােকেও দেখবে না।- কী
নিয়ে নাটক লেখার কথা বলা হয়েছে?

অথবা, এই তাে জীবনের সত্য কালীনাথ’-বক্তা জীবনের সত্য বলতে কী বুঝিয়েছেন?

২.৮ ‘তাে দর্শকরা কিছু মনে করেনা’ -দর্শকরা কেন কিছু মনে করেনা?

অথবা, “যখনই এইসব কথা ভাবি, তখনই ভয়ে যেন বুকের ভেতরটা হিম হয়ে আসে আমার’- বক্তা কোন্ কথা ভেবে ভয় পান?

২.৯ ‘খরচ মেটাতাে কে?’ এখানে কোন খরচের কথা বলা হয়েছে?

অথবা, ‘উনি রীতিমত হতভম্ব-রীতিমত’- হতভম্ব হওয়ার কারণ কী?

২.১০ সমাজভাষাবিজ্ঞান বলতে কী বােঝায়?

২.১১ ক্র্যানবেরি রূপমূল কাকে বলে?

২.১২ ধ্বনিমূল এবং সহধ্বনির প্রধান পার্থক্য কী?

বাংলা প্র্যাকটিস সেট (শর্ট এবং এমসিকিউ)

সেট ১ সেট ২ সেট ৩ সেট ৪ সেট ৫
সেট ৬ সেট ৭ সেট ৮ সেট ৯ সেট ১০

২. অতিসংক্ষিপ্ত প্রশ্নের (SAQ) উত্তর:

২. ১ সংবাদপত্রের এক জায়গায় গােটা কুড়ি মৃতদেহকে ভালােভাবে সদগতির ব্যবস্থা করে স্বর্গে পাঠানাে হয়নি বলে তীক্ষ্ণধার হা-হুতাশ ভরা মন্তব্য করা হয়েছিল। এই খবরটি নিখিলের নজরে পড়েছিল।

২.২ তান্ত্রিকের নতুন বিধান ছিল হােমযজ্ঞের পরেই খাবার খাওয়া যাবে। সেইজন্য ভাত খাওয়ার নিষেধাজ্ঞা জারি হয়েছিল।

২.৩ সুন্দর বাদামি হরণটি নদীর শীতল জলে নেমেছিল অনিদ্রাজনিত ক্লান্তি দূর করার জন্য।

২.৪ সন্ধ্যার জলস্রোতে অলস সুর্য গলিত সােনার মতাে উজ্জ্বল আলাের স্তম্ভ এঁকে দেয়।

২.৫ কবি কঠিনকে ভালোবেসেছিলেন কারণ সে কখনো বঞ্চনা করে না।

২.৬ অতিরিক্ত বৃক্ষচ্ছেদনের ফলে শহরে সবুজের অনটন ঘটে এবং মানুষজন অসুস্থ হয়। সবুজের অভাবজনিত অসুখকেই কবি শহরের অসুখ বলেছেন।

২.৭ ‘বিভাব’ নাটকে শোভাযাত্রীদের যে স্লোগান অর্থাৎ ‘চাল চাই, কাপড় চাই’, সেই বিষয়ে নাটক লেখার কথা বলা হয়েছে।

অথবা, প্রতিভার কাছে বয়স হার মেনে যায়। রজনীকান্তের মতে এটাই জীবনের সত্য।

২.৮ জাপানের কাবুকি থিয়েটারে স্বামীর মৃত্যুতে সদ্যবিধবা স্ত্রী যখন কাঁদতে থাকে তখন যদি মৃত স্বামী ধীরে ধীরে মঞ্চ ছেড়ে চলে যায় তবে দর্শকেরা মনে কিছু করবে না। কারণ স্ত্রীর দুঃখটাই সেখানে প্রধান করে দেখানাে হয়।

অথবা, অকৃতদার রজনীকান্তকে মরবার সময় মুখে দু্ফোটা জল দেওয়ারও কেউ নেই। এই সব কথা ভেবে তিনি ভয় পান।

২.৯ বিজয়ী বীরের সম্মানে যে জয়ােৎসবের ভােজের আয়োজন করা হতো সেই ভোজের খরচের কথা বলা হয়েছে।

অথবা, দরবেশ বলী কান্ধারী তার কুঁয়ােতে একটুও জল ছিল না দেখে হতভম্ব হয়েছিলেন।

২.১০ ভাষা কীভাবে সমাজে কাজ করে এবং সমাজ কীভাবে ভাষার উপর প্রভাব বিস্তার করে, ভাষাবিজ্ঞানের যে শাখাটি এই বিষয়ে আলােচনা করে তাকে সমাজভাষাবিজ্ঞান বলা হয়।

২.১১ ক্র্যানবেরি রূপমূল হল এমন এক পরাধীন রূপমূল যার অভিধানিক ও ব্যাকরণসম্মত অর্থ থাকে না, অথচ একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে। যেমন- সংলাপ, বিলাপ, আলাপ প্রভৃতি শব্দগুলির ‘লাপ’ অংশটি হল ক্রানবেরি রূপমূল।

২.১২ ধ্বনিমূল একটি কল্পনামাত্র যার বাস্তব ব্যবহারিক প্রকাশ হল সহধ্বনি।

error: Content is protected !!