বাংলা সাহিত্যের ইতিহাস
বাংলা কাব্যসাহিত্য
( স্কুলসার্ভিস, নেট, সেট এবং পাস-অনার্স ছাত্রছাত্রীদের জন্য)
সঠিক বিকল্পটি নির্বাচন করুন
১) ঈশ্বর গুপ্ত কী নামে খ্যাত ছিলেন?
ক। কবীশ্বর
খ। কবি গুপ্ত
গ। গুপ্তকবি
ঘ। মধুকবি
২) বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন-
ক। মাইকেল মধুসূদন দত্ত
খ। রবীন্দ্রনাথ ঠাকুর
গ। বিহারীলাল চক্রবর্তী
ঘ। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
৩) ‘পদ্মিনী উপাখ্যান’ (১৮৫৮) কে রচনা করেন?
ক। ঈশ্বর গুপ্ত
খ। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
গ। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
ঘ। বিহারীলাল চক্রবর্তী
৪) মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ (১৮৬২) কী জাতীয় রচনা?
ক। পত্রকাব্য
খ। গীতিকাব্য
গ। মহাকাব্য
ঘ। আখ্যানকাব্য
৫) ‘চিন্তা-তরঙ্গিনী’ (১৮৬১) কার রচনা?
ক। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
খ। বিহারীলাল চক্রবর্তী
গ। নবীনচন্দ্র সেন
ঘ। মাইকেল মধুসূদন দত্ত
৬) ‘সাধের আসন’ কার লেখা?
ক। কালিদাস রায়
খ। রবীন্দ্রনাথ ঠাকুর
গ। বিহারীলাল চক্রবর্তী
ঘ। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
৭) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কোন কাব্যটি কিছুটা হলেও মহাকাব্যের গৌরব লাভ করেছে?
ক। বীরবাহু কাব্য
খ। ছায়াময়ী
গ। দশমহাবিদ্যা
ঘ। বৃত্রসংহার
৮) নবীনচন্দ্র সেনের ত্রয়ী মহাকাব্য কোনগুলি?
ক। খ্রিষ্ট-অমিতাভ-অমৃতাভ
খ। অবকাশরঞ্জিনী-পলাশীর যুদ্ধ-রঙ্গমতী
গ। রৈবতক-কুরুক্ষেত্র-প্রভাস
ঘ। উপরের কোনোটিই নয়
৯) নীচের কোনটি নবীনচন্দ্র সেনের লেখা নয়?
ক। পলাশীর যুদ্ধ
খ। কবিতাবলী
গ। ক্লিওপেট্রা
ঘ। অবকাশরঞ্জিনী
১০) বিহারীলাল চক্রবর্তীর প্রথম কাব্য কোনটি?
ক। সারদামঙ্গল
খ। বঙ্গসুন্দরী
গ। নিসর্গ সন্দর্শন
ঘ। সঙ্গীতশতক
১১) দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ রচনা কোনটি?
ক। উদাসিনী
খ। স্বপ্নপ্রয়াণ
গ। বন্ধুবিয়োগ
ঘ। প্রেমপ্রবাহিনী
১২) ‘হেলেনকাব্য’ (১৮৭৬) কে রচনা করেন?
ক। আনন্দচন্দ্র মিত্র
খ। ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
গ। অক্ষয়চন্দ্র চৌধুরী
ঘ। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
১৩) বাংলা আখ্যান কাব্য ‘নির্বাসিতের বিলাপ’ কার রচনা?
ক। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
খ। ঈশান চন্দ্র বন্দোপাধ্যায়
গ। রাজকৃষ্ণ রায়
ঘ। শিবনাথ শাস্ত্রী
১৪) ‘ভারত উদ্ধার’ (১৮৭৮) ব্যঙ্গকাব্যটি কার রচনা?
ক। অক্ষয়চন্দ্র চৌধুরী
খ। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
গ। ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
ঘ। আনন্দচন্দ্র মিত্র
১৫) ‘সবিতা সুদর্শন’ ও ‘ফুল্লরা’ আখ্যানকাব্য দুটি কার লেখা?
ক। শিবনাথ শাস্ত্রী
খ। হেমচন্দ্র বন্দোপাধ্যায়
গ। বিহারীলাল চক্রবর্তী
ঘ। সুরেন্দ্রনাথ মজুমদার
১৬) অক্ষয়কুমার বড়াল রচিত একটি শোককাব্য হল
ক। প্রদীপ
খ। কনকাঞ্জলি
গ। ভুল
ঘ। এষা
১৭) ‘অপূর্ব বীরাঙ্গনা’, ‘অপূর্ব ব্রজাঙ্গনা’ কাব্যদুটি কার রচনা?
ক। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
খ। সুরেন্দ্রনাথ মজুমদার
গ। গোবিন্দচন্দ্র দাস
ঘ। দেবেন্দ্রনাথ সেন
১৮) ‘প্রেম ও ফুল’ কাব্যটি কার লেখা?
ক। অক্ষয়কুমার বড়াল
খ। দেবেন্দ্রনাথ সেন
গ। গোবিন্দচন্দ্র দাস
ঘ। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
১৯) ‘ভারতকুসুম’ (১৮৮২) কাব্যগ্রন্থটি কার লেখা?
ক। স্বর্ণকুমারী দেবী
খ। গিরীন্দ্রমোহিনী দাসী
গ। কামিনী রায়
ঘ। মানকুমারী বসু
২০) ‘কাব্যকুসুমাঞ্জলি’ কোন মহিলা কবির রচনা?
ক। প্রিয়ংবদা দেবী
খ। গিরীন্দ্রমোহিনী দাসী
গ। কামিনী রায়
ঘ। মানকুমারী বসু
২১) কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক। আলো ও ছায়া
খ। পৌরাণিকী
গ। মাল্য ও নির্মাল্য
ঘ। দীপ ও ধূপ
২২) ‘গাথা’ কাব্য সংকলনটি কার রচনা?
ক। স্বর্ণকুমারী দেবী
খ। গিরীন্দ্রমোহিনী দাসী
গ। কামিনী রায়
ঘ। মানকুমারী বসু
২৩) দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম কাব্য কোনটি?
ক। আর্যগাথা
খ। আষাঢ়ে
গ। হাসির গান
ঘ। আলেখ্য
২৪) ‘বঙ্গমঙ্গল’ (১৯০১) কাব্যটি কার রচনা?
ক। রজনীকান্ত সেন
খ। বলেন্দ্রনাথ ঠাকুর
গ। যতীন্দ্রমোহন বাগচী
ঘ। করুণানিধান বন্দ্যোপাধ্যায়
২৫) যতীন্দ্রমোহন বাগচীর প্রথম কাব্য কোনটি?
ক। লেখা
খ। রেখা
গ। অপরাজিতা
ঘ। নাগকেশর
২৬) ‘একতারা’ (১৯১৭) কাব্যগ্রন্থটি কার রচনা?
ক। যতীন্দ্রমোহন বাগচী
খ। দ্বিজেন্দ্রনারায়ণ বাগচী
গ। কুমুদরঞ্জন মল্লিক
ঘ। শশাঙ্কমোহন সেন
২৭) বনতুলসী (১৯১১) ও বনমল্লিকা (১৯১৮) কার লেখা কাব্যগ্রন্থ?
ক। কালিদাস রায়
খ। সত্যেন্দ্রনাথ দত্ত
গ। কুমুদরঞ্জন মল্লিক
ঘ। রজনীকান্ত সেন
২৮) ‘সনেট পঞ্চাশৎ’ (১৯১৩) কোন কবির রচনা?
ক। কামিনী রায়
খ। প্রমথ চৌধুরী
গ। সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ। বলেন্দ্রনাথ ঠাকুর
২৯) মাধবিকা (১৮৯৬) এবং শ্রাবণী (১৮৯৭) কাব্যগ্রন্থ দুটি কার লেখা?
ক। রজনীকান্ত সেন
খ। বলেন্দ্রনাথ ঠাকুর
গ। প্রমথ চৌধুরী
ঘ। কালিদাস রায়
৩০) কোন কবির প্রথম কবিতা সংকলনের নাম ‘রেণু’ (১৯০০)?
ক। কামিনী রায়
খ। স্বর্ণকুমারী দেবী
গ। প্রিয়ংবদা দেবী
ঘ। সত্যেন্দ্রনাথ দত্ত