MCQ বাংলা নাটক (পার্ট ২)

বাংলা সাহিত্যের ইতিহাস

বাংলা নাট্যসাহিত্য

( স্কুলসার্ভিস, নেট, সেট এবং পাস-অনার্স ছাত্রছাত্রীদের জন্য)

বাংলা সাহিত্যের ইতিহাস

 

সঠিক বিকল্পটি নির্বাচন করুন

৩১) ‘ সিরাজদ্দৌল্লা’ নাটকটি কার লেখা?

ক। শচীন্দ্রনাথ সেনগুপ্ত
খ। প্রমথনাথ বিশী
গ। অপরেশচন্দ্র মুখোপাধ্যায়
ঘ। মন্মথ রায়

উত্তর- ক। শচীন্দ্রনাথ সেনগুপ্ত।

৩২) ‘মাটির ঘর’ নাটকটি কার লেখা?

ক। বনফুল
খ। মনোজ বসু
গ। অপরেশচন্দ্র মুখোপাধ্যায়
ঘ। বিধায়ক ভট্টাচার্য

উত্তর- ঘ। বিধায়ক ভট্টাচার্য

৩৩) ‘লাঙ্গল’ ও ‘বন্দিতা’ নাটকদুটি কার রচনা?

ক। শচীন্দ্রনাথ সেনগুপ্ত
খ। প্রমথনাথ বিশী
গ। অপরেশচন্দ্র মুখোপাধ্যায়
ঘ। মন্মথ রায়

উত্তর- ঘ। মন্মথ রায়।

৩৪) ‘বিশ বছর আগে’ নাটকটি কার লেখা?

ক। বিধায়ক ভট্টাচার্য
খ। জলধর চট্টোপাধ্যায়
গ। অপরেশচন্দ্র মুখোপাধ্যায়
ঘ। শিশির কুমার ভাদুড়ি

উত্তর- ক। বিধায়ক ভট্টাচার্য।

৩৫) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম নাটক কোনটি?

ক। বিংশ শতাব্দি
খ। দ্বীপান্তর
গ। কালিন্দী
ঘ। দুই পুরুষ

উত্তর- ঘ। দুই পুরুষ।

৩৬) ‘রীতিমত নাটক’ কোন নাট্যকারের লেখা?

ক। শিশিরকুমার ভাদুড়ী
খ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ। জলধর চট্টোপাধ্যায়
ঘ। শচীন্দ্রনাথ সেনগুপ্ত

উত্তর- গ। জলধর চট্টোপাধ্যায়

৩৭) ‘ঋনং কৃত্বা’ নাটকটি কার লেখা?

ক। শচীন্দ্রনাথ সেনগুপ্ত
খ। প্রমথনাথ বিশী
গ। শিশিরকুমার ভাদুড়ী
ঘ। মন্মথ রায়

উত্তর- খ। প্রমথনাথ বিশী।

৩৮) মধুকবির জীবনের শেষ দু’বছরের কাহিনী নিয়ে রচিত ‘মাইকেল মধুসূদন’ নাটকটি কার লেখা?

ক। শচীন্দ্রনাথ সেনগুপ্ত
খ। প্রমথনাথ বিশী
গ। অপরেশচন্দ্র মুখোপাধ্যায়
ঘ। মহেন্দ্রনাথ গুপ্ত

উত্তর- ঘ। মহেন্দ্রনাথ গুপ্ত।

৩৯) বিশিষ্ট কথা সাহিত্যিক মনোজ বসুর প্রথম নাটক কোনটি?

ক। বিপর্যয়
খ। রাখীবন্ধন
গ। প্লাবন
ঘ। নূতন প্রভাত

উত্তর- গ। প্লাবন।

৪০) নীচের কোন নাট্যব্যক্তিত্ব “নাট্যাচার্য” উপাধিতে ভূষিত হয়েছিলেন?

ক। শিশিরকুমার ভাদুড়ী
খ। মন্মথ রায়
গ। জলধর চট্টোপাধ্যায়
ঘ। শচীন্দ্রনাথ সেনগুপ্ত

উত্তর- ক। শিশিরকুমার ভাদুড়ী।

৪১) ‘মন্ত্রমুগ্ধ’ নামক হাস্যরসাত্মক নাটকটি কার লেখা?

ক। মন্মথ রায়
খ। মনোজ বসু
গ। বনফুল
ঘ। দেবনারায়ান গুপ্ত

উত্তর- গ। বনফুল।

৪২) ‘ভাড়াটে চাই’ নাটকটি কার লেখা?

ক। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
খ। নারায়ণ গঙ্গোপাধ্যায়
গ। নীহাররঞ্জন গুপ্ত
ঘ। মনোজ বসু

উত্তর- খ। নারায়ণ গঙ্গোপাধ্যায়।

৪৩) ‘মানময়ী গার্লস স্কুল’ নাটকটি কার লেখা?

ক। তৃপ্তি মিত্র
খ। প্রমথনাথ বিশী
গ। রবীন্দ্রনাথ মৈত্র
ঘ। মহেন্দ্রনাথ গুপ্ত

উত্তর- গ। রবীন্দ্রনাথ মৈত্র।

৪৪) সাম্প্রদায়িক সম্প্রীতিমূলক নাটক ‘হোমিওপ্যাথি’ কার লেখা?

ক। মনোরঞ্জন ভট্টাচার্য
খ। জলধর চট্টোপাধ্যায়
গ। তুলসী লাহিড়ী
ঘ। শিশির কুমার ভাদুড়ি

উত্তর- ক। মনোরঞ্জন ভট্টাচার্য।

৪৫) তুলসী লাহিড়ীর প্রথম নাটক কোনটি?

ক। মায়ের দাবী
খ। মনিকাঞ্চন
গ। দুঃখীর ইমান
ঘ। পথিক

উত্তর- খ। মনিকাঞ্চন।

৪৬) পঞ্চাশের মন্বন্তরের পটভূমিকায় রচিত তুলসী লাহিড়ী সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি?

ক। লক্ষীপ্রিয়ার সংসার
খ। পথিক
গ। ছেঁড়াতার
ঘ। দুঃখীর ইমান

উত্তর- গ। ছেঁড়াতার।

৪৭) দিগিন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নাটক হল

ক। গোলটেবিল
খ। মশাল
গ। বাস্তুভিটা
ঘ। উপরের সবকটি

উত্তর- ঘ। উপরের সবকটি।

৪৮) বিজন ভট্টাচার্যের প্রথম নাটক কোনটি?

ক। আগুন
খ। নবান্ন
গ। জবানবন্দি
ঘ। অবরোধ

উত্তর- ক। আগুন।

৪৯) ‘দেবী গর্জন’ কার লেখা?

ক। তুলসী লাহিড়ী
খ। কিরণ মৈত্র
গ। বিজন ভট্টাচার্য
ঘ। দিগিন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায়

উত্তর- গ। বিজন ভট্টাচার্য।

৫০) নীচের কোন নাটকটি বিজন ভট্টাচার্যের রচনা?

ক। নতুন ইহুদী
খ। লাশ ধুইয়া যাউক
গ। বাংলার মাটি
ঘ। গ্রীনরুম

উত্তর- খ। লাশ ধুইয়া যাউক।

৫১) নীচের কোন নাটকটি বিজন ভট্টাচার্যের লেখা নয়?

ক। গোত্রান্তর
খ। গর্ভবতী জননী
গ। মরা চাঁদ
ঘ। দীপশিখা

উত্তর- ঘ। দীপশিখা।

৫২) সলিল সেনের প্রথম নাটক কোনটি?

ক। নতুন ইহুদী
খ। মৌচোর
গ। এলার্ম
ঘ। উৎসর্গ

উত্তর- ক। নতুন ইহুদী

৫৩) সলিল সেনের কোন নাটকটি গিরিশ নাট্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিল?

ক। দিশারী
খ। স্বীকৃতি
গ। ডাউন ট্রেন
ঘ। নতুন ইহুদি

উত্তর- গ। ডাউন ট্রেন।

৫৪) বহুরূপী নাট্যগোষ্ঠী কবে গড়ে উঠেছিল?

ক। ১৯৪৩ সালে
খ। ১৯৪৫ সালে
গ। ১৯৪৭ সালে
ঘ। ১৯৪৮ সালে

উত্তর- ঘ। ১৯৪৮ সালে।

৫৫) নান্দীকার নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে?

ক। অজিতেশ বন্দ্যোপাধ্যায়
খ। শম্ভু মিত্র
গ। মনোরঞ্জন ভট্টাচার্য
ঘ। উৎপল দত্ত

উত্তর- ক। অজিতেশ বন্দ্যোপাধ্যায়।

৫৬) শম্ভু মিত্রের লেখা একটি অসাধারণ নাটক হল

ক। পথিক
খ। জীবনস্রোত
গ। চাঁদ বণিকের পালা
ঘ। মোকাবিলা

উত্তর- গ। চাঁদ বণিকের পালা।

৫৭) নীচের কোনটি শম্ভু মিত্রের লেখা নাটক নয়?

ক। বিভাব
খ। অঙ্গার
গ। গর্ভবতী বর্তমান
ঘ। উলুখাগড়া

উত্তর- খ। অঙ্গার।

৫৮) ‘সেতুবন্ধন’ নাটকটি কার লেখা?

ক। অজিতেশ বন্দ্যোপাধ্যায়
খ। শম্ভু মিত্র
গ। মনোরঞ্জন ভট্টাচার্য
ঘ। উৎপল দত্ত

উত্তর- ক। অজিতেশ বন্দ্যোপাধ্যায়।

৫৯) ‘অঙ্গার’ নাটকটি কার লেখা?

ক। তৃপ্তি মিত্র
খ। শম্ভু মিত্র
গ। মনোরঞ্জন ভট্টাচার্য
ঘ। উৎপল দত্ত

উত্তর- ঘ। উৎপল দত্ত।

৬০) নীচের কোনটি উৎপল দত্তের লেখা নাটক নয়?

ক। তিন পয়সার পালা
খ। টিনের তলোয়ার
গ। কল্লোল
ঘ। ফেরারি ফৌজ

উত্তর- ক। তিন পয়সার পালা।

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

error: Content is protected !!