গায়ের জোরে দেবতা গড়বার পাপে

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গুরু’ নাটক থেকে বড় প্রশ্ন

Class XI Bengali Drama “Guru” by Rabindranath Tagore || একাদশ শ্রেণির পাঠ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলা নাটক “গুরু”। বড় প্রশ্ন (মান-৫)।

গুরু নাটক

প্রশ্নঃ ‘গায়ের জোরে দেবতা গড়বার পাপে আমাকে লিপ্ত করোনা’- ‘গায়ের জোরে দেবতা’ গড়া বলতে কী বোঝায়? বক্তা একথা কেন বলেছেন? ২+৩

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরেরগুরুনাটকে পটভূমি হল একটি বিদ্যায়তন যার নাম অচলায়তন। আচার্য অদীনপুন্য সেখানকার প্রধান। সুভদ্র নামের একটি বালক উত্তর দিকের জানালা খুলে একবারের জন্য চোখ মেলে দেখেছিল। আয়তনের নিয়ম অনুযায়ী সেটা পাপ। এই পাপের প্রায়শ্চিত্র হল মহাতামস ব্রত। একজন শিশুর পক্ষে এই ব্রত পালন করা অত্যন্ত কষ্টকর। অথচ আয়তনের পণ্ডিতগণ মনে করেন যে মহাতামস ব্রত পালন করলে সুভদ্র দেবত্ব লাভ করবে। কিন্তু আচার্য অদীনপুন্য সুভদ্রকে দিয়ে মহাতামস করাতে চান না। বরং সুভদ্রকে দিয়ে মহাতামস ব্রত করানোটা ‘গায়ের জোরে দেবতা গড়া’র মতো ব্যাপার বলে তিনি মনে করেন।

অচলায়তনের প্রধান হিসেবে আচার্য অদীনপূন্যই একসময় এইসমস্ত নিয়ম কঠোরভাবে পালন করার পক্ষে ছিলেন। একসময় তাঁর মনে পরিবর্তন আসে। তিনি উপলব্ধি করেন এইসকল নিয়মের অসারতা। বিশেষ করে গুরুর আসার খবর পেয়ে তিনি বেশি বিচলিত হয়ে পড়েছেন। তাঁর ধারণা তাদের পাপের ভাণ্ডার পুর্ণ হয়েছে বলেই গুরুর আগমন ঘটছে। এতদিন পর্যন্ত তিনি সনাতন ধর্মবিধিকে মানুষের জীবনের উপরে স্থান দিয়েছিলেন। কিন্তু সমস্ত কঠোর নিয়ম নিষ্ঠা সহকারে পালন করেও তাঁর মনে শান্তি ছিলনা।  তাই তিনি সুভদ্রকে দিয়ে মহাতামস ব্রত করিয়ে আর নতুন করে পাপের ভাগী হতে চান না। (শব্দসংখ্যা- ১৬৫)

গুরু নাটকের অন্যান্য প্রশ্নোত্তর

error: Content is protected !!