লিপির ইতিহাস শর্ট

বাংলা লিপির ইতিহাস

একাদশ শ্রেণী ( তৃতীয় অধ্যায়)
অতি সংক্ষিপ্ত (প্রশ্ন মান-১)

প্রাচীন মিশরের লিপি

১) দড়িতে গিঁট দিয়ে কোন বিশেষ ঘটনা মনে রাখার পদ্ধতিকে কী বলা হয়?
উত্তর- কিপু (Quipu)।

২) প্রাচীনকালে কটি অঞ্চলে লিপির প্রচলন ছিল?
উত্তর- সাতটি অঞ্চলে।

৩) লিপি আবিষ্কারের প্রথম পর্যায়ে লিপি কেমন ছিল?
উত্তর- চিত্রলিপি অর্থাৎ ছবির মাধ্যমে মনের ভাব প্রকাশ করার পর্যায়।

৪) লিপির আধুনিকতম রূপ কোনটি?
উত্তর- ধ্বনিলিপি অর্থাৎ উচ্চারণভিত্তিক লিপি।

৫) কোন সভ্যতার মানুষ প্রথম লিপির ব্যবহার শিখেছিল?
উত্তর- সুমেরু সভ্যতা।

৬) সুমেরীয় সভ্যতার লিপির নাম কী?
উত্তর- কিউনিফর্ম বা কীলকলিপি।

৭) কিউনিফর্ম নামটির উৎস কী?
উত্তর- ল্যাটিন শব্দ ‘কিউনিয়াস’- এর অর্থ হল পেরেক বা কীলক আর ‘ফরমা’ কথার অর্থ হল আকৃতি।

৮) প্রাচীন মিশরের লিপির নাম কী?
উত্তর- হিয়েরোগ্লিফিক লিপি।

৯) হিয়েরোগ্লিফিক নামটি কীভাবে এসেছে?
উত্তর- গ্রিক শব্দ ‘হিয়োরাস’-এর অর্থ পবিত্র আর ‘গ্লিফেইন’-এর অর্থ খোদাই করা।

১০) হিয়েরোগ্লিফিক লিপির প্রাচীনতম নমুনাটি কত পুরাতন?
উত্তর- আনুমানিক পৌনে সাত হাজার বছরের পুরাতন।

১১) পৃথিবীর বৃহত্তম প্যাপিরাসে কোন লিপির নমুনা রয়েছে?
উত্তর- হিয়েরোগ্লিফিক লিপির।

১২) পৃথিবীর বৃহত্তম প্যাপিরাসটির নাম কী?
উত্তর- প্যাপিরাসটির আবিষ্কর্তা এ সি হ্যারিসের নাম অনুসারে সেটির নামকরণ হয় ‘দ্যা গ্রেট হ্যারিস প্যাপিরাস’।

১৩) কে প্রথম হিয়েরোগ্লিফিক লিপির পাঠোদ্ধার করেন?
উত্তর- ফরাসি লিপি বিশারদ জাঁ ফ্রাসোয়া শাপলিঅঁ।

১৪) দুটি Plenemic লিপির উদাহরণ দাও।
উত্তর- হিয়েরোগ্লিফিক, কিউনিফর্ম।

১৫) দুটি Cenemic লিপির উদাহরণ দাও।
উত্তর- গ্রিক লিপি, রোমান লিপি।

১৬) একটি অক্ষরলিপির উদাহরন দাও।
উত্তর- জাপানি কান্ লিপি।

১৭) IPA পুরো নাম কী?
উত্তর- International Phonetic Alphabet

১৮) IPA-র বেশিরভাগ চিহ্ন কোন লিপি থেকে নেওয়া?
উত্তর- গ্রিক এবং রোমান লিপি থেকে।

১৯) IPA-র একটি ব্যবহার লেখ।
উত্তর- অচেনা লিপির সর্বসম্মত লিপ্যন্তরে IPA ব্যবহৃত হয়।

২০) ভারতের দুটি প্রাচীন লিপির নাম কী?
উত্তর- ব্রাহ্মী এবং খরোষ্ঠী।

২১) খরোষ্ঠী লিপির এরূপ নামকরণের কারন কী?
উত্তর- খর বা গাধার ওষ্ঠের মতো দেখতে বলেই এই লিপির নাম খরোষ্ঠী।

২২) বাংলা লিপির উদ্ভব হয় কোন সময়ে?
উত্তর- আনুমানিক অষ্টম থেকে একাদশ শতকে বাংলা লিপির উদ্ভব হয়েছিল।

২৩) কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব হয়েছিল?
উত্তর- অনেকের মতে কুটিল লিপি থেকে আবার অনেকের মতে সিদ্ধমাতৃকা লিপি থেকে বাংলা লিপির জন্ম হয়েছিল।

২৪) কুটিল লিপির এরূপ নামকরণের কারণ কী?
উত্তর- কুটিল লিপির লিখনপদ্ধতি খুবই জটিল ছিল তাই এরূপ নামকরণ।

২৫) কিউনিফর্ম লিপি কীভাবে লিখিত হত?
উত্তর- নরম মাটির চাকতিতে লিখে পর সেটিকে শুকিয়ে আগুনে পোড়ানো হত।

২৬) মেসোপটেমিয়ানদের মতে কিউনিফর্ম লিপির উদ্ভাবন কে করেন?
উত্তর- নেবো নামক দেবতা।

২৭) কে কিউনিফর্ম লিপির নামকরণ করেন?
উত্তর- বিখ্যাত লিপি বিশারদ টমাস হাইড।

২৮) মিশরীয়দের বিশ্বাস অনুসারে কে হিয়েরোগ্লিফিক লিপি উদ্ভব করেছিলেন?
উত্তর- পাখির মাথা আর মানুষের শরীর বিশিষ্ট দেবতা থথ।

২৯) ওয়ামপুম কী?
উত্তর- উত্তর আমেরিকার ইরোকোয়া আদিবাসীরা পুঁতি গেঁথে যে স্মৃতি সহায়ক কোমরবন্ধ তৈরি করে তাকে ওয়ামপুম বলা হয়।

৩০) দড়িতে গিঁট দিয়ে মনে রাখার পদ্ধতি ‘কিপু’ কোথায় প্রচলিত ছিল?
উত্তর- পেরুতে।

বিশেষ দ্রষ্টব্যঃ প্রশ্ন সংকলনের ক্ষেত্রে একাদশ শ্রেণীর পাঠ্য ‘বাঙালির ভাষা ও সংস্কৃতি’ বইটি অনুসরণ করা হয়েছে। উত্তরগুলিও একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মান অনুসারে করা হয়েছে।

error: Content is protected !!