তিনটি চরিত্র যেখানে নামল সেই স্থানটির পরিচয়

তেলেনাপোতা আবিষ্কার

একাদশ শ্রেণীর পাঠ্য প্রেমেন্দ্র মিত্রের লেখা ‘তেলনাপোতা আবিষ্কার’ গল্প থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর- একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য। [Telenapota Aviskar by Premendra Mitra, Bengali short story of class 11, wbbchse]

প্রশ্নঃ বাস থেকে তিনটি চরিত্র যেখানে নামল সেই স্থানটির পরিচয় দাও। [৫] 

উত্তর– প্রেমেন্দ্র মিত্রের ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পে তিনটি চরিত্রের অদ্ভুত এক অভিযানের কাহিনি বর্নিত হয়েছে। একদিন পড়ন্ত বিকেলের রোদে জিনিসে-মানুষে ঠাসাঠাসি একটি বাসে তারা তিনজন উঠে পড়ল। দু’ঘণ্টার কষ্টকর বাসযাত্রার পর যে স্থানে নামল লেখক সেই স্থানটির পরিচয় দিয়েছেন এইভাবে-

যেখানে  বাসটি থামল সেটি রাস্তার মাঝখান, শেষপ্রান্ত নয়। তার চারিদিকে ঘন জঙ্গল- সুর্য অস্ত যাবার আগেই সেখানে যেন অন্ধকারের রাজত্ব শুরু হয়ে গেছে। স্থানটি যে শুধু নির্জন তাই নয়, ভয়ঙ্করভাবে নির্জন। পাখিরাও যেন সভয়ে সেই স্থান ত্যাগ করে চলে গেছে।

বড় রাস্তার পাশেই একটি কাদাজলে পূর্ণ জলা। সেখান থেকে একটি নালা জঙ্গলে ঢুকে অন্ধকারে অদৃশ্য হয়ে গেছে। নালার দু’পাশে বাঁশঝাড় এবং অন্যান্য ঝাঁকড়া গাছের সারি স্থানটির নির্জনতা ও নিষ্প্রাণতাকে অন্য মাত্রা দিয়েছে।

মহানগর থেকে মাত্র তিরিশ মাইল দূরে অবস্থিত এই স্থানটি যেন বাস্তব জগত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। সেখানে চির-অন্ধকারময় অসম্ভবের রাজত্ব। মনুষ্য-বর্জিত এই স্থানটিতে প্রকৃতিও যে কতখানি বিরূপ লেখক তার সুন্দর বর্ননা দিয়েছেন। সেখানকার আবহাওয়া স্যাঁতস্যাঁতে, ভিজে আর ভ্যাঁপসা। রাস্তার নিচের জলা থেকে একটি নির্মম-নিষ্ঠুর জলীয় অভিশাপ যেন তার ভয়ঙ্কর ফণা তুলে উঠে আসছে।

যে স্থানে তারা নেমেছিল সেই স্থানটি আমাদের পরিচিত জগত থেকে ভিন্নতর। সন্ধ্যার অন্ধকারে মশাদের অত্যাচারে স্থানটিকে আরও বন্য করে তুলেছে। সর্বোপরি, লেখকের বর্ননার গুণে উক্ত স্থানটি যেন পাঠকের চোখের সামনে স্পষ্টভাবে ফুটে উঠেছে।

এই গল্প থেকে অন্যান্য প্রশ্নঃ 

error: Content is protected !!