আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া..

কবি সমর সেনের লেখা মহুয়ার দেশ

Mahuyar Desh by Samar Sen, WBCHSE class 12 Bengali (A) Poem question and answer for Higher Secondary Examination.

প্রশ্নঃ “আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া-ফুল,/নামুক মহুয়ার গন্ধ!”- ‘আমার’ বলতে কার কথা বলা হয়েছে? এমন কামনার কারণ কী? [১+৪]

উত্তরঃ কবি সমর সেনের লেখা ‘মহুয়ার দেশ’ কবিতা থেকে উদ্ধৃত পংক্তিটিতে ‘আমার’ বলতে কবির নিজের কথা বলা হয়েছে।

মহুয়ার দেশ
মহুয়ার দেশ

এইরূপ কামনার কারণঃ

ক্লান্তি থেকে মুক্তিঃ কবি সমর সেন হলেন নাগরিক কবি। আলোচ্য কবিতার শুরুতেও নগর জীবনের ছবি ফুটে উঠেছে। সেখানে অস্তগামী সূর্য ‘গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ’ এঁকে দেয়। আবার, একইসঙ্গে জলের ভেতরে ধূসর ফেনায় আগুন জ্বলে ওঠে। এই ধূসর-ক্লান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য কবি এইরূপ কামনা করেছেন।

প্রকৃতির সঙ্গে একাত্মতাঃ নগর সভ্যতার প্রাণহীন নিস্তব্ধতা কবিকে ব্যথিত করে তোলে। তিনি এই একঘেয়েমি জীবনযাপন থেকে মুক্তি পেতে চান। দিগন্ত-বিস্তৃত প্রকৃতির কোলে মাথা রেখে কবি প্রকৃতির সঙ্গে একাত্ম হতে চান।

কলুষতা থেকে মুক্তিঃ নগর হল যন্ত্রসভ্যতার প্রতীক। সেখানে কারখানা থেকে নির্গত বিষাক্ত কালো ধোঁয়া ‘শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে ঘরে আসে’। এই কলুষতা থেকে মুক্তি পেতেই কবি মহুয়া ফুলের স্পর্শ আর মহুয়ার ঘ্রাণ পেতে চেয়েছেন।

এই কবিতা থেকে অন্যান্য প্রশ্নোত্তরঃ

error: Content is protected !!