বাংলা শর্ট প্র্যাকটিস সেট-১

HS Bengali Short MCQ Practice set for full marks in Higher Secondary Bengali || উচ্চমাধ্যমিক বাংলা শর্ট এমসিকিউ প্র্যাকটিস সেট।

উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষায় শর্ট এবং এমসিকিউ প্রশ্নে ফুল মার্কস পেতে হলে বেশি করে প্র্যাকটিস করতে হবে। আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য পাঁচ সেট শর্ট-এমসিকিউ প্রশ্ন উত্তরসহ দেওয়া হল। সঠিক উত্তর দেখার জন্য ‘উত্তরমালা‘ বাটনে ক্লিক করবে।।

শর্ট এমসিকিউ প্র্যাকটিস সেট-১
বিভাগ- খ (নম্বর-৩০)

বাংলা এমসিকিউ শর্ট টেস্ট

১. সঠিক উত্তরটি নির্বাচন কর: ১×১৮=১৮ (উত্তর দেখার জন্য ‘উত্তরমালা’ ক্লিক করো।)

১.১ উচ্ছবকে মোট কত কাঠ কাটতে হয়েছিল?
ক) দেড় মণ
খ) দু’মণ
গ) আড়াই মণ
ঘ) তিন মণ।

১.২ উচ্ছবের বাবার নাম কী?
ক) সাধন
খ) সতীশ
গ) হরিচরণ
ঘ) কোনোটিই নয়।

১.৩ ‘ভারতবর্ষ’ গল্পে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম উল্লেখ আছে?
ক) জ্যোতি বসু
খ) ইন্দিরা গান্ধী
গ) জওহরলাল নেহরু
ঘ) লাল বাহাদুর শাস্ত্রী।

১.৪ চৌকিদার কী রঙের পোশাক পরে ছিল?
ক) কালো
খ) লাল
গ) সবুজ
ঘ) নীল।

১.৫ নিখিল ক’টি সন্তানের পিতা?
ক) একটি
খ) দুটি
গ) তিনটি
ঘ) চারটি।

১.৬ ‘রূপনারানের কূলে’ কবিতায় মৃত্যুর মাধ্যমে কবি-
ক) সততার মূল্য পেতে চান
খ) গন্তব্যে পৌঁছাতে চান
গ) দেনা শোধ করতে চান
ঘ) শান্তি পেতে চান।

১.৭ ‘মহুয়ার দেশ’ কবিতায় “শীতের দুঃস্বপ্নের” সঙ্গে কীসের তুলনা করা হয়েছে?
ক) রাত্রির নির্জন নিঃসঙ্গতা
খ) ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস
গ) ধূসর ফেনা
ঘ) ক্লান্ত দুঃস্বপ্ন

১.৮ কবি শক্তি চট্টোপাধ্যায়ের মতে “চোখ” কী চায়?
ক) সবুজ
খ) সবুজ বাগান
গ) জঙ্গল
ঘ) আরোগ্য।

১.৯ ‘শিকার’ কবিতায় “লাল” বিশেষণটি কতবার প্রয়োগ করা হয়েছে?
ক) ২ বার
খ) ৩ বার
গ) ৪ বার
ঘ) ৫ বার।

১.১০ “উনি রীতিমত হতভম্ব”- কার কথা বলা হয়েছে?
ক) নানক
খ)বলী কান্ধারী
গ) লেখক
ঘ) মায়ের বান্ধবী।

অথবা, ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় কোন সম্রাটের নাম দু’বার উল্লেখিত হয়েছে?
ক) নেপোলিয়ন
খ) ফিলিপ
গ) জুলিয়াস সিজার
ঘ) আলেকজান্ডার।

১.১১ আইজেনস্টাইন কোন শিল্পকলার প্রশংসা করেছিলেন?
ক) কাবুকি থিয়েটার
খ) পুরোনো বাংলা নাটক
গ) মারাঠি তামাশা
ঘ) উড়ে দেশের যাত্রা।

অথবা, রজনীকান্তের জন্ম হয়েছিল-
ক) উড়িষ্যায়
খ) কলকাতায়
গ) উত্তরবঙ্গে
ঘ) রাঢ়বঙ্গে।

১.১২ “বিভাব” নাটকে কোন রবীন্দ্রসঙ্গীতটির রিমেক ব্যবহার করা হয়েছে?
ক) আলোকের এই ঝরনাধারা
খ) মালতি লতা দোলে
গ) আমার বেলা যে যায়
ঘ) আমি চিনি গো চিনি।

অথবা, “A horse! A horse! My kingdom for a horse!” সংলাপটি কোন নাটক থেকে নেওয়া হয়েছে?
ক) রোমিও জুলিয়েট
খ) ওথেলো
গ) রিচার্ড দি থার্ড
ঘ) ম্যাকবেথ।

১.১৩ “হাসির নাটক করতে হবে”- এটা কার নির্দেশ?
ক) সম্পাদক
খ) শম্ভু মিত্র
গ) তৃপ্তি মিত্র
ঘ) পাবলিক।

অথবা, “মৃত্যভয় দেখাও কাহারে”- সংলাপটি কোন নাটকের?
ক) রিজিয়া
খ) সাজাহান 
গ) চন্দ্রগুপ্ত
ঘ) বক্তিয়ার।

১.১৪ ভারতের কোনো প্রাদেশিক ভাষায় প্রথম ব্যান্ড কোনটি?
ক) মোহিনের ঘোড়াগুলি
খ) ভূমি
গ) চন্দ্রবিন্দু
ঘ) কালপুরুষ।

১.১৫ “সাড়ে চুয়াত্তর” ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে কোন রোম্যান্টিক জুটির আত্মপ্রকাশ ঘটেছিল?
ক) সৌমিত্র চট্টোপাধ্যায়-মাধবী চক্রবর্তী
খ) সৌমিত্র চট্টোপাধ্যায়-শর্মিলা ঠাকুর
গ) উত্তম-সুপ্রিয়া
ঘ) উত্তম-সুচিত্রা

১.১৬ মিহির সেন প্রথম ভারতীয় সাঁতারু হিসেবে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন-
ক) ১৯৪৮
খ) ১৯৫৮
গ) ১৯৬৮
ঘ) ১৯৭৮ সালে।

১.১৭ ‘গাঙ’ শব্দের আদি অর্থ ‘গঙ্গা’ কিন্তু বর্তমানে যেকোনো নদীকে বোঝায়। এটি শব্দর্থের কী ধরনের পরিবর্তন?
ক) রূপান্তর
খ) সংকোচন
গ) প্রসারণ
ঘ) কোনোটিই নয়।

১.১৮ রূপতত্ত্ব অনুসারে সমাস কয় প্রকার?
ক) ৩
খ) ৪
গ) ৫
ঘ) ৬

অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১.১ গ) আড়াই মণ।
১.২ গ) হরিচরণ।
১.৩ খ) ইন্দিরা গান্ধী।
১.৪ ঘ) নীল।
১.৫ খ) দুটি।
১.৬ গ) দেনা শোধ করতে চান।
১.৭ খ) ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস।
১.৮ ক) সবুজ।
১.৯ খ) ৩ বার।
১.১০ খ)বলী কান্ধারী অথবা, গ) জুলিয়াস সিজার।
১.১১ ক) কাবুকি থিয়েটার অথবা, ঘ) রাঢ়বঙ্গে।
১.১২ খ) মালতি লতা দোলে অথবা, গ) রিচার্ড দি থার্ড।
১.১৩ ক) সম্পাদক অথবা, ক) রিজিয়া।
১.১৪ ক) মোহিনের ঘোড়াগুলি।
১.১৫ ঘ) উত্তম-সুচিত্রা।
১.১৬ খ) ১৯৫৮ সালে।
১.১৭ গ) প্রসারণ।
১.১৮ ক) ৩ ।

২. অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলোর উত্তর দাও ১×১২=১২ (উত্তর দেখার জন্য ‘উত্তরমালা’ ক্লিক করো)

২.১ “ছেলেমেয়েগুলি অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে”- কার ছেলেমেয়ের কথা বলা হয়েছে?

২.২ ‘ভারতবর্ষ’ গল্পে কে বুড়িকে “শ্রীহরি শ্রীহরি শ্রীহরি” বলতে শুনেছিল?

২.৩ ‘শিকার’ কবিতায় কবি অন্ধকারকে কীসের সঙ্গে তুলনা করেছেন?

২.৪ ‘মহুয়ার দেশে’ পথের দুধারে কোন গাছের ছায়া পড়ে?

২.৫ ‘রূপনারানের কূলে’ কবিতাটির উৎস কী?

২.৬ “সবুজের অনটন ঘটে”- কোথায় কেন সবুজের অনটন ঘটে?

২.৭ “কোথায় গেল রাজমিস্ত্রিরা?”- এখানে কোন রাজমিস্ত্রিদের কথা বলা হয়েছে?

অথবা, “মা’র সঙ্গে তর্ক শুরু করি”- কী বিষয়ে বক্তা মায়ের সঙ্গে তর্ক শুরু করেছিলেন?

২.৮ ” তখন নিজের উপর কত জোর ছিল হে!”- কোন সময়ের কথা বলা হয়েছে?

অথবা, “বৌদি রেগে স্টেজ থেকে চলে যান”- বৌদির রাগের কারণ কী?

২.৯ ‘নানা রঙের দিন’ নাটকে কতগুলি অন্য নাটকের সংলাপ ব্যবহৃত হয়েছে?

অথবা, “দেখছ না বার্থ রেট কি হাই!”- বক্তা কোন প্রসঙ্গে এই কথাটি বলেছেন?

২.১০ কে বলেছেন শৈলী হল “চিন্তার পোশাক”?

২.১১ “আমি আসছি”- এই বাক্যটিতে একটি শূন্য রূপ রয়েছে। সেটি কোনটি?

২.১২ ‘শ্বাসাঘাত’ বলতে কী বোঝ?

বাংলা প্র্যাকটিস সেট (শর্ট এবং এমসিকিউ)

সেট ১ সেট ২ সেট ৩ সেট ৪ সেট ৫
সেট ৬ সেট ৭ সেট ৮ সেট ৯ সেট ১০

 

অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখার জন্য নীচের ‘উত্তরমালা’ বাটনে ক্লিক করো।

অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
২.১ উত্তর- আলোচ্য অংশে মৃত্যুঞ্জয়ের ছেলেমেয়গুলির কথা বলা হয়েছে।
২.২ উত্তর- বুড়িকে ‘শ্রীহরি শ্রীহরি’ বলতে শুনেছিল ভটচাজমশাই।
২.৩ উত্তর- শিকার কবিতায় কবি অন্ধকারকে মেহগনির সঙ্গে তুলনা করেছেন।
২.৪ উত্তর- মহুয়ার দেশের পথের দু’ধারে দেবদারু গাছের ছায়া পড়ে।
২.৫ উত্তর- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষলেখা’ কাব্যসংকলন থেকে নেওয়া।
২.৬ উত্তর- বৃক্ষ নিধন করে শহর নির্মান করা হয় বলে শহরে সবুজের অনটন ঘটে।
২.৭ উত্তর- যেসব রাজমিস্ত্রিরা চীনের প্রাচীর গেঁথেছিল, আলোচ্য অংশে তাদের কথাই বলা হয়েছে।
অথবা, উত্তর- গুরু নানক হাত দিয়ে পাথরের চাঙড় থামিয়ে দিয়েছিল- এই বিষয়ে লেখক তার মায়ের সঙ্গে তর্ক শুরু করেছিল।
২.৮ উত্তর- যখন রজনীবাবুর বয়স কম ছিল সেই সময়ের কথা বলা হয়েছে।
অথবা, উত্তর- শম্ভু মিত্রের ‘বিভাব’ নাটকে বৌদির কথা মতো ‘প্রগ্রেসিভ লাভ সিন’ করা হয় কিন্তু অমর গাঙ্গুলী জানান যে তার এতে হাসি পায়নি। এতেই বৌদি রেগে স্টেজ থেকে চলে যান।
২.৯ উত্তর- মোট পাঁচটি অন্য নাটকের সংলাপ ব্যবহার করা হয়েছে। সেগুলি হল- রিজিয়া, সাজাহান, শেক্সপিয়ারের ওথেলো, ম্যাকবেথ এবং রিচার্ড দি থার্ড।
অথবা, উত্তর-  ‘বিভাব’ নাটকে যখন বৌদি বলেন পৃথিবীর সবথেকে পপুলার জিনিস হল প্রেম, তাকে সমর্থন জানিয়ে শম্ভু মিত্র এই কথাগুলি বলেন।
২.১০ উত্তর- স্যামুয়েল ওয়েসলি।
২.১১ উত্তর- ‘আমি’ শব্দের সঙ্গে যুক্ত শুন্য বিভক্তিটি হল শুন্য রূপ।
২.১২ উত্তর- একাধিক দলবিশিষ্ট কোনো শব্দ উচ্চারণ করার সময় একটি দল অধিক জোর দিয়ে উচ্চারণ করতে হয়। ধনিতত্ত্বের আলোচনায় একেই শ্বাসাঘাত বলে।
error: Content is protected !!