পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন

আন্তর্জাতিক কবিতা

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন পাঠক্রমে দ্বাদশ শ্রেণিতে একটি ভারতীয় গল্প এবং একটি আন্তর্জাতিক কবিতা অন্তর্ভুক্ত হয়েছে। এর ফলে তরুণ প্রজন্মের ছাত্রছাত্রী অন্যান্য ভাষার সাহিত্য-পাঠের আনন্দ এবং অভিজ্ঞতা লাভ করতে পারবে। এই উদ্যোগটি অবশ্যই প্রশংসাযোগ্য। দ্বাদশ শ্রেণির পাঠ্য আন্তর্জাতিক কবিতাটি হল ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’।  

পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন

কবি পরিচিতি

‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতাটি লিখেছেন জার্মান কবি বের্টোল্ট ব্রেখট (১৮৯৮- ১৯৫৬)। তিনি কবি, নাট্যকার এবং নাট্য পরিচালক ছিলেন। 

উৎস

মূল কবিতাটি জার্মান ভাষায় লিখিত। জার্মান ভাষায় কবিতাটির নাম ছিল “Fragen eines lesenden Arbeiters”। কবিতাটির ইংরেজি অনুবাদ ‘Questions From A Worker Who Reads’ আন্তর্জাতিক মহলে বিশেষভাবে জনপ্রিয়। এই কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন স্বনামধন্য বাংলা সাহিত্যিক শঙ্খ ঘোষ। 

বিষয় সংক্ষেপ

এই কবিতায় কবি একটি ঐতিহাসিক সত্যকে তুলে ধরতে চেয়েছেন। সেটি হল- পৃথিবীর ধারক এবং বাহক শ্রমজীবী মানুষেরা কিন্তু প্রচলিত ইতিহাসে তারা উপেক্ষিত। স্কুলপাঠ্য ইতিহাস বই খুললেই দেখা যায় সেখানে শুধু রাজাদের নিয়ে চর্চা আছে অথচ সেইসব রাজারা যাদের বলে বলীয়ান সেই সাধারণ মানুষের কথা আলাদা করে কোথাও বলা নেই। আসলে এইসমস্ত ইতিহাস বইও কোনো না কোনো রাজার পৃষ্ঠপোষকতায় রচিত হয়েছিল তাই সেখানে সাধারণ মানুষের কথা স্থান পায়নি। কবিতাটি ভালোভাবে বোঝার জন্য নীচের ভিডিওটি দেখা যেতে পারে। এই ভিডিওতে কবিতার প্রতি লাইন ধরে আলোচনা করা হয়েছে। ভিডিওটি মন দিয়ে দেখলে এই কবিতা থেকে যেকোনো এমসিকিউ ও অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর অনায়াসে দেওয়া যাবে।

কবি কয়েকটি যুদ্ধের কথা উল্লেখ করেছেন। কবির প্রশ্ন এইসমস্ত যুদ্ধ শুধুমাত্র রাজারা লড়াই করে জেতেনি তবু ইতিহাস বই পড়লে শুধু রাজাদের নাম জানা যায়।

কবি কয়েকটি বিখ্যাত স্থাপত্যের কথাও বলেছেন। পৃথিবীবিখ্যাত এইসব নির্মান কারা করেছিল? ইতিহাস বইয়ে শুধু রাজাদের নাম আছে। কিন্তু আসলে শ্রমিকের রক্ত জল হয়ে এইসব স্থাপত্য রচিত হয়েছিল। কবি বলেছেন, ইতিহাসে এইসব সাধারণ মানুষ অবহেলিত।

গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন

এমসিকিউ টেস্ট

কবিতাটি ভালোভাবে পড়া হয়ে গেলে এই লিংক থেকে MCQ Mock Test দিতে পারো। এই মক টেস্টটি বিগত বছরগুলিতে যে ধরণের প্রশ্ন এসেছে তেমনি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে। তাহলে নিজেই নিজের পড়া যাচাই করে  নাও।

নানা রঙের দিন  অলৌকিক

error: Content is protected !!