ব্যাপারটা কী এবার হয়তো আপনারা জানতে চাইবেন

তেলেনাপোতা আবিষ্কার

একাদশ শ্রেণীর পাঠ্য প্রেমেন্দ্র মিত্রের লেখা ‘তেলনাপোতা আবিষ্কার’ গল্প থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর- একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য। [Telenapota Aviskar by Premendra Mitra, Bengali short story of class 11, wbbchse]

প্রশ্নঃ ‘ব্যাপারটা কী এবার হয়তো আপনারা জানতে চাইবেন’- কোন ব্যাপারের কথা বলা হয়েছে? ব্যাপারটা জানার পর উদ্দিষ্ট ব্যক্তি কী করেছিলেন? [৩+২]

উত্তরঃ প্রেমেন্দ্র মিত্রের ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পে তিনজন বন্ধু তেলেনাপোতায় বেড়াতে গিয়েছিল। তাদেরই একজন মণিদার পুর্বপুরুষের বাড়ি সেখানে। মনিদার জ্ঞাতিস্থানীয়া যামিনীদের বাড়িতে তারা দুপুরে খাওয়ার জন্য নিমন্ত্রিত হয়েছিল। কিন্তু যামিনীর বৃদ্ধা, অন্ধ মা মনে করেন যে মণির সঙ্গে যারা এসেছে তাদের একজন নিরঞ্জন। এই নিরঞ্জন আসলে যামিনীর মায়ের দূর সম্পর্কের এক বোনপো। সে যামিনীকে বিয়ে করব বলেছিল কিন্তু আর ফিরে আসেনি। যাইহোক, যামিনীর মায়ের দৃঢ় বিশ্বাস যে নিরঞ্জন এসেছে। আর তাই তিনি বারবার যামিনীকে ডেকে বলেন যেন একবার নিরঞ্জনকে তার কাছে নিয়ে যাওয়া হয়। উদ্ধৃত অংশে এই ব্যাপারের কথা বলা হয়েছে।

মনিদার মুখে বাকি দু’জন ব্যাপারটি সবিস্তারে জানতে পারে। মণিদা ভাবতে থাকে কী করে যামিনীর মাকে আশ্বস্ত করা যায়। এমন সময় একজন বন্ধু বিশেষ আগ্রহ দেখায়। গল্পে যাকে ‘আপনি’ বলে সম্বোধন করা হয়েছে, সে নিজে থেকে যামিনীর মায়ের কাছে যায় আর নিজেকে নিরঞ্জন বলে পরিচয় দেয়। যামিনীকে দেখে সে আগে থেকেই মুগ্ধ ছিল, এবার যামিনীর মায়ের কথা শুনে সে নিতান্ত আবেগপ্রবণ হয়ে পড়ে। তাই যামিনীর মায়ের কাছে সে যামিনীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে আসে।

এই গল্প থেকে অন্যান্য প্রশ্নঃ 

error: Content is protected !!