তোমার এই অসামান্য সাহস দেখে…

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গুরু’ নাটক থেকে বড় প্রশ্ন

Class XI Bengali Drama “Guru” by Rabindranath Tagore || একাদশ শ্রেণির পাঠ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলা নাটক “গুরু”। বড় প্রশ্ন (মান-৫)।

গুরু নাটক

প্রশ্নঃ ‘তোমার এই অসামান্য সাহস দেখে উপাধ্যায় মশায়ের মুখে আর কথা নেই’- এখানে কার সাহসের কথা বলা হয়েছে? সে কীভাবে সাহসিকতার পরিচয় দিয়েছিল? উপাধ্যায়ের মুখে কথা নেই কেন? [১+২+২] 

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘গুরু’ নাটক থেকে উদ্ধৃত অংশে ‘তোমার’ বলতে সুভদ্রের কথা বলা হয়েছে।

আলোচ্য নাটকে অচলায়তনের ছাত্র সুভদ্র নিজের অজান্তেই এক অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিল। সে আয়তনের উত্তর দিকের জানালা খুলে বাইরে চোখ রেখেছিল। বিগত তিনশো পঁয়তাল্লিশ বছর ধরে যেটা কেউ করেনি, সেই অসম্ভব কাজটাই সুভদ্র করে বসেছিল। অচলায়তনিকদের বিশ্বাস, উত্তর দিকে একজটা দেবীর অধিষ্ঠান এবং সেদিকে দৃষ্টিপাত করা ভয়ানক পাপ। কিন্তু পঞ্চকের মতে, আয়তনের উত্তর দিকের জানালা খুলে সুভদ্র সাহসিকতার পরিচয় দিয়েছে।

উপাধ্যায়মশায়কে দেখে সুভদ্র বলেছিল, “আমি ভয়ানক পাপ করেছি”। পাপের কথা শুনে উপাধ্যায়মশায় উৎসাহিত বোধ করেন এবং সুভদ্রের কাছে বিস্তারিত জানতে চান। সুভদ্র বলতে শুরু করে, “আমি আয়তনের উত্তর দিকের…”। কথাটা শেষ হওয়ার আগেই উপাধ্যায়মশায় সুভদ্রের পাপের ব্যাপারটা অনুমান করে নেন। তিনি ভেবেছিলেন সুভদ্র হয়তো আয়তনের উত্তর দিকে কনুই ঠেকিয়েছে অথবা আঁক কেটেছে। জানালা খুলে বাইরে চোখ রাখার কথাটা তার কল্পনাতেও আসেনি। তাই সব শুনে উপাধ্যায়মশায় হতবাক হয়ে গিয়েছিলেন।

গুরু নাটকের অন্যান্য প্রশ্নোত্তর

error: Content is protected !!