বাংলা সাহিত্যের ইতিহাস
বাংলা ছোটগল্প
বহু বিকল্পধর্মী প্রশ্নোত্তর
(স্কুলসার্ভিস, নেট, সেট এবং পাস-অনার্স ছাত্রছাত্রীদের জন্য)
সঠিক উত্তরটি নির্বাচন করুন
১) মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছোটগল্প কোনটি?
ক। কুষ্ঠরোগীর বউ
খ। অতসীমামী
গ। নদীর বিদ্রোহ
ঘ। বকুলপুরের যাত্রী
২)’নীললোহিত’ (১৯৩০) গল্পগ্রন্থটি কার রচনা?
ক। সুনীল গঙ্গোপাধ্যায়
খ। প্রমথ চৌধুরী
গ। কেদারনাথ বন্দ্যোপাধ্যায়
ঘ। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
৩) শিশুপাঠ্য গল্পগ্রন্থ ‘গল্পস্বল্প’ (১৮৮৮) কার লেখা?
ক। স্বর্ণকুমারী দেবী
খ। কামিনী রায়
গ। মানকুমারী বসু
ঘ। রবীন্দ্রনাথ ঠাকুর
৪) সুরেশচন্দ্র সমাজপতির একমাত্র গল্পগ্রন্থ-
ক। সাজি
খ। ভৈরবী
গ। গল্পকাহিনী
ঘ। মনোরমা
৫) ‘ডমরু-চরিত’ (১৯২৩) কার রচনা?
ক। হেমেন্দ্র প্রসাদ ঘোষ
খ। দীনেন্দ্রকুমার রায়
গ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ঘ। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
৬) ‘চার ইয়ারি কথা’ কোন গল্পকারের রচনা?
ক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ। প্রমথ চৌধুরী
ঘ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৭) শরৎচন্দ্রের প্রথম গল্প যেটি কুন্তলীন পুরস্কার পেয়েছিল-
ক। মন্দির
খ। আঁধারে আলো
গ। মহেশ
ঘ। অভাগীর স্বর্গ
৮) ‘দ্বিতীয় পক্ষ’ (১৩২৬ বঙ্গাব্দ) গল্পসংকলনটি কোন গল্পকারের রচনা?
ক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ। নরেশচন্দ্র সেনগুপ্ত
গ। হেমেন্দ্র প্রসাদ ঘোষ
ঘ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৯) ‘বাজীকর’ (১৯২২) গল্পগ্রন্থটি কার রচনা?
ক। হেমেন্দ্র কুমার রায়
খ। চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়
গ। প্রেমাঙ্কুর আতর্থী
ঘ। মণিলাল গঙ্গোপাধ্যায়
১০) ‘মৌরীফুল’ গল্পটি কোন সাহিত্যিকের রচনা?
ক। বনফুল
খ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ। মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১১) জগদীশ গুপ্তের প্রথম ছোটগল্প কোনটি?
ক। পেয়িং গেস্ট
খ। শ্রীমতি
গ। শশাঙ্ক কবিরাজের স্ত্রী
ঘ। বিনোদিনী
১২) প্রেমেন্দ্র মিত্রের প্রথম গল্প সংকলন কোনটি?
ক। কুড়িয়ে ছড়িয়ে
খ। সপ্তপদী
গ। পুতুল ও প্রতিমা
ঘ। পঞ্চশর
১৩) ‘ব্যথার দান’ (১৯২২) গল্পগ্রন্থটি কোন স্বনামধন্য কবির রচনা?
ক। কাজী নজরুল ইসলাম
খ। শঙ্খ ঘোষ
গ। কালিদাস রায়
ঘ। মোহিতলাল মজুমদার
১৪) ‘কাহিনী বা ক্ষুদ্র গল্প’ (১৮৯৮) গল্পগ্রন্থটি কার লেখা?
ক। সরলাবালা সরকার
খ। রামসুন্দরী দেবী
গ। সরোজকুমারী দেবী
ঘ। শরৎকুমারী চৌধুরানী
১৫) প্রভাতকুমার মুখোপাধ্যায় এর প্রথম গল্পগ্রন্থ কোনটি?
ক। ষোড়শী
খ। নবকথা
গ। গহনার বাক্স ও অন্যান্য গল্প
ঘ। বিলাসিনী
১৬) ‘ভূত ও মানুষ’ (১৮৯৭) গল্পগ্রন্থটি কার লেখা?
ক। প্রভাত কুমার মুখোপাধ্যায়
খ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ। বলাইচাঁদ মুখোপাধ্যায়
ঘ। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
১৭) ‘হরিলক্ষ্মী’ (১৯২৬) গল্পগ্রন্থটি কার রচনা?
ক। প্রমথ চৌধুরী
খ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ। শৈলজানন্দ মুখোপাধ্যায়
১৮) ‘অকালকুষ্মান্ডের কীর্তি’ (১৩২৯ বঙ্গাব্দ) কার রচনা?
ক। শৈলবালা ঘোষজায়া
খ। নিরুপমা দেবী
গ। নরেশ চন্দ্র সেন
ঘ। রবীন্দ্রনাথ ঠাকুর
১৯) সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের প্রথম গল্প কোনটি?
ক। নারীর মন
খ। বনবিহগী
গ। অভাগা
ঘ। কয়লাকুঠি
২০) ভন্ড সাধুকে নিয়ে লেখা ‘বিরিঞ্চিবাবা’ গল্পটি কার লেখা?
ক। বলাইচাঁদ মুখোপাধ্যায়
খ। প্রমথ চৌধুরী
গ। রাজশেখর বসু
ঘ। আশাপূর্ণা দেবী
২১) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প কোনটি?
ক। রসকলি
খ। হারানো সুর
গ। পৌষলক্ষ্মী
ঘ। নারী ও নাগিনী
২২) ‘প্রাগৈতিহাসিক’ (১৯৩৬) ছোটোগল্পটি কার রচনা?
ক। সুবোধ ঘোষ
খ। নরেন্দ্রনাথ মিত্র
গ। প্রমথনাথ বিশী
ঘ। মানিক বন্দ্যোপাধ্যায়
২৩) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পগ্রন্থ কোনটি?
ক। মেঘমল্লার
খ। যাত্রাবদল
গ। জন্ম ও মৃত্যু
ঘ। কিন্নরদল
২৪) ‘শুভবিবাহ’ গল্পগ্রন্থটি কার রচনা?
ক। শৈলেশচন্দ্র মজুমদার
খ। যোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
গ। শরৎকুমারী চৌধুরানী
ঘ। শ্রীশচন্দ্র মজুমদার
২৫) ‘রসময়ীর রসিকতা’ কোন গল্পকারের রচনা?
ক। প্রভাতকুমার মুখোপাধ্যায়
খ। প্রমথ চৌধুরী
গ। রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
২৬) ‘সওগাত’ (১৯১১) গল্পগ্রন্থটি কার রচনা?
ক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ। রবীন্দ্রনাথ ঠাকুর
গ। সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়
ঘ। চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়
২৭) অচিন্ত্যকুমার সেনগুপ্তের প্রথম গল্পগ্রন্থ কোনটি?
ক। অকাল বসন্ত
খ। টুটা-ফুটা
গ। কাঠ খড় কেরোসিন
ঘ। আসমান জমিন
২৮) ‘বেনামী বন্দর’ (১৯৩০) গল্প সংকলনটি কোন সাহিত্যিকের সৃষ্টি?
ক। প্রমথ চৌধুরী
খ। মানিক বন্দ্যোপাধ্যায়
গ। প্রেমেন্দ্র মিত্র
ঘ। রাজশেখর বসু
২৯) ‘রূপরেখা’ গল্পগ্রন্থটি কার লেখা?
ক। দীনেশরঞ্জন দাস
খ। গোকুলচন্দ্র নাগ
গ। মনীশ ঘটক
ঘ। মণীন্দ্রলাল বসু
৩০) ‘শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড’ গল্পটি কার রচনা?
ক। রাজশেখর বসু
খ। প্রমথ চৌধুরী
গ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
ঘ। প্রমথনাথ বিশী