MCQ বাংলা নাটক (পার্ট ১)

বাংলা সাহিত্যের ইতিহাস

বাংলা নাট্যসাহিত্য

( স্কুলসার্ভিস, নেট, সেট এবং পাস-অনার্স ছাত্রছাত্রীদের জন্য)

বাংলা সাহিত্যের ইতিহাস

সঠিক বিকল্পটি নির্বাচন করুন

১) কে সর্বপ্রথম ব্যক্তিগত উদ্যোগে বাংলা নাটক মঞ্চস্থ করার জন্য কলকাতায় রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা করেছিলেন?

ক। উইলিয়াম কেরি
খ। গেরাসিম লেবেডেফ
গ। রামনারায়ণ তর্করত্ন
ঘ। মাইকেল মধুসূদন দত্ত

উত্তর- খ। গেরাসিম লেবেডেফ

২) থিয়েটারে অভিনীত প্রথম বাংলা নাটকটির নাম কী?

ক। বিদ্যসুন্দর
খ। কাল্পনিক সংবদল
গ। বেণীসংহার
ঘ। রত্নাবলী

উত্তর- খ। কাল্পনিক সংবদল

৩) গেরাসিম লেবেডেফ প্রতিষ্ঠিত রঙ্গমঞ্চের নাম কী ছিল?

ক। জেনারেল থিয়েটার
খ। ক্লাসিক থিয়েটার
গ। বেঙ্গলি থিয়েটার
ঘ। ইন্ডিয়ান থিয়েটার

উত্তর- গ। বেঙ্গলি থিয়েটার

৪) হিন্দু থিয়েটারের (১৮৩১) প্রতিষ্ঠাতা কে ছিলেন?

ক। গিরিশ চন্দ্র ঘোষ
খ। নবীন বসু
গ। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
ঘ। প্রসন্নকুমার ঠাকুর

উত্তর- ঘ। প্রসন্নকুমার ঠাকুর

৫) ‘রজতগিরি নন্দিনী’ নাটকটি কার লেখা?

ক। হরচন্দ্র ঘোষ
খ। চারুচন্দ্র ঘোষ
গ। যোগেন্দ্র গুপ্ত
ঘ। রামনারায়ণ তর্করত্ন

উত্তর- ক। হরচন্দ্র ঘোষ

৬) ‘কুলীনকুলসর্ব্বস্ব’ কার লেখা?

ক। তারক চন্দ্র চূড়ামণি
খ। শ্রীপতি মুখোপাধ্যায়
গ। যোগেন্দ্র গুপ্ত
ঘ। রামনারায়ণ তর্করত্ন

উত্তর- ঘ। রামনারায়ণ তর্করত্ন

৭) ১৮৫৬ সালে বিধবাদের বিবাহ আইনসিদ্ধ হওয়ার পর কোন নাট্যকার ‘বিধবাবিবাহ’ নামক নাটক লিখেছিলেন?

ক। উমেশচন্দ্র মিত্র
খ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ। মাইকেল মধুসূদন দত্ত
ঘ। রামনারায়ণ তর্করত্ন

উত্তর- ক। উমেশচন্দ্র মিত্র

৮) বেলগাছিয়া নাট্যশালা কোন নাটকের অভিনয় দেখে মাইকেল মধুসূদন দত্ত নাট্য রচনায় মনোনিবেশ করেছিলেন?

ক। রত্নাবলী
খ। পুরুষপরীক্ষা
গ। ভদ্রার্জুন
ঘ। কীর্তিবিজয়

উত্তর- ক। রত্নাবলী

৯) মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রথম নাটক কোনটি?

ক। পদ্মাবতী
খ। শর্মিষ্ঠা
গ। কৃষ্ণকুমারী
ঘ। মায়াকানন

উত্তর- খ। শর্মিষ্ঠা

১০) মাইকেল মধুসূদন দত্তের লেখা ঐতিহাসিক নাটক কোনটি?

ক। রাজিয়া
খ। কৃষ্ণকুমারী
গ। চন্দ্রগুপ্ত
ঘ। কোনোটিই নয়।

উত্তর- খ। কৃষ্ণকুমারী

১১) ‘নবীন তপস্বিনী’ (১৮৬৩) নাটকটি কার লেখা?

ক। দীনবন্ধু মিত্র
খ। মাইকেল মধুসূদন দত্ত
গ। মন্মথ রায়
ঘ। মনোমোহন বসু

উত্তর- ক। দীনবন্ধু মিত্র

১২) ‘একেই কি বলে সভ্যতা’ প্রহসনটি কার রচনা?

ক। দীনবন্ধু মিত্র
খ। মাইকেল মধুসূদন দত্ত
গ। মনোমোহন বসু
ঘ। শ্যামাচরণ শ্রীমানি

উত্তর- খ। মাইকেল মধুসূদন দত্ত।

১৩) ‘সপত্নী নাটক’ কার রচনা?

ক। তারকচন্দ্র চূড়ামণি
খ। শ্রীপতি মুখোপাধ্যায়
গ। অমৃতলাল বসু
ঘ। রামনারায়ণ তর্করত্ন

উত্তর- ক। তারকচন্দ্র চূড়ামণি।

১৪) নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে চালু হয়েছিল?

ক। ১৮৭২ সালে
খ। ১৮৭৪ সালে
গ। ১৮৭৬ সালে
ঘ। ১৮৭৮ সালে

উত্তর- গ। ১৮৭৬ সালে।

১৫) ‘কল্কি অবতার’ প্রহসনটি কার রচনা?

ক। দ্বিজেন্দ্রলাল রায়
খ। রবীন্দ্রনাথ ঠাকুর
গ। দীনবন্ধু মিত্র
ঘ। অমৃতলাল বসু

উত্তর- ক। দ্বিজেন্দ্রলাল রায়।

১৬) ‘অলীকবাবু’ প্রহসনটি কার লেখা?

ক। উপেন্দ্রনাথ দাস
খ। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
গ। গিরিশচন্দ্র ঘোষ
ঘ। দ্বিজেন্দ্রলাল রায়

উত্তর- খ। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।

১৭) ‘জনা’ (১৮৯৩) নাটকটি কার লেখা?

ক। মাইকেল মধুসূদন দত্ত
খ। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
গ। গিরিশচন্দ্র ঘোষ
ঘ। দ্বিজেন্দ্রলাল রায়

উত্তর- গ। গিরিশচন্দ্র ঘোষ।

১৮) নীচের কোন ঐতিহাসিক নাটকটি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা নয়?

ক। নুরজাহান
খ। আলমগীর
গ। মেবার পতন
ঘ। সাজাহান

উত্তর- খ। আলমগীর।

১৯) কোন নাট্যব্যক্তিত্বকে ‘রসরাজ’ আখ্যা দেওয়া হয়েছিল?

ক। মনোমোহন বসু
খ। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
গ। দীনবন্ধু মিত্র
ঘ। অমৃতলাল বসু

উত্তর- ঘ। অমৃতলাল বসু।

২০) ‘সুরেন্দ্র বিনোদিনী’ (১৮৭৫) নাটকটি কার লেখা?

ক। উপেন্দ্রনাথ দাস
খ। গিরিশচন্দ্র ঘোষ
গ। হরলাল রায়
ঘ। দ্বিজেন্দ্রলাল রায়

উত্তর- ক। উপেন্দ্রনাথ দাস।

২১) ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদ কে করেছিলেন?

ক। মাইকেল মধুসূদন দত্ত
খ। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
গ। গিরিশচন্দ্র ঘোষ
ঘ। দ্বিজেন্দ্রলাল রায়

উত্তর- ক। মাইকেল মধুসূদন দত্ত।

২২) ‘বিবাহ বিভ্রাট’ প্রহসনটি কার রচনা?

ক। রবীন্দ্রনাথ ঠাকুর
খ। দীনবন্ধু মিত্র
গ। দ্বিজেন্দ্রলাল রায়
ঘ। অমৃতলাল বসু

উত্তর- ঘ। অমৃতলাল বসু।

২৩) ‘ন্যাশনাল থিয়েটার’ কবে স্থাপিত হয়েছিল?

ক। ১৮৭২
খ। ১৮৭৩
গ। ১৮৭৪
ঘ। ১৮৭৫

উত্তর- ক। ১৮৭২ সালে।

২৪) ‘বঙ্গের সুখাবসান’ নাটকটি কার লেখা?

ক। হরলাল রায়
খ। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
গ। দীনবন্ধু মিত্র
ঘ। অমৃতলাল বসু

উত্তর- ক। হরলাল রায়।

২৫) ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের লেখা নাটক হল-

ক। নরনারায়ণ
খ। আলিবাবা
গ। প্রতাপাদিত্য
ঘ। উপরের সবকটি

উত্তর- ঘ। উপরের সবকটি।

২৬) ‘দাদা ও আমি’ নাটকটি কার লেখা?

ক। উপেন্দ্রনাথ দাস
খ। দীনবন্ধু মিত্র
গ। গিরিশচন্দ্র ঘোষ
ঘ। দ্বিজেন্দ্রলাল রায়

উত্তর- ক। উপেন্দ্রনাথ দাস।

২৭) নট-নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ কোন ছন্দের জনক?

ক। অমিত্রাক্ষর ছন্দ
খ। গৈরিশ ছন্দ
গ। স্বরবৃত্ত ছন্দ
ঘ। মাত্রাবৃত্ত ছন্দ

উত্তর- খ। গৈরিশ ছন্দ।

২৮) ‘প্রণয় পরীক্ষা’ (১৮৬৯) নাটকটি কার লেখা?

ক। মনোমোহন বসু
খ। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
গ। দীনবন্ধু মিত্র
ঘ। অমৃতলাল বসু

উত্তর- ক। মনোমোহন বসু।

২৯) ‘বঙ্গের অঙ্গচ্ছেদ’ নাটকটি কোন নাট্যকারের রচনা?

ক। ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ
খ। অমৃতলাল বসু
গ। অমরেন্দ্রনাথ দত্ত
ঘ। মনোমোহন বসু

উত্তর- গ। অমরেন্দ্রনাথ দত্ত।

৩০) ‘কর্ণার্জুন’ নাটকটি কার লেখা?

ক। যোগেশ চৌধুরী
খ। জলধর চট্টোপাধ্যায়
গ। অপরেশচন্দ্র মুখোপাধ্যায়
ঘ। প্রমথনাথ বিশী

উত্তর- গ। অপরেশচন্দ্র মুখোপাধ্যায়।

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

error: Content is protected !!