বিশ্বের ভাষাপরিবার শর্ট

বিশ্বের ভাষাপরিবার

একাদশ শ্রেণী- প্রথম অধ্যায়
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর (মান-১)

রূপতত্ত্ব অনুযায়ী ভাষার শ্রেণীবিভাগ
একাদশ শ্রেণী ভাষার ইতিহাস প্রথম অধ্যায় শর্ট

১) একটি অনন্বয়ী বা অসমবায়ী ভাষার নাম করো।
উত্তর- চিনা ভাষাগোষ্ঠীর ভোটচিনা ভাষা হল একটি অনন্বয়ী বা অসমবায়ী ভাষা।

২) একটি মুক্তান্বয়ী ভাষার উদাহরণ দাও।
উত্তর- তুর্কি ভাষা।

৩) একটি অত্যন্বয়ী ভাষার উদাহরণ দাও।
উত্তর- এস্কিমোদের ভাষা।

৪) কয়েকটি সমন্বয়ী ভাষার উদাহরণ দাও।
উত্তর- বাংলা, ইংরেজি, হিন্দি, সংস্কৃত ভাষা।

৫) বিশ্বের বৃহত্তম ভাষা বংশ কোনটি?
উত্তর- ইন্দো-ইউরোপীয় ভাষা বংশ।

৬) Cognate বলতে কী বোঝ?
উত্তর- একই ভাষাবংশজাত ভাষাগুলিকে বলা হয় সমগোত্রজ বা কগনেট (Cognate) ভাষা।

৭) ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের শাখাগুলিকে মুলত কটি ভাগে ভাগ করা হয়?
উত্তর-  ২টি (১. কেন্তুম, ২. সতম)।

৮) ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের অন্তর্গত ভাষাগোষ্ঠীগুলি কয়টি ও কী কী?
উত্তর- ন’টি, যথা- ১. গ্রিক, ২. ইতালীয়, ৩. তিউনিশিয় বা জার্মানিক, ৪. কেলতীয়, ৫. তোখারীয়, ৬. আলবেনীয়, ৭. বালতো-শ্লাভিক, ৮. আরমেনীয়, ৯. ইন্দো-ইরানীয়।

৯) কেলতিক ভাষাগোষ্ঠীর সবচেয়ে সমৃদ্ধ ভাষা কোনটি?
উত্তর- আইরিশ।

১০) বালতো-শ্লাভিক ভাষাগোষ্ঠীর একটি ভাষার নাম কর।
উত্তর- রুশভাষা।

১১) আরমেনীয় ভাষাগোষ্ঠীর প্রচলন কোন অঞ্চলে?
উত্তর – এশিয়া মাইনর ও ককেশাস অঞ্চলে।

১২) তোখারীয় ভাষাগোষ্ঠীর প্রচলন কোন অঞ্চলে?
উত্তর– মধ্য এশিয়ায়।

১৩) ইন্দো-ইরানীয় ভাষাগোষ্ঠী কটি শাখায় বিভক্ত ?
উত্তর- দু’টি, ১. ভারতীয় আর্য এবং ২. ইরানীয় আর্য।

১৪) আবেস্তীয় ভাষায় কোন ধর্মগ্রন্থটি রচিত?
উত্তর- জরাথুস্ট্রীয় মতাবলম্বীদের ধর্মগ্রন্থ ‘জেন্দ আবেস্তা’।

১৫) আরবি ভাষা কোন ভাষাবংশের অন্তর্গত?
উত্তর- সেমীয়-হামীয় ভাষাবংশের।

১৬) ‘বান্টু’ ভাষা কোনগুলি?
উত্তর- সেমীয়-হামীয় ভাষাবংশের বাইরে আফ্রিকায় প্রচলিত সমস্ত ভাষাগোষ্ঠীকে বান্টু নামে অভিহিত করা হয়।

১৭) উত্তর আমেরিকার আজতেক সভ্যতায় কোন ভাষা প্রচলিত ছিল?
উত্তর- উটো আজতেক।

১৮) কিচুয়া ভাষায় কারা কথা বলত?
ইনকা সভ্যতার অধিবাসীরা।

১৯) ক্রিট দ্বীপে প্রাপ্ত গ্রিক ভাষার নিদর্শনটি কত পুরাতন?
উত্তর- প্রায় ১৪৫০ খ্রিস্ট পূর্বাব্দের।

২০) ফরাসি ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত?
উত্তর- ইতালীয়।

২১) ইংরেজি কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত?
উত্তর- পশ্চিম জার্মানিক।

২২) অবর্গীভূত ভাষা কাদের বলা হয়?
উত্তর- যেসকল ভাষাকে কোনো ভাষাবংশের অন্তর্ভুক্ত করা যায়না তাদেরকে একত্রে অবর্গীভূত (Unclassified) ভাষা বলে।

২৩) দুটি অবর্গীভূত ভাষার উদাহরণ দাও।
উত্তর- জাপানি, কোরীয়, বাস্ক প্রভৃতি হল অবর্গীভূত ভাষা।

২৪) ভারতের একটি অবর্গীভূত ভাষার উদাহরণ দাও।
উত্তর- আন্দামানি ভাষা।

২৫) পিজিন (Pidgin) কথাটির উৎস কী?
উত্তর- ইংরেজি বিজনেস (Business) শব্দের চিনীয় উচ্চারণ হলো পিজিন।

২৬) মিশ্র ভাষার ক্ষেত্রে ‘পিজিন’-র পরের স্তর কী?
উত্তর- ক্রেওল ।

২৭) ‘ক্রেওল’ কী?
উত্তর- পিজিন কোনো গোষ্ঠীর মাতৃভাষা হলে তাকে ক্রেওল বলে।

২৮) একটি ক্রেওল ভাষার উদাহরণ দাও।
উত্তর- মরিশাস ক্রেওল।

২৯) দুটি ‘পিজিন’ ভাষার উদাহরণ দাও।
উত্তর-বিচ-লা-মার, চিনুক।

৩০) ক্রেওলাইজেশন বলতে কী বোঝ?
উত্তর- পিজিন থেকে ক্রেওল ভাষায় উত্তীর্ন হবার প্রক্রিয়াকে বলা হয় ক্রেওলাইজেশন।

৩১) ‘চিনুক’ কোন কোন ভাষার মিশ্রন?
উত্তর- কয়েকটি আদিম আমেরিকার ভাষা, ইংরেজি ও ফরাসির মিশ্রণ হল চিনুক।

৩২) ‘ভোলাপুক’ ভাষা কে প্রবর্তন করেন?
উত্তর- যোহান মার্টিন শ্লেইয়ার।

৩৩) ‘এসপারেন্তো’ কৃত্রিম ভাষাটি কে তৈরি করেন?
উত্তর- এল. এল. জামেনহফ ।

৩৪) ‘এসপারেন্তো’ (Esperanto) কথাটির অর্থ কী?
উত্তর- হোপফুল(Hopeful) বা আশাবাদী।

৩৫) ‘Novial’ কৃত্রিম ভাষাটি কে তৈরি করেন?
উত্তর-ওটো ইয়েসপারসন।

৩৬) প্যারালাংগুয়েজ (Para-language) বলতে কী বোঝায়?
উত্তর- মাথা, হাত, চোখ প্রভৃতি অঙ্গসঞ্চালনের মাধ্যমে যে ভাষা ব্যবহার করা হয় তাকে প্যারালাংগুয়েজ (Para-language) বলে।

৩৭) সাইন লাংগুয়েজ (Sign Language)-এর প্রবর্তক কে?
উত্তর- ফরাসি শিক্ষাবিদ Abbe Charles Michel de I’Epee ।

৩৮) প্যাগেট গরম্যান (Paget-Gorman) পদ্ধতি কী?
উত্তর- এক প্রকার সাইন লাংগুয়েজ।

৩৯) Dactylology কী?
উত্তর-আঙ্গুল দিয়ে বানান করে শব্দ বোঝানোর পদ্ধতি বা ফিঙ্গার স্পেলিং (Finger Spelling)।

৪০) Hand Talk বা হাত দিয়ে কথা বলা পদ্ধতি কে উদ্ভাবন করেন?
উত্তর-  Madge Skelly ।

৪১) ফিঙ্গার স্পেলিং-এর আমেরিকান ও ব্রিটিশ পদ্ধতির পার্থক্য কী?
উত্তর-  ব্রিটিশ পদ্ধতিতে দু’হাত, আমেরিকান পদ্ধতিতে এক হাতের ব্যবহার করা হয়।

৪২) ‘এসপারেন্তো’ কৃত্রিম ভাষাটিতে কতগুলি ধ্বনি রয়েছে?
উত্তর- মোট ৩৬ টি।

৪৩) এসপারেন্তো ভাষার রূপতত্ত্বে কোন ভাষার প্রভাব বেশি?
উত্তর- রোমান এবং জার্মানিক ভাষাগুলির প্রভাব বেশি।

৪৪) ‘আমের-ইন্দ’ সাংকেতিক ভাষাটি কাদের মধ্যে প্রচলিত ছিল?
উত্তর- উত্তর আমেরিকার আদিবাসীদের মধ্যে।

৪৫) সাংকেতিক ভাষা হিসেবে Rochester পদ্ধতির বিশেষত্ব কী?
উত্তর- এই পদ্ধতিতে সাংকেতিক ভাষার সঙ্গে মৌখিক ভাষারও প্রয়োগ করা হয়।

৪৬) জুলু ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্গত?
উত্তর- নাইজার কঙ্গো।

৪৭) বাইবেলের ওল্ড টেস্টামেন্ট কোন ভাষায় রচিত?
উত্তর- হিব্রু ভাষায়।

৪৮) মায়ানমারে প্রচলিত করেন্ ও মন্ কোন ভাষা পরিবারের অন্তর্গত
উত্তর- এগুলি অবর্গীভূত ভাষা।

৪৯) জর্জিয় ভাষা কোন ভাষা বংশের অন্তর্গত?
উত্তর- ককেশীয় ভাষাবংশের অন্তর্গত।

৫০) ভাষার রূপতত্ত্ব অনুযায়ী শ্রেণীকরণের একটি সুবিধা লেখ।
উত্তর- ভাষার সাংগঠনিক চেহারাটি স্পষ্ট হয়ে ওঠে।

বিশেষ দ্রষ্টব্যঃ প্রশ্ন সংকলনের ক্ষেত্রে একাদশ শ্রেণীর পাঠ্য ‘বাঙালির ভাষা ও সংস্কৃতি’ বইটি অনুসরণ করা হয়েছে। উত্তরগুলিও একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মান অনুসারে করা হয়েছে।

error: Content is protected !!