বাংলা সাহিত্যের ইতিহাস
বাংলা সাময়িক পত্র
(স্কুলসার্ভিস, নেট, সেট এবং পাস-অনার্স ছাত্রছাত্রীদের জন্য)
সঠিক বিকল্পটি নির্বাচন করুন
৩১) ‘সুলভ সমাচার’ (১৮৭০) সাপ্তাহিক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
ক। কেশবচন্দ্র সেন
খ। শিশির কুমার ঘোষ
গ। রাজকৃষ্ণ রায়
ঘ। শিবনাথ শাস্ত্রী
৩২) কোন কবি ‘পূর্ণিমা’ (১৮৫৯) পত্রিকাটির প্রতিষ্ঠাতা ছিলেন?
ক। দ্বিজেন্দ্রলাল রায়
খ। রবীন্দ্রনাথ ঠাকুর
গ। বিহারীলাল চক্রবর্তী
ঘ। কাজী নজরুল ইসলাম
উত্তর- গ। বিহারীলাল চক্রবর্তী। (এই পত্রিকাটি প্রতি মাসের পূর্ণিমা তিথিতে প্রকাশিত হতো।)
৩৩) ‘হিতবাদী’ পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়?
ক। ১৮৮৫ সালে
খ। ১৮৯১ সালে
গ। ১৮৯৬ সালে
ঘ। ১৯০৫ সালে
৩৪) ‘সবুজপত্র’-এর সম্পাদক কে ছিলেন?
ক। প্রমথ চৌধুরী
খ। প্রমথনাথ বিশী
গ। যোগেন্দ্রনাথ ঘোষ
ঘ। রাজশেখর বসু
৩৫) ‘সবুজপত্র’ কবে প্রথম প্রকাশিত হয়েছিল?
ক। ১৯১১ সালে
খ। ১৯১২ সালে
গ। ১৯১৩ সালে
ঘ। ১৯১৪ সালে
৩৬) ‘নারায়ণ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক। রাসবিহারী বসু
খ। বিপিনচন্দ্র পাল
গ। চিত্তরঞ্জন দাশ
ঘ। অমরনাথ বন্দোপাধ্যায়
৩৭) ‘ভারতবর্ষ’ (১৯১৩) পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
ক। দ্বিজেন্দ্রলাল রায়
খ। রবীন্দ্রনাথ ঠাকুর
গ। অতুলপ্রসাদ সেন
ঘ। মোহিতলাল মজুমদার
৩৮) শিশু-কিশোরদের পত্রিকা ‘মৌচাক’ কবে প্রথম প্রকাশিত হয়েছিল?
ক। ১৯১৯ সালে
খ। ১৯২০ সালে
গ। ১৯২১ সালে
ঘ। ১৯২২ সালে
৩৯) বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকাটির নাম কী?
ক। বিদ্রোহী
খ। অগ্নিবীণা
গ। ধূমকেতু
ঘ। পথের দিশা
৪০) বাংলা সাহিত্যে বিশিষ্ট স্থানের অধিকারী ‘কল্লোল’ (১৯২৩) পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
ক। দীনেশরঞ্জন দাস
খ। জীবনানন্দ দাশ
গ। প্রেমেন্দ্র মিত্র
ঘ। অজিত দত্ত
৪১) ‘যমুনা’ (প্রকাশ- ১৯১৩) পত্রিকার সম্পাদক কে ছিলেন
ক। বিপিনচন্দ্র পাল
খ। ধীরেন্দ্রনাথ পাল
গ। অতুলচন্দ্র গুপ্ত
ঘ। হরপ্রসাদ শাস্ত্রী
৪২) ‘শনিবারের চিঠি’ (১৯২৪) পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন
ক। যোগানন্দ দাস
খ। প্রেমেন্দ্র মিত্র
গ। সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ। কিরণশঙ্কর রায়
৪৩) জনপ্রিয় শিশুপত্রিকা ‘সন্দেশ’ -এর প্রথম সম্পাদক কে ছিলেন?
ক। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
খ। সুকুমার রায়
গ। সত্যজিৎ রায়
ঘ। সন্দীপ রায়
৪৪) একদা জনপ্রিয় ‘মাসিক বসুমতী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক। ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়
খ। রবীন্দ্রনাথ ঠাকুর
গ। হেমেন্দ্র প্রসাদ ঘোষ
ঘ। সুরেশচন্দ্র সমাজপতি
৪৫) নাট্য বিষয়ক সাময়িক পত্র ‘নাচঘর’ এর সম্পাদক কে ছিলেন
ক। শিশিরকুমার ভাদুড়ী
খ। প্রেমাঙ্কুর আতর্থী
গ। গিরিশচন্দ্র ঘোষ
ঘ। অমৃতলাল চক্রবর্তী
৪৬) কবি অতুলপ্রসাদ সেন সম্পাদিত সাময়িকপত্র টির নাম কী?
ক। দিপালী
খ। সন্ধ্যা
গ। উত্তরা
ঘ। কালি কলম
৪৭) অতুলচন্দ্র গুপ্তের ‘কাব্যজিজ্ঞাসা’ কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল?
ক। ভারতবর্ষ
খ। সবুজপত্র
গ। শনিবারের চিঠি
ঘ। প্রবাসী
৪৮) ‘কালিকলম’ পত্রিকার সম্পাদক কে/ কারা ছিলেন?
ক। প্রেমেন্দ্র মিত্র
খ। শৈলজানন্দ মুখোপাধ্যায়
গ। মুরলীধর বসু
ঘ। উপরের তিনজনই
৪৯) ‘প্রগতি’ পত্রিকার সম্পাদক ছিলেন-
ক। অজিত দত্ত ও বুদ্ধদেব বসু
খ। বুদ্ধদেব বসু ও প্রেমেন্দ্র মিত্র
গ। প্রেমেন্দ্র মিত্র ও শৈলজানন্দ মুখোপাধ্যায়
ঘ। শৈলজানন্দ মুখোপাধ্যায় ও বিষ্ণু দে
৫০) ‘পরিচয়’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক। অমরেন্দ্র চক্রবর্তী
খ। সুধীন্দ্রনাথ দত্ত
গ। প্রেমেন্দ্র মিত্র
ঘ। বুদ্ধদেব বসু
৫১) ‘শনিবারের চিঠি’ ছাড়াও সজনীকান্ত দাস নীচের কোন পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেছেন?
ক। গ্রামবার্তা প্রকাশিকা
খ। ভারতবর্ষ
গ। বঙ্গশ্রী
ঘ। কবিতা
৫২) ‘দেশ’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
ক। শিশির কুমার ঘোষ
খ। সত্যেন্দ্রনাথ মজুমদার
গ। প্রমথনাথ বিশী
ঘ। অজিত দত্ত
৫৩) দেশ পত্রিকার জনপ্রিয়তম সম্পাদক কে ছিলেন
ক। সাগরময় ঘোষ
খ। বঙ্কিমচন্দ্র সেন
গ। সত্যেন্দ্রনাথ মজুমদার
ঘ। এঁদের কেউই নন
৫৪) ‘কবিতা’ পত্রিকাটি কীরূপ ছিল?
ক। দৈনিক
খ। সাপ্তাহিক
গ। মাসিক
ঘ। ত্রৈমাসিক
৫৫) ‘কবিতা’ পত্রিকার সম্পাদক হিসেবে তিনজন সাহিত্যিকের নাম জানা যায়। নীচের কোনজন ‘কবিতা’ পত্রিকার সম্পাদক ছিলেন না?
ক। সমর সেন
খ। প্রেমেন্দ্র মিত্র
গ। বুদ্ধদেব বসু
ঘ। জীবনানন্দ দাশ
৫৬) ‘মোসলেম ভারত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক। মহম্মদ শহীদুল্লাহ
খ। মোজাম্মেল হক
গ। কাজী নজরুল ইসলাম
ঘ। মহম্মদ নাসিরুদ্দিন
৫৭) ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক। দেবেন্দ্রনাথ ঠাকুর
খ। রাজেন্দ্রলাল মিত্র
গ। কাঙাল হরিনাথ মজুমদার
ঘ। রামমোহন রায়
৫৮) ‘বিদ্যোৎসাহিনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক। দ্বারকানাথ ঠাকুর
খ। কেশবচন্দ্র সেন
গ। কালীপ্রসন্ন সিংহ
ঘ। শিবনাথ শাস্ত্রী
৫৯) ‘সন্ধ্যা’ পত্রিকার সম্পাদক ছিলেন-
ক। ব্রহ্মবান্ধব উপাধ্যায়
খ। অমরেন্দ্রনাথ দত্ত
গ। বরদাকান্ত মজুমদার
ঘ। বিজয়চন্দ্র মজুমদার
৬০) প্যারীচাঁদ মিত্র এবং রাধানাথ শিকদার কোন পত্রিকার সম্পাদনা করতেন?
ক। সুলভ পত্রিকা
খ। মাসিক পত্রিকা
গ। মহিলা পত্রিকা
ঘ। সিদ্ধান্ত দর্পণ