বাংলা সাহিত্যের ইতিহাস
বাংলা ছোটগল্প
(স্কুলসার্ভিস, নেট, সেট এবং পাস-অনার্স ছাত্রছাত্রীদের জন্য)
সঠিক উত্তরটি নির্বাচন করুন
৩১) ‘রক্তসন্ধ্যা’ ছোট গল্পটি কার লেখা?
ক। মনোজ বসু
খ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
গ। প্রমথনাথ বিশী
ঘ। প্রমথ চৌধুরী
৩২) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প কোনটি?
ক। উপেক্ষিতা
খ। জলসত্ত
গ। বাক্সবদল
ঘ। নদীর ধারে বাড়ি
৩৩) ‘হনুমানের স্বপ্ন’ গল্পটি কার লেখা?
ক। রবীন্দ্রনাথ মৈত্র
খ। বনবিহারী বসু
গ। রাজশেখর বসু
ঘ। পরিমল গোস্বামী
৩৪) ‘রামের সুমতি’ এবং ‘বিন্দুর ছেলে’ গল্পটি কার লেখা?
ক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ। সুবোধ ঘোষ
গ। নারায়ণ গঙ্গোপাধ্যায়
ঘ। সোমেন চন্দ
৩৫) নীচের কোনটি অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়?
ক। বুড়ো আংলা
খ। রাজকাহিনী
গ। অনুপমার প্রেম
ঘ। ক্ষীরের পুতুল
৩৬) ‘টুনটুনির বই’ গল্পসংকলনটি কার রচনা?
ক। সুকুমার রায়
খ। কেদারনাথ মুখোপাধ্যায়
গ। প্রমথনাথ বিশী
ঘ। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
৩৭) ‘রাণুর প্রথম ভাগ’ (১৯৩৭) গল্পগ্রন্থটি কার রচনা?
ক। বিভূতিভূষণ মুখোপাধ্যায়
খ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
গ। সতীনাথ ভাদুড়ী
ঘ। সন্তোষকুমার ঘোষ
৩৮) ‘ফসিল’ (১৯৩৯) গল্পটি কার লেখা?
ক। শৈলজানন্দ মুখোপাধ্যায়
খ। বুদ্ধদেব বসু
গ। আশাপূর্ণা দেবী
ঘ। সুবোধ ঘোষ
৩৯) ‘টোপ’ ছোটোগল্পটি কার লেখা?
ক। জ্যোতিরিন্দ্র নন্দী
খ। নরেন্দ্রনাথ মিত্র
গ। নারায়ণ গঙ্গোপাধ্যায়
ঘ। শিবরাম চক্রবর্তী
৪০) ‘ধানকানা’ (১৯৫৩) গল্পসংকলনটি কার রচনা?
ক। ননী ভৌমিক
খ। মতি নন্দী
গ। বিমল কর
ঘ। সুনীল গঙ্গোপাধ্যায়
৪১) ‘অলীক পৌত্তলিক’ গল্পটি কার লেখা?
ক। নবেন্দু ঘোষ
খ। জ্যোতিরিন্দ্র নন্দী
গ। সন্তোষ কুমার ঘোষ
ঘ। সোমেন চন্দ
৪২) নীচের কোনটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প নয়?
ক। ছোট বকুলপুরের যাত্রী
খ। ডাইনি
গ। তারিণী মাঝি
ঘ। অগ্রদানী
৪৩) ‘পত্নী ও প্রেয়সী’ গল্পটি কার লেখা?
ক। জগদীশ গুপ্ত
খ। শৈলজানন্দ মুখোপাধ্যায়
গ। আশাপূর্ণা দেবী
ঘ। অচিন্ত্যকুমার সেনগুপ্ত
৪৪) নিচের কোনটি কাজী নজরুল ইসলামের গল্পসংকলন নয়?
ক। গল্পগুচ্ছ
খ। ব্যথার দান
গ। রিক্তের বেদন
ঘ। শিউলিমালা
৪৫) ১৯৫৮ সালে মুক্তিপ্রাপ্ত ঋত্বিক ঘটকের ‘অযান্ত্রিক’ সিনেমাটি কোন লেখকের গল্প অবলম্বনে নির্মিত?
ক। নারায়ন গঙ্গোপাধ্যায়
খ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ। সুবোধ ঘোষ
ঘ। প্রেমেন্দ্র মিত্র
৪৬) ‘লালিভুলির দেশে’ কার রচনা?
ক। সুখলতা রাও
খ। পুণ্যলতা চক্রবর্তী
গ। সতীশচন্দ্র ঘটক
ঘ। বনবিহারী মুখোপাধ্যায়
৪৭) ‘মিহি ও মোটা কাহিনী’ (১৯৩৮) গল্পের বইটি কোন সাহিত্যিকের লেখা?
ক। সুবোধ ঘোষ
খ। মানিক বন্দ্যোপাধ্যায়
গ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
৪৮) ‘জলসাঘর’ (১৯৩৭) গল্প গ্রন্থের রচয়িতা
ক। রমেশচন্দ্র সেন
খ। শৈলবালা ঘোষজায়া
গ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ঘ। সুধীরকুমার চৌধুরী
৪৯) ‘জাতিস্মর’ (১৯৩৩) গল্প সংকলনটি লিখেছেন
ক। প্রেমেন্দ্র মিত্র
খ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
গ। কিরণশঙ্কর রায়
ঘ। বুদ্ধদেব বসু
৫০) রাজশেখর বসুর অন্যতম শ্রেষ্ঠ গল্প-
ক। পুষ্করা
খ। প্ল্যানচেট
গ। জাবালি
ঘ। আজকালপরশুর গল্প
৫১) ‘স্টোভ’ গল্পটি কার লেখা?
ক। নরেশচন্দ্র সেনগুপ্ত
খ। প্রেমেন্দ্র মিত্র
গ। সুবোধ ঘোষ
ঘ। নরেন্দ্রনাথ মিত্র
৫২) ‘অরূপের রাস’ গল্পটি কার লেখা?
ক। অচিন্ত্যকুমার সেনগুপ্ত
খ। প্রবোধকুমার সান্যাল
গ। জগদীশ গুপ্ত
ঘ। মনীশ ঘটক
৫৩) নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রথম ছোটগল্প কোনটি?
ক। নিশীথের মায়া
খ। নক্রচরিত
গ। রেকর্ড
ঘ। সম্রাট ও শ্রেষ্ঠী
৫৪) নীচের কোন গল্পটি সুবোধ ঘোষের লেখা নয়?
ক। পরশুরামের কুঠার
খ। চতুর্থ পানিপথের যুদ্ধ
গ। জতুগৃহ
ঘ। সরীসৃপ
৫৫) সাম্প্রদায়িক দাঙ্গার পটভূমিতে রচিত ‘আদাব’ (১৯৪৬) গল্পটি কার লেখা?
ক। সমরেশ বসু
খ। সমরেশ মজুমদার
গ। সন্তোষ কুমার ঘোষ
ঘ। বিমল কর
৫৬) ‘ঠাকুরমার ঝুলি’ (১৯০৭) গ্রন্থের জন্য স্মরণীয় হয়ে থাকবেন-
ক। ইন্দিরা দেবী
খ। রবীন্দ্রনাথ ঠাকুর
গ। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
ঘ। চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়
৫৭) ‘নালক’ (১৯১৬) গল্পগ্রন্থটি কার লেখা?
ক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ। অবনীন্দ্রনাথ ঠাকুর
গ। সুকুমার রায়
ঘ। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
৫৮) হাস্য রসাত্মক গল্প ‘লম্বকর্ণ’ কার লেখা?
ক। রাজশেখর বসু
খ। প্রমথ চৌধুরী
গ। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
ঘ। প্রমথনাথ বিশী
৫৯) ‘পটলডাঙ্গার পাঁচালী’ (১৯৬৫) গল্পগ্রন্থটি কোন সাহিত্যিকের সৃষ্টি?
ক। মণীন্দ্রলাল বসু
খ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ। মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ। মণীশ ঘটক
৬০)’তেলেনাপোতা আবিষ্কার’ গল্পটি কার লেখা?
ক। প্রেমেন্দ্র মিত্র
খ। জগদীশ গুপ্ত
গ। বলাইচাঁদ মুখোপাধ্যায়
ঘ। প্রমথ চৌধুরী