বাড়ি হয়ে উঠল ফ্যাক্টরি কারুশালা

সত্যেন্দ্রনাথ বসুর লেখা ‘গালিলিও’ প্রবন্ধ থেকে ৫ নাম্বারের প্রশ্ন এবং উত্তর|| WBCHSE Class 11 Bengali Prose Galileo Long Question and Answer.

গালিলিও|| সত্যেন্দ্রনাথ বসু

প্রশ্নঃ  ‘বাড়ি হয়ে উঠল ফ্যাক্টরি কারুশালা’- কার বাড়ির কথা বলা হয়েছে? কীভাবে তাঁর বাড়ি ফ্যাক্টরি কারুশালা হয়ে উঠেছিল?

উত্তরঃ সত্যেন্দ্রনাথ বসুর লেখা ‘গালিলিও’ প্রবন্ধ থেকে গৃহিত প্রশ্নোদ্ধৃত অংশে বিজ্ঞানী গালিলিওর বাড়ির কথা বলা হয়েছে।

একাদশ শ্রেণীর পাঠ্য গালিলিও
গালিলিও

১৬০৯ সালে হল্যান্ডের একজন কাঁচের ব্যবসায়ী নিজের অজ্ঞাতসারেই একটি দূরবীন আবিষ্কার করেছিলেন।এই খবর শোনার পর গালিলিও বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করলেন। কাগজে প্ল্যান এঁকে তিনি আলোর রেখাপথের বিষয় বিচার করতে লাগলেন। খুব শীঘ্রই তিনি সফল হলেন। একটি দূরবীন তিনিও আবিষ্কার করলেন। শুধু তাই নয়, গালিলিওর তৈরি করা দূরবীন আরও ভালো এবং শক্তিশালী হল। হল্যান্ডের লোকটি যে দূরবীন তৈরি করেছিলেন তা দিয়ে দুরের জিনিসকে কাছে দেখাতো ঠিকই কিন্তু সবকিছু উলটো দেখাতো। গালিলিওর দূরবীনে সবকিছু যথারীতি দেখাল। আর এই আবিষ্কারের কথা প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে গালিলিও রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন। তাঁর পৃষ্ঠপোষক ভেনিস সরকারের কাছেও তাঁর কদর বেড়ে গেল। সেযুগে ভেনিসের বাণিজ্যজাহাজ সারা ইউরোপে ঘুরে ঘুরে পণ্যসামগ্রী কেনাবেচা করত। মাঝে মাঝে সেই সব জাহাজে দস্যুরা আক্রমণ করলে অর্থ এবং প্রাণহানি হত প্রচুর। তাই জাহাজগুলির নিরাপত্তার জন্য সব জাহাজে দূরবীন বসানোর পরিকল্পনা করা হয়। গালিলিওকেই দূরবীন জোগান দেবার দায়িত্ব দেওয়া হয় । গালিলিও রাজি হলেন এবং নিজের বাড়িতেই দূরবীন বানাতে শুরু করলেন। এরফলেই তাঁর বাড়ি হয়ে উঠল ‘ফ্যাক্টরি কারুশালা’।

এই অধ্যায় থেকে অন্যান্য প্রশ্নঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!