তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র গোপনে কাজ…

বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর লেখা গালিলিও প্র বন্ধ থেকে বড় প্রশ্নের উত্তর।প্রশ্নঃ ‘তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র গোপনে কাজ আরম্ভ করল’- কারা কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল? এই ষড়যন্ত্রের ফল কী হয়েছিল? (WBCHSE Class 11 Bengali Prose Galilo Descriptive Question and Answer)

গালিলিও|| সত্যেন্দ্রনাথ বসু

প্রশ্নঃ ‘তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র গোপনে কাজ আরম্ভ করল’- কারা কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল? এই ষড়যন্ত্রের ফল কী হয়েছিল?

উত্তর- সত্যেন্দ্রনাথ বসুর লেখা ‘গালিলিও’ প্রবন্ধ থেকে গৃহিত প্রশ্নোদ্ধৃত অংশে বিজ্ঞানী গালিলিওর বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা বলা হয়েছে। ফ্লোরেন্সের ডোমিনিকান সম্প্রদায়ের সন্ন্যাসীরা গালিলিওর বিরুদ্ধে ছিল। আবার বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অধ্যাপক এবং ছাত্ররা যারা গালিলিওর উন্নতিতে  ঈর্ষাম্বিত ছিল, তারাও গালিলিওর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল।

গালিলিওর বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল এই যে তাঁর মতবাদ ধর্মবিরোধী। তাই ধর্ম বিষয়ক তদন্ত এবং বিচার সংস্থা Inquisition রায় দেয় যে সুর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে একথা ভুল। গালিলিওর লেখা বাইবেলের লেখার বিপরীত। ফলে বাইবেলের উপর মানুষের আস্থা ভঙ্গ হবে। তাই তারা গালিলিওর সব মতামতকে খণ্ডন করল। পৃথিবির আহ্নিক এবং বার্ষিক গতির ধারণাও তারা ভুল বলে প্রচার করল। তাঁর বইগুলির প্রচারও নিষিদ্ধ ঘোষণা করা হল। সবশেষে গালিলিওর সমস্ত কাণ্ডকারখানা পোপকেও জানানো হল। পোপ তখন কার্ডিনাল বেলারিমিনকে দায়িত্ব দিলেন গালিলিওকে বোঝানোর। ১৬১৬ সালে গালিলিওকে রোমে ডেকে পাঠানো হল। বেলারিমিন তাঁকে কোপারনিকাসের মতের স্বপক্ষে প্রচার করতে নিষেধ করেন। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র এই পর্যন্ত সক্রিয় ছিল।

এই অধ্যায় থেকে অন্যান্য প্রশ্নঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!