আমি তার কান্না আমার বুকের মধ্যে করে এনেছি

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গুরু’ নাটক থেকে বড় প্রশ্ন

Class XI Bengali Drama “Guru” by Rabindranath Tagore || একাদশ শ্রেণির পাঠ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলা নাটক “গুরু”। বড় প্রশ্ন (মান-৫)।

গুরু নাটক

প্রশ্নঃ “আমি তার কান্না আমার বুকের মধ্যে করে এনেছি।”– বক্তা কে? কোন প্রসঙ্গে, কাকে উদ্দেশ্য করে বক্তা এ কথা বলেছেন? এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন্ দিকটি প্রতিফলিত হয়েছে? [১+ ২+ ২]

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘গুরু’ নাটকে আচার্য অদীনপুণ্য একথা বলেছিলেন।

নাটকের তৃতীয় দৃশ্যে দেখা যায় যে, আচার্য অদীনপুণ্য এবং পঞ্চককে দর্ভকপল্লীতে নির্বাসন দেওয়া হয়েছে। আচার্য পঞ্চককে বলেন যে, তার মনে হচ্ছে যেন সুভদ্র কাঁদছে। পঞ্চক বলে যে, দর্ভকপল্লী থেকে অচলায়তনের কোনো শব্দ শোনা যায় না, তিনি হয়তো অন্য কোনো শব্দ শুনেছেন। এই প্রসঙ্গেই আচার্য বলেন যে, তিনি সুভদ্রের কান্না তার বুকের মধ্যে বয়ে এনেছেন।

এই বক্তব্যের মধ্য দিয়ে আচার্য অদীনপুণ্যের বাৎসল্যপূর্ণ মানবিক দিকটি প্রতিফলিত হয়েছে। সুভদ্র আয়তনের উত্তর দিকের জানালা খুলে যে পাপ করেছে তার প্রায়শ্চিত্ত হল মহাতামস সাধন, অর্থাৎ ছয় মাস একটানা অন্ধকারে থাকতে হবে। এর আগেও অচলায়তনে অনেকেই আরো কঠিন প্রায়শ্চিত্ত করেছে। কিন্তু সুভদ্রের কান্না আচার্যকে বিষণ্ন করে তুলেছে। তিনি উপলব্ধি করেছেন যে, মানুষের তৈরি বিধি কখনোই মানুষের উপরে স্থান পেতে পারে না।

গুরু নাটকের অন্যান্য প্রশ্নোত্তর

error: Content is protected !!