বাংলা সাহিত্যের ইতিহাস
বাংলা সাময়িক পত্র
(স্কুলসার্ভিস, নেট, সেট এবং পাস-অনার্স ছাত্রছাত্রীদের জন্য)
সঠিক বিকল্পটি নির্বাচন করুন
১) ‘বঙ্গদর্শন’ পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?
ক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ। দেবেন্দ্রনাথ ঠাকুর
গ। রাজশেখর বসু
ঘ। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
২) বাংলা ভাষার প্রথম সচিত্র মাসিক পত্রিকা কোনটি?
ক। জ্ঞানান্বেষণ
খ। তত্ত্ববোধিনী পত্রিকা
গ। সংবাদ প্রভাকর
ঘ। বিবিধার্থ সংগ্রহ
৩) প্রথম বাংলা সাময়িকপত্র কোনটি?
ক। দিকদর্শন
খ। বঙ্গদর্শন
গ। সমাচার দর্পণ
ঘ। সংবাদ কৌমুদী
৪) ‘সমাচার দর্পণ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক। জে সি মার্শম্যান
খ। উইলিয়াম কেরি
গ। রামমোহন রায়
ঘ। তারাচাঁদ দত্ত
৫) বাঙ্গালীদের উদ্যোগে প্রকাশিত প্রথম বাংলা সাময়িকপত্র কোনটি?
ক। হিকির গেজেট
খ। সমাচার দর্পণ
গ। সমাচার চন্দ্রিকা
ঘ। বাঙ্গাল গেজেট
৬) রাজা রামমোহন রায় কোন দুটি পত্রিকা প্রকাশ করেছিলেন?
ক। সমাচার দর্পণ ও সমাচার চন্দ্রিকা
খ। দিকদর্শন ও বঙ্গদর্শন
গ। সম্বাদ কৌমুদী ও ব্রাহ্মণ সেবধি
ঘ। ওপরের কোনোটিই নয়
৭) ১৮২২ খ্রিস্টাব্দে গোঁড়া হিন্দুদের মুখপত্র হিসাবে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
ক। সমাচার চন্দ্রিকা
খ। হিন্দুবার্তা
গ। বঙ্গবার্তা
ঘ। বঙ্গদূত
৮) ‘বাঙ্গাল গেজেট’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক। রামমোহন রায়
খ। গঙ্গাকিশোর ভট্টাচার্য
গ। দেবেন্দ্রনাথ ঠাকুর
ঘ। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
৯) ‘বঙ্গদূত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
খ। নীলরত্ন হালদার
গ। হরচন্দ্র রায়
ঘ। গঙ্গাকিশোর ভট্টাচার্য
১০) ‘বঙ্গদর্শন’ পত্রিকাটি প্রথম কবে প্রকাশিত হয়েছিল?
ক। ১৮৭০ সালে
খ। ১৮৭২ সালে
গ। ১৮৭৪ সালে
ঘ। ১৮৭৬ সালে
১১) ভারতীয় ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি?
ক। সম্বাদ কৌমুদী
খ। সমাচার দর্পণ
গ। সম্বাদ প্রভাকর
ঘ। বঙ্গদূত
১২) ‘সম্বাদ প্রভাকর’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক। বিহারীলাল চক্রবর্তী
খ। ঈশ্বর গুপ্ত
গ। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
ঘ। রাজেন্দ্রলাল মিত্র
১৩) ‘জ্ঞানান্বেষণ’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
ক। রসিককৃষ্ণ মল্লিক
খ। মাধবচন্দ্র মল্লিক
গ। দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়
ঘ। ঈশ্বর গুপ্ত
১৪) ‘জ্ঞানোদয়’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক। রামচন্দ্র মিত্র
খ। রসিককৃষ্ণ মল্লিক
গ। গৌরীশঙ্কর তর্কবাগীশ
ঘ। দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়
১৫) ‘তত্ত্ববোধিনী পত্রিকা’ প্রথম কবে প্রকাশিত হয়েছিল?
ক। ১৮৪০ সালে
খ। ১৮৪১ সালে
গ। ১৮৪২ সালে
ঘ। ১৮৪৩ সালে
১৬) ‘সম্বাদ ভাস্কর’- এর সম্পাদক কে ছিলেন?
ক। গৌরীশংকর তর্কবাগীশ
খ। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
গ। তারাচাঁদ দত্ত
ঘ। দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়
১৭) ‘সম্বাদ রসরাজ’-এর প্রথম সম্পাদক কে ছিলেন?
ক। তারাচরণ শিকদার
খ। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
গ। কালীকান্ত গঙ্গোপাধ্যায়
ঘ। গঙ্গাকিশোর ভট্টাচার্য
১৮) ‘বিবিধার্থ সংগ্রহ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক। দেবেন্দ্রনাথ ঠাকুর
খ। অক্ষয় কুমার দত্ত
গ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ। রাজেন্দ্রলাল মিত্র
১৯) ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক। অক্ষয় কুমার দত্ত
খ। রাজনারায়ণ বসু
গ। গৌরীশঙ্কর ভট্টাচার্য
ঘ। দ্বারকানাথ বিদ্যাভূষণ
২০) ঠাকুরবাড়ির সদস্যদের আত্মপ্রকাশের মাধ্যম হিসেবে ‘ভারতী’ পত্রিকার প্রকাশ-
ক। ১৮৭২ সালে
খ। ১৮৭৭ সালে
গ। ১৮৮০ সালে
ঘ। ১৮৯১ সালে
২১) ‘ভারতী’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন
ক। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
খ। রবীন্দ্রনাথ ঠাকুর
গ। সরলা দেবী
ঘ। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
২২) ‘সাধনা’ (১৮৯১) পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
ক। স্বর্ণকুমারী দেবী
খ। সুধীন্দ্রনাথ ঠাকুর
গ। হিরন্ময়ী দেবী
ঘ। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
২৩) ‘প্রবাসী’ পত্রিকা প্রকাশিত হয়েছিল-
ক। ১৯০১ সালে
খ। ১৯০৩ সালে
গ। ১৯০৫ সালে
ঘ। ১৯০৭ সালে
২৪) ‘প্রবাসী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
খ। মণিলাল গঙ্গোপাধ্যায়
গ। রামানন্দ চট্টোপাধ্যায়
ঘ। রবীন্দ্রনাথ ঠাকুর
২৫) ‘প্রবাসী’ পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হত?
ক। কলকাতা থেকে
খ। দিল্লি থেকে
গ। ঢাকা থেকে
ঘ। এলাহাবাদ থেকে
২৬) ‘নবপর্যায়ে বঙ্গদর্শন’ পত্রিকার সম্পাদনার দায়িত্ব নিয়েছিলেন-
ক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ। সত্যেন্দ্রনাথ দত্ত
গ। রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ। রামানন্দ চট্টোপাধ্যায়
২৭) ‘নবজীবন’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
ক। অক্ষয়চন্দ্র সরকার
খ। রাজকৃষ্ণ রায়
গ। রাজনারায়ণ বসু
ঘ। রাজেন্দ্রলাল মিত্র
২৮) ‘ভ্রমর’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
গ। কেশবচন্দ্র সেন
ঘ। শিবনাথ শাস্ত্রী
২৯) ‘তত্ত্ব-কৌমুদি’ (১৮৭৮) পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক। সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়
খ। শিবনাথ শাস্ত্রী
গ। রাজকৃষ্ণ রায়
ঘ। অক্ষয়চন্দ্র সরকার
৩০) ‘বঙ্গবাসী’ (১৮৮১) পত্রিকার সম্পাদক কে ছিলেন
ক। জ্ঞানেন্দ্র লাল মিত্র
খ। রাজেন্দ্রলাল মিত্র
গ। রামানন্দ চট্টোপাধ্যায়
ঘ। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর