বাংলা শর্ট প্র্যাকটিস সেট ৩

উচ্চমাধ্যমিক বাংলা

এমসিকিউ শর্ট প্র্যাকটিস সেট-৩
বিভাগ খ’ (নম্বর : ৩০)

বাংলা এমসিকিউ শর্ট টেস্ট

১. সঠিক উত্তরটি বেছে নাও: ১×১৮=১৮

১.১ নিখিল অবসর জীবন কাটাতে চায়-
(ক) দুস্থ মানুষের সেবা করে
(খ) দেশ বিদেশ ভ্ৰমণ করে
(গ) গান শুনে ও নাটক দেখে
(ঘ)বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তুলে।

১.২ ‘ফুটপাথে হাঁটা তার বেশী প্রয়ােজন হয় না’- কার প্রয়ােজন হয় না?
(ক) নিখিল
(খ) টুনুর মা
(গ) মৃতুঞ্জয়
(ঘ) টুনু।

১.৩ বড়াে বাড়িতে মেজো আর ছােটো ছেলের জন্য বারাে মাস কোন্ চাল রান্না হয়?
(ক) ঝিঙেশাল
(খ) রামশাল
(গ) পদ্মজালি
(ঘ) কনকপানি।

১.৪ বুড়াে কর্তার সেজো ছেলে থাকে
(ক) কলকাতায়
(খ) বিলেতে
(গ) দিল্লীতে
(ঘ) পাঞ্জাবে।

১.৫ বুড়িকে ‘শ্রীহরি শ্রীহরি’ বলতে শুনেছে-
(ক) নকড়ি নাপিত
(খ) ভট্টচাজ মশাই
(গ) ফজলু সেখ
(ঘ) নিবারণ বাগদি।

১.৬ নিম্নলিখিতদের মধ্যে ভারত আক্রমন করেছিল-
(ক) আলেকজান্ডার
(খ) সিজার
(গ) দ্বিতীয় ফ্রেডারিক
(ঘ) ফিলিপ।

১.৭ “চিনিলাম আপনারে” – কবি কীভাবে নিজেকে চিনলেন?-
(ক) দুঃখে শােকে
(খ) সুখে আনন্দে
(গ) বেদনায়- আঘাতে
(ঘ) আঘাতে আঘাতে বেদনায় বেদনায়।

১.৮ “মেঘ-মদির মহয়ার দেশ” কোথায় আছে?

(ক) অনেক অনেক দূরে
(খ) খুবকাছে
(গ) নির্জন অরণ্যে
(ঘ) কিছুটা দূরে।

১.৯ ‘ক্রন্দনরতা জননী’ হলেন-
(ক) কবির মা
(খ) শহীদের মা
(গ) জন্মদাত্রী ও জন্মভূমি উভয়ই
(ঘ) যেকোনো মা।

১.১০ কবি বহুদিন কোথায় আছেন?
(ক) গ্রামে
(খ) অরণ্যে
(গ) পাহাড়ে
(ঘ) শহরে।

১.১১ বাংলা বর্ণপরিচয় বইয়ে কটি যৌগিক স্বরবর্ণ রয়েছে?
(ক) ২ টি
(খ) ৩ টি
(গ) ১টি
(ঘ) ৪ টি।

১.১২ “পদগুচ্ছের সংগঠন তত্ত্ব”- এর প্রবক্তা হলেন-
(ক) নােয়াম চমঙ্কি
(খ) এডওয়ার্ড স্যাপির
(গ) লিওনার্ড ব্লুমফিড
(ঘ) হেনরি পটার।

১.১৩ “নানারঙের দিন’ নাটকে প্রম্পটার কালীনাথ সেনের বয়স ছিল প্রায়-
(ক) ৬০ বছর
(খ) ৬৫ বছর
(গ) ৫৫ বছর
(ঘ) ৬৮ বছর।

অথবা, ‘বিভাব’ নাটকটির অনুপ্রেরণা হচ্ছে –
(ক) জাপানি কাবুকি থিয়েটার
(খ) রবীন্দ্রনাথের নাটক
(গ) ইংরেজি থিয়েটার
(ঘ) রূশ নাটক।

১.১৪ শম্ভু মিত্রের মতে কত ইঞ্চি বুক হলে পুলিশ হওয়া যায়-
(ক) ৩১ ইঞ্চি 
(খ) ৩২ ইঞ্চি
(গ) ৩৪ ইঞ্চি
(ঘ) ৩৫ ইঞ্চি

অথবা, “শাহাজাদি সম্রাটনন্দিনী! মৃত্যুভয় দেখাও কাহারে?”-কোন চরিত্রের সংলাপ-
(ক) সাজাহান
(খ) বক্তিয়ার
(গ) মহম্মদ
(ঘ) নূরজাহান।

১.১৫ সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ ছবির সংগীত পরিচালনা করেছিলেন-
(ক) পন্ডিত রবিশংকর
(খ) ওস্তাদ বিসমিল্লা খাঁ
(গ) ওস্তাদ বিলায়েৎ খাঁ
(ঘ) সত্যজিৎ রায়।

১.১৬ নারায়ণ চন্দ্র ঘােষ পশ্চিমবঙ্গে কোন খেলার প্রসারে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেন?
(ক) হকি
(খ) কবাডি
(গ) ব্যাডমিন্টন
(ঘ) সাঁতার।

১.১৭ ‘খেয়াল’ শব্দটির অর্থ
(ক) সংক্ষেপ
(খ) যথেচ্ছাচার
(গ) বিস্তার
(ঘ) গজল।

১.১৮ ভারতীয় বর্ষপঞ্জির সংস্কার করেন কোন বিজ্ঞানী?
(ক) জগদীশ চন্দ্র বােস
(খ) সতেন্দ্রনাথ বােস
(গ) মেঘনাদ সাহা
(ঘ) প্রফুল্ল চন্দ্র রায়।

১। বহুবিকল্পীধর্মী প্রশ্নের উত্তর:
১.১ (ঘ) বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তুলে।
১.২ (গ) মৃতুঞ্জয়।
১.৩ (গ) পদ্মজালি।
১.৪ (খ) বিলেতে।
১.৫ (খ) ভট্টচাজ মশাই।
১.৬ (ক) আলেকজান্ডার।
১.৭ (ঘ) আঘাতে আঘাতে বেদনায় বেদনায়।
১.৮ (ক) অনেক অনেক দূরে।
১.৯ (গ) জন্মদাত্রী ও জন্মভূমি উভয়ই।
১.১০ (ঘ) শহরে।
১.১১ (ক) ২ টি।
১.১২ (ক) নােয়াম চমস্কি।
১.১৩ (ক) ৬০ বছর, অথবা, (ক) জাপানি কাবুকি থিয়েটার।
১.১৪ (খ) ৩২ ইঞ্চি অথবা, (খ) বক্তিয়ার।
১.১৫ (ক) পন্ডিত রবিশংকর।
১.১৬ (খ) কাবাডি।
১.১৭ (খ) যথেচ্ছাচার।
১.১৮ (গ) মেঘনাদ সাহা।

২। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১×১২=১২

২.১ “ওটা পাশবিক স্বার্থপরতা।”- এর প্রতিক্রিয়া হিসেবে উদ্দিষ্ট ব্যক্তি কী বলেছিল?

২.২ ‘ওই পাঁচ ভাগে ভাত হয়।’- পাঁচভাগের নাম কী?

২.৩ ‘রাজা রথারােহণম নাটয়তি।’ -কথাটির অর্থকী?

অথবা, “এই তাে জীবনের সত্য কালীনাথ।”-সত্যটি কী?

২.৪ ‘My kingdom for a horse” – কোন নাটকের সংলাপ?

২.৫ ‘স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব’ –ফিলিপ কেঁদেছিল কেন?

অথবা, “তাকে সামনের পাথরটা তুলতে বললেন।”-পাথরটা তােলার পর কী দেখা গিয়েছিল?

২.৬ সরল বাক্যে কয়টি উদ্দেশ্য এবং কয়টি বিধেয় থাকে?

২.৭ ‘ন্যূনতম শব্দজোড়’ বলতে কী বােঝাে?

২.৮ “একটি তারা এখন আকাশে রয়েছে।” –
তারাটিকে কবি কীসের সঙ্গে তুলনা করেছেন?

২.৯ “সবুজের অনটন ঘটে” – কোথায়, কেন সবুজের অনটন ঘটে?

২.১০ দুটি পরাধীন রূপমূলের উদাহরণ দাও।

২.১১ ‘অন্ন’ শব্দের আদি অর্থ ‘খাদ্য’ এবং পরিবর্তিত অর্থ ‘ভাত’- এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা?

২.১২ রূপমূলের দুটি শ্রেণির উল্লেখ করাে।

২। অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

২.১ মৃত্যুঞ্জয় নিখিলের সমাজধর্ম বিষয়ক যুক্তিকে ‘পাশবিক’ স্বার্থপরতা বলেছে।

২.২ ঝিঙেশাল, রামশাল, কনকপানি, পদ্মজালি ও মােটাসাপটা- এই পাঁচ ভাগে ভাত হতো।

২.৩ আলোচ্য উক্তিটির বাংলা অনুবাদ হল- রাজা রথে আরােহন করার ভঙ্গী করলেন।
অথবা, প্রতিভার কাছে বার্ধক্য হার মেনে যায়- এটাই জীবনের সত্য।

২.৪ উইলিয়াম শেক্সপিয়রের লেখা ‘রিচার্ড দি থার্ড’ নাটকের সংলাপ।

২.৫ ইংল্যাণ্ড সঙ্গে যুদ্ধে স্পেনের ‘আর্মাডা’ রণবহর ডুবে গিয়েছিল বলে ফিলিপ কেঁদেছিল।
অথবা, পাথরটা তোলার পর দেখা গিয়েছিল পাথরের তলায় অফুরান জলের ঝরণা।

২.৬ সরল বাক্যের ১টি উদ্দেশ্য এবং ১টি বিধেয় থাকে।

২.৭ দুটি শব্দের উচ্চারণে ন্যূনতম পার্থক্য থাকলে তাকে বলা হয় ন্যূনতম শব্দজোড়। যেমন- কলি, বলি।

২.৮ পাড়াগাঁর বাসর ঘরে সবথেকে গােধূলিমদির মেয়েটির সঙ্গে কবি তারাটির তুলনা করেছেন।

২.৯ শহরে নির্বিচারে গাছ কাটার জন্য সবুজের অনটন ঘটে।

২.১০ ‘অসুখ’ শব্দের ‘অ’ এবং ‘স্বাধীনতা’ শব্দের ‘তা’ হল পরাধীন রূপমূল।

২.১১ এটি হল শব্দার্থের সংকোচন।

২.১২ রূপমূলের দুটি শ্রেণি হল স্বাধীন ও পরাধীন রূপমূল।

বাংলা প্র্যাকটিস সেট (এমসিকিউ এবং শর্ট)

সেট ১ সেট ২ সেট ৩ সেট ৪ সেট ৫
সেট ৬ সেট ৭ সেট ৮ সেট ৯ সেট ১০
error: Content is protected !!